29/03/2025
_______________________________________
IRS ডিক্লেয়ার নিয়ে কিছু কমন প্রশ্ন ও উত্তর। ------------------------------------------------------------------
প্রশ্ন: IRS কি?
উত্তর: বিগত বছরে আপনার টোটাল ইনকাম এর উপর সরকারকে কি কোন ট্যাক্স দিতে হবে কিনা, তারই সাবমিশন দেওয়াকে বলা হয় IRS। যারা জব কন্ট্রাক্ট এ কাজ করেন, তাদের একটি নির্দিষ্ট পরিমান প্রায় ৯০০০-১০০০০ ইউরো এর টোটাল ইনকাম হলে ট্যাক্স/ IRS এ পেমেন্ট দেওয়া লাগেনা, কিন্তু এর বেশি হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যারা একটিভিটিতে কাজ করেন তাদের ক্ষেত্রে ইনকাম আরো কম হলে ও দিতে হবে। পৃথিবীর সকল দেশেই ইনকাম এর উপর ইয়ারলি ট্যাক্স দিতে হয়, আপনার ইনকাম যত বেশি হবে, ট্যাক্স দিতে হবে তত বেশি। সো IRS ডিক্লেয়ার দেওয়ার পর যদি আপনাকে ফিনান্সে কোন পেমেন্ট দিতে হয়, সেটা অন্যান্য ট্যাক্স এর মতো একটি ট্যাক্স, এটাকে আমরা বাংগালী ইন্ডিয়ান পাকিস্তানিরা ফাইন হিসেবে ধরি। আসলে কাজ করলে যেভাবে সোসালে ট্যাক্স দেই IRS এ সেই রকম ইয়ারলি ইনকাম এর উপরে ট্যাক্স।
প্র্শ্ন: তাহলে ফিনান্স থেকে যে অনেকে টাকা পায় সেটা কিভাবে।
উত্তর : প্রথমত বলে দেই ফিনান্স আপনাকে যে টাকা দেয় সেটা আপনারই বেতনের টাকা। আপনার টাকা ব্যালেন্স করার পর আপনাকে ফেরত দেয়। ধরেন আপনি একটি পর্তুগীজ কোম্পানি অথবা বাংগালী মিনি মার্কাদোতে কাজ করেন, আপনার স্যালারি ছিলো ১০০০ ইউরো, মানে মিনিমাম স্যালারির উপরে, শুধুমাত্র তারাই IRS থেকে রিটার্ন পায়। খেয়াল করে দেখবেন যারাই রিটার্ন পায় তাদের বেতন মিনিমাম স্যালারি এর উপরে । মালিক আপনার এই স্যালারি থেকে প্রতি মাসে ১১ % সোসাল এর ট্যাক্স হিসেবে এবং ৫.৮৬%IRS এ রিতেন্সাও হিসেবে কেটে রেখে ( রিতেন্সাও এর পারসেন্টজ স্যালারি, ফ্যামিলি ডিপেন্ডেট এর উপর নির্ভর করে) বাকি টাকা আপনাকে দেয়। বছর শেষে ৫.৮৬% ই টাকা যা আপনার মালিক ফিনান্স এ জমা দিয়েছে মাসে মাসে, সেটা ফিনান্স ফিরত দিবে যদি আপনি সরকারকে পেমেন্ট করা না লাগে। আর যদি পেমেন্ট করা লাগে তখন এই টাকা দিয়ে সেটাকে ব্যালেন্স করে দিবে। ইদানীং দেখবেন যারা গ্লোভোতে কাজ করেন তাদের ফাতুরাতে IRS বাবদ ১১.৫ % কেটে নেয়। এটা সেই টাকা যা আপনি IRS ডিক্লেয়ার দেওয়ার পর ব্যালেন্স করা হবে, যদি হিসেবের পরে আপনাকে পে করা না লাগে তবে যারা গ্লোভো তে কাজ করেন তারা রিটার্ন পাবেন। তবে সেটা ইনকামের উপর নির্ভর করবে। এই বিষয় টা আরো ক্লিয়ার করে জানার জন্য আমি একটি ভিডিও করে বুঝানোর চেষ্টা করবো।
“” মনে রাখবেন বেতন প্রতি মাসে মিনিমাম স্যালারি বা এর নিচে থাকলে রিতেন্সাও কেটে রাখে না মালিক। IRS এ টাকা ব্যাক পাওয়ার সম্ভাবনা নাই। “”
প্রশ্ন: IRS কি কি কাজে লাগে।
উত্তর: IRS আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারন কার্ড রিনিউ, ফ্যামিলি এপোয়েন্টমেন্ট এই দুই ক্ষেত্রে আইমা আপনার IRS অবশ্যই চাইবে। অন্যান্য যেমন বাসা রেন্ট নেওয়া, বাসা ক্রয় করা, ব্যাংক এর লোন এই ধরনের অনেক ক্ষেত্রে IRS লাগবে।
প্রশ্ন: IRS ডিক্লেয়ার কবে থেকে শুরু হবে।
উত্তরঃ ১ লা এপ্রিল ২০২৫ থেকে ৩০ শে জুন ২০২৫।
প্রশ্ন: আমি কোন একাউন্টেট বা পরিচিত কাউকে দিয়ে IRS ডিক্লেয়ার দিতে চাই না, সরকারি কোন অফিস থেকে ফ্রিতে ডিক্লেয়ার দিতে পারবো।
উত্তর : আপনি যে কোন ফিনান্স অফিস অথবা জোন্তা অফিস থেকে ফ্রিতে IRS ডিক্লেয়ার দিতে পারবেন।
প্রশ্নঃ কাদের IRS ডিক্লেয়ার দিতে হবে।
উত্তর: যাদের ২০২৪ এ সালে কাজের কন্ট্রাক্ট এবং একটিভিটি ওপেন ছিল সবার ।
প্রশ্ন: IRS ৩০শে জুন এর মধ্যে ডিক্লেয়ার না দিলে কি ফাইন আসবে।
উত্তর: জ্বি অবশ্যই ফাইন আসবে।
প্রশ্ন: ফ্যামিলির প্রত্যেকে কি আলাদাভাবে ডিক্লেয়ার দিতে হবে।
উত্তর: প্রাপ্তবয়স্ক (১৮+উর্ধ্বে) সবাই আলাদাভাবে দিতে পারবে, তবে আপনার ফ্যামিলি মেম্বার যেমন ওয়াইফ সন্তান অথবা বাবা-মা আপনার সাথে এখানে থাকলে,সবাইএক সাথে দিবেন। তাতে IRS ডিক্লেয়ার এ আপনার পেমেন্ট কমিয়ে আসবে অথবা জিরো হয়ে যাবে।
প্রশ্ন: আমার ওয়াইফ এর ফিনান্স নাম্বার বের করেছি ০১ জানুয়ার ২০২৫ ইং তারিখে অথবা এর পরে, আমি কি আমার ওয়াইফকে IRS এ এড করতে পারবেন।
উত্তর: জ্বি না। যাদের ফিনান্স নং ২০২৪ সালের ৩১ শে ডিসেম্বর ২০২৪ তারিখের পূর্বে বানানো হয়েছে শুধুমাত্র তাহাদের আপনার IRS এ এড করতে পারবেন।
প্রশ্ন: আসি ফিনান্সের এড্রেস চেঞ্জ অর্থাৎ বিপ্রেজেন্টেটিভ রিমুভ করেছি ২০২৫ সালে, আমার কী ফাইন আসবে।
উত্তরঃ জি সম্ভাবনা আছে। আপনার স্যালারী এর ২৫% ফাইন হিসেবে আসার সম্ভাবনা আছে।
প্রশ্নঃ সোসালে স্যালারি যা দেখায়, ফিনান্সে অটোমেটিক ভাবে সেই স্যালারি দেখায় না, মালিক কি আমার ট্যাক্স দেয় নাই।
উত্তরঃ আপনার মালিক ট্যাক্স দিছে কিনা, তার প্রমান হলো আপনার সোসালে স্যালারি দেখাইতেছে কিনা। যদি সোসালে না দেখায়, শধুমাত্র তখনই মনে করবেন ট্যাক্স দেয় নাই। IRS এর ফর্ম এ দেখানির সাথে ট্যাক্স পে করার কোন সম্পর্ক নাই। যদি IRS এ না দেখায় আপনার কাছে পে স্লিপ থাকলেই যথেষ্ট। যারা IRSএ ডিক্লেয়ার দিতে দক্ষ তাদের দিয়ে IRS ডিক্লেয়ার দিয়ে দিবেন, যদি উনি IRS ডিক্লেয়ার দেয়া ভালো ভাবে জানেন খুব সহজে সবকিছু এড করে দিয়ে দিবেন।
প্রশ্ন: IRS কি আপনি নিজে নিজে ডিক্লেয়ার দিতে পারবো।
উত্তর: জি আপনি যদি জব কন্ট্রাক্ট এ কাজ করেন, তবে সেই IRS Automatic IRS নামক অপশন থেকে খুব সহজেই ডিক্লেয়ার দিতে পারবেন।শুধু চেক করবেন স্যালারি সোসাল এ যত, IRS ফর্ম সেই রকম সমান আছে
কি না।
প্রশ্ন: যাদের একটিভিটি তারা কিভাবে IRS ডিক্লেয়ার দিবেন।
উত্তর: যদি নিজে না পারেন, IRS ডিক্লেয়ার এ দক্ষ এই রকম কাউকে দিয়া দিবেন।
প্রশ্ন: IRS পেমেন্ট কমানোর উপায় কি?
উত্তর: আপনার ওয়াইফ এবং আপনার নিজের নামে যদি ঘর রেন্ট নিয়ে থাকেন তবে পেমেন্ট কমাতে পারবেন। আর যদি ফাতুরা ভ্যালিডেশন করে থাকেন,সেক্ষেত্রে ফাতুরার উপর নির্ভর করে কমবে। তবে সেটা সর্বোচ্চ ২৮০ - ৩০০ ইউরো হয়, খাবার ক্রয়ের ফাতুরা এর উপর। অন্যান্য ফাতুরা যেমন ফার্মেসি, এডুকেশন সংক্রান্ত ফাতুরা থাকলে আরো বেশি পাবেন।
প্রশ্ন: ফাতুরা ভ্যালিডেশন দিয়ে আমার ৩০০-৪০০ ইউরো আসেছে, তবে সরকার সেটা ফেরত দিবে।
উত্তর : না, যদি পেমেন্ট করা লাগলে সেটা মাইনাস হবে, আর রিতেন্সাও দেওয়া থাকলে ব্যালেন্স করে দিবে।
প্রশ্ন: আমার বাচ্চা আছে, কিন্তু ওয়াইফ দেশে থাকে, আমার কি IRS পেমেন্ট কমবে।
উত্তর: বাচ্চা থাকা না থাকাতে IRS পেমেন্ট কম বেশি হবে না। একমাত্র যদি ওয়াইফ থাকে তখন পেমেন্ট কমবে বা জিরো হবে।
প্রশ্ন: অনেক বার IRS ডিক্লেয়ার দিলাম, কিন্তু কোন টাকা পাইনা কেন?
উত্তর : জব কন্ট্রাক্ট এ যারা কাজ করে IRS এ যা টাকা রিটার্ন পায়, তাদের স্যালারি থেকে তাদের মালিক একটা পারসেন্টজ ইউরো কেটে রেখে ফিনান্স এ প্রতি মাসে জমা দেয়। আপনি মিনিমাম স্যালারি বা তার কমে কাজ করলে মালিক সেটা কেটে রাখেনা। এটা শুধু যারা মিনিমাম স্যালারি এর উপরে কাজ করে তাদের ক্ষেত্রে মালিক কেটে রেখে ফিনান্স এ পে করে। সেই টাকাটা IRS এর ডিক্লেয়ার দেয়ার সময় ব্যালেন্স করে, যদি ফিনান্স আপনার কাছে সেই টাকার চেয়ে কম পায় বা জিরো পায় তখন রিটার্ন দেয়। আর যদি বেশি পায় তখন সেই টাকাটা মাইনাস করে বাকি গুলো পে করার জন্য হিসাবে আসে। তাই আপনি হিসাব মিলিয়ে নিন।
প্রশ্ন: আমি প্রতি মাসে ২/৩ হাজার ইউরো এর উপরে বাজার করি, আমি কি কোন রিটার্ন ইউরো পাবো।
উত্তর : আপনি ২/৩ হাজার না, ২ লাখ ইউরো খরছ করলে ও কোন রিটার্ন পাবেন না, যদি আপনার রিতেন্সাও না থাকে।
এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ লিখে দিবেন। ইনফরমেশন এ কোন ভুল থাকলে সেটা ধরিয়ে দিবেন। ধন্যবাদ।