10/12/2024
#ক্রোয়েশিয়া_ঢাকা_ভিএফএস_জমা_আপডেট
#ক্রোয়েশিয়া_ঢাকা_ভিএফএস_জমা_আপডেট
ক্রোয়েশিয়া ভিএফএস সেন্টার ঢাকা-তে, আজকে স্বশরীরে উপস্থিত থেকে যা জানতে পারলাম তা হলো:
১। ৩ ডিসেম্বর থেকে ডি ক্যাটাগরি(ওয়ার্ক পারমিট) ভিসা আবেদন জমা হচ্ছে।
২। ভিসা আবেদন করার জন্য আপনাকে ৯৩ ইউরো সমপরিমাণ টাকা ইন্ডিয়ায় অবস্থিত ক্রোয়েশিয়া এম্বাসির অ্যাকাউন্টে TT পদ্ধতিতে প্যামেন্ট করতে হবে।যেকোন ব্যাংক থেকে TT করা যাবে।
ব্যাংকে TT করলে সেটা রিসিভ হতে সর্বনিম্ন ২ দিন বা ৩ দিন লাগতে পারে।এজন্য কেউ যদি তার এপয়েন্টমেন্ট ডেটের ৫/৭ বা আরো আগে টিটি করে রাখে তাতে কোন সমস্যা নাই।কোন কারনে টিটি করে রাখার পরও যদি জমা করতে না পারেন তাহলে পুনরায় ডেট নিয়ে ঐ একই টিটি কপি দিয়ে ফাইল জমা করতে পারবেন।
সোজা হিসাব,একবার টিটি করলে ওয়ার্ক পারমিট ইস্যূ ডেট থেকে ৬০ দিনের মধ্যে যেকোন দিন ঐ কপি দিয়ে আপনি ফাইল জমা করতে পারবেন।
ব্যাংকে যেদিন টিটি করবেন তার ১/২ দিন পর আপনি ব্যাংক থেকে আরেকটা প্যামেন্ট স্লিপ রিসিভ করবেন এবং সেটাই ভিএফএস এ জমা দিতে হবে।
৩। শুধুমাত্র ইন্ডিয়া ছাড়া আপনি যেকোন দেশ থেকে এই টিটি করতে পারবেন।যেমন: ইউরোপ বা এশিয়ার সহ যেকোন দেশ থেকে করা সম্ভব।
৪। আপনার পিসিসি'র মেয়াদ অবশ্যই ৬ মাস এর মধ্যে হতে হবে।পিসিসি ইস্যূ ডেট থেকে ৬ মাস হিসাব করে ওরা।৬ মাস পার হয়ে গেলে জমা নিবে না।পিসিসি'র মূল কপি ওরা নিয়ে যেতে বলে শুধুমাত্র পিসিসি ফেইক এটাস্টেশন করা কিনা সেটা যাচাই করার জন্য। মূল কপি ওরা ইন্ডিয়া পাঠায় না,প্রিন্ট কপি ইন্ডিয়া পাঠানো হয়।
৫। যেকোন ইন্সুইরেন্স ওরা গ্রহণ করবে।যদি বাংলাদেশি ইন্সুরেন্স দেন তাহলে মেইন কপি দিবেন নাহয় অন্য কোন ইন্সুরেন্স দিলে পিডিএফ কপি থেকে একদম স্পষ্ট কালার প্রিন্ট করে জমা দিতে হবে।
৬। ১২ হাজার টাকা ভিএফএস চার্জ যাত্রীকে বহন করতে হবে এবং সেটা ভিএফএস এর মধ্যে NRB ব্যাংক শাখা রয়েছে,সেখানে করবে।
৭। মিনিমাম ৩০ ওয়ার্কিং ডেট হিসাব করে ইন্সুইরেন্স এবং রিজার্ভেশন টিকেট বুক করতে
কপি করা পোস্ট।