16/12/2025
হাদী ভাইয়ের সাথে কত কিছু হয়ে গেল। সারাদেশ তাকে নিয়ে তোলপাড়। সোশ্যাল মিডিয়া, টিভি নিউজ, পত্র-পত্রিকা—সবকিছুই হাদীময়।
এতকিছুর পরেও, একবারও কি হাদীর আহলিয়াকে কোথাও দেখেছেন? কোনো টিভিতে, পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে?
না, কোথাও তার স্ত্রীকে দেখা যায় নি। কোনো মিডিয়াতেও তিনি আসেন নি। হসপিটালে গিয়েছেন কি না—জানি না। গেলেও সবার নজর-আড়ালে।
দেখছেন, কী হায়া সম্পন্ন ব্যক্তি? লজ্জাশীল স্ত্রীরা আসলে এমনই হয়। তারা কঠিন বিপদের সময়ও, নিজের হায়া ও গায়রতের কথা ভুলে যান না।
তিনি জানেন, ওনার এসবে যাওয়া না-যাওয়াতে কিছুই যায় আসে না। জানেন, মিডিয়াতে আসলেও কোনো ফায়দা হবে না। তিনি জানেন ফায়দা কোথায়। ফায়দা হল—চাও তার কাছে, যিনি 'শাফিঈ' সুস্থতা দানকারী।
—মাহমুদ বিন নূর