Euronews Bangla

Euronews Bangla Media news paper and Bengali community

19/04/2025

IRN এর মাধ্যমে রেসিডেন্ট কার্ড রিনিউ ডকুমেন্টস
_______________________✍️মোহাম্মদ শাহজাহান

🔷️IRN এর মাধ্যমে রেসিডেন্ট কার্ড রিনিউ করতে যে সমস্ত ডকুমেন্টস লাগে | IRN শুধুমাত্র কার্ড রেনুর শুরুর কাজটা করে| যাবতীয় ডকুমেন্ট বিশ্লেষণ ও কার্ড রিনিউ মঞ্জুর করার দায়িত্ব AIMA|

ব্যবসায়ী হলে :
👉রেসিডেন্ট কার্ড অরিজিনাল
👉পাসপোর্ট অরিজিনাল
👉ব্যবসায়ের এক্টিভিটি পেপার ফাইনান্সের ।
👉লাস্ট ৩ মাসের ব্যালেন্স শীট ।
👉লাস্ট IRS modelo 3
👉ফাইনান্সের নো ডেভিডা (অনলাইন কপি হলে হবে)
👉সোস্যালের নো ডেভিডা (অনলাইন কপি হলে হবে)
👉ডমিসিলো ফিসকাল পেপার / জোন্তা /বাসার কন্টাক্ট পেপার
👉 181,50 € ইউরো ।

নিজের এক্টিভিটি কাজের লোক হলে
👉রেসিডেন্ট কার্ড অরিজিনাল
👉পাসপোর্ট অরিজিনাল
👉ফাইনান্স এর এক্চিভিটি পেপার
👉লাস্ট তিন মাসের গ্রীন রিসিট / পে স্লিপ , ইভা ডিক্লারেশন কপি
👉ফাইনান্সের নো ডেভিডা (অনলাইন কপি হলে হবে)
👉সোস্যালের নো ডেভিডা (অনলাইন কপি হলে হবে)
👉লাস্ট IRS modelo 3
👉ডমিসিলো ফিসকাল পেপার / জোন্তা /বাসার কন্টাক্ট পেপার
👉181,50 € ইউরো ।

কাজের কন্টাক্টের মাধ্যমে কাজ করলে :
👉রেসিডেন্ট কার্ড অরিজিনাল
👉পাসপোর্ট অরিজিনাল
👉 কন্টাক্ট পেপার অরিজিনাল ।
👉 মালিকের ডিক্লারেশন ।
👉 লাস্ট তিনটা পে স্লিপ ।
👉লাস্ট IRS modelo 3
👉 ডমিসিলো ফিসকাল পেপার / জোন্তা /বাসার কন্টাক্ট পেপার
👉 181,50 € ইউরো ।

বেকার হলে
👉রেসিডেন্ট কার্ড অরিজিনাল
👉পাসপোর্ট অরিজিনাল
👉IEFP এর রেজিস্ট্রেশন পেপার ।
👉লাস্ট IRS modelo 3
👉ডমিসিলো ফিসকাল পেপার / জোন্তা /বাসার কন্টাক্ট পেপার
👉181,50 € ইউরো ।

স্টুডেন্ট হলে
👉রেসিডেন্ট কার্ড অরিজিনাল
👉পাসপোর্ট অরিজিনাল
👉২০২৪/২৫ শিক্ষা বর্ষের ভর্তির ডিক্লারেশন অরিজিনাল
👉ডমিসিলো ফিসকাল পেপার / জোন্তা /বাসার কন্টাক্ট পেপার
👉181,50 € ইউরো ।

নির্ধারিত দিনে IRN অফিসে সময়ের ৩০ মিনিট পূর্বে যাবেন । ইমেইল, মোবাইল, এড্রেস , সাক্ষর পরিবর্তন করতে হলে IRN অফিসারকে বলবেন ।

নোট: আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে রিটার্ন দিয়ে দেওয়া হবে | কার্ড এবং Cash মাধ্যমে পেমেন্ট করা যাবে | কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য অনুরোধ করা হয়| একেবারেই কথা না বলতে পারলে একজন ট্রান্সলেটর নিয়ে যেতে হবে|

✍️মোহাম্মদ শাহজাহান

29/03/2025
29/03/2025

_______________________________________
IRS ডিক্লেয়ার নিয়ে কিছু কমন প্রশ্ন ও উত্তর। ------------------------------------------------------------------
প্রশ্ন: IRS কি?
উত্তর: বিগত বছরে আপনার টোটাল ইনকাম এর উপর সরকারকে কি কোন ট্যাক্স দিতে হবে কিনা, তারই সাবমিশন দেওয়াকে বলা হয় IRS। যারা জব কন্ট্রাক্ট এ কাজ করেন, তাদের একটি নির্দিষ্ট পরিমান প্রায় ৯০০০-১০০০০ ইউরো এর টোটাল ইনকাম হলে ট্যাক্স/ IRS এ পেমেন্ট দেওয়া লাগেনা, কিন্তু এর বেশি হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যারা একটিভিটিতে কাজ করেন তাদের ক্ষেত্রে ইনকাম আরো কম হলে ও দিতে হবে। পৃথিবীর সকল দেশেই ইনকাম এর উপর ইয়ারলি ট্যাক্স দিতে হয়, আপনার ইনকাম যত বেশি হবে, ট্যাক্স দিতে হবে তত বেশি। সো IRS ডিক্লেয়ার দেওয়ার পর যদি আপনাকে ফিনান্সে কোন পেমেন্ট দিতে হয়, সেটা অন্যান্য ট্যাক্স এর মতো একটি ট্যাক্স, এটাকে আমরা বাংগালী ইন্ডিয়ান পাকিস্তানিরা ফাইন হিসেবে ধরি। আসলে কাজ করলে যেভাবে সোসালে ট্যাক্স দেই IRS এ সেই রকম ইয়ারলি ইনকাম এর উপরে ট্যাক্স।

প্র্‌শ্ন: তাহলে ফিনান্স থেকে যে অনেকে টাকা পায় সেটা কিভাবে।
উত্তর : প্রথমত বলে দেই ফিনান্স আপনাকে যে টাকা দেয় সেটা আপনারই বেতনের টাকা। আপনার টাকা ব্যালেন্স করার পর আপনাকে ফেরত দেয়। ধরেন আপনি একটি পর্তুগীজ কোম্পানি অথবা বাংগালী মিনি মার্কাদোতে কাজ করেন, আপনার স্যালারি ছিলো ১০০০ ইউরো, মানে মিনিমাম স্যালারির উপরে, শুধুমাত্র তারাই IRS থেকে রিটার্ন পায়। খেয়াল করে দেখবেন যারাই রিটার্ন পায় তাদের বেতন মিনিমাম স্যালারি এর উপরে । মালিক আপনার এই স্যালারি থেকে প্রতি মাসে ১১ % সোসাল এর ট্যাক্স হিসেবে এবং ৫.৮৬%IRS এ রিতেন্সাও হিসেবে কেটে রেখে ( রিতেন্সাও এর পারসেন্টজ স্যালারি, ফ্যামিলি ডিপেন্ডেট এর উপর নির্ভর করে) বাকি টাকা আপনাকে দেয়। বছর শেষে ৫.৮৬% ই টাকা যা আপনার মালিক ফিনান্স এ জমা দিয়েছে মাসে মাসে, সেটা ফিনান্স ফিরত দিবে যদি আপনি সরকারকে পেমেন্ট করা না লাগে। আর যদি পেমেন্ট করা লাগে তখন এই টাকা দিয়ে সেটাকে ব্যালেন্স করে দিবে। ইদানীং দেখবেন যারা গ্লোভোতে কাজ করেন তাদের ফাতুরাতে IRS বাবদ ১১.৫ % কেটে নেয়। এটা সেই টাকা যা আপনি IRS ডিক্লেয়ার দেওয়ার পর ব্যালেন্স করা হবে, যদি হিসেবের পরে আপনাকে পে করা না লাগে তবে যারা গ্লোভো তে কাজ করেন তারা রিটার্ন পাবেন। তবে সেটা ইনকামের উপর নির্ভর করবে। এই বিষয় টা আরো ক্লিয়ার করে জানার জন্য আমি একটি ভিডিও করে বুঝানোর চেষ্টা করবো।

“” মনে রাখবেন বেতন প্রতি মাসে মিনিমাম স্যালারি বা এর নিচে থাকলে রিতেন্সাও কেটে রাখে না মালিক। IRS এ টাকা ব্যাক পাওয়ার সম্ভাবনা নাই। “”

প্রশ্ন: IRS কি কি কাজে লাগে।
উত্তর: IRS আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারন কার্ড রিনিউ, ফ্যামিলি এপোয়েন্টমেন্ট এই দুই ক্ষেত্রে আইমা আপনার IRS অবশ্যই চাইবে। অন্যান্য যেমন বাসা রেন্ট নেওয়া, বাসা ক্রয় করা, ব্যাংক এর লোন এই ধরনের অনেক ক্ষেত্রে IRS লাগবে।

প্রশ্ন: IRS ডিক্লেয়ার কবে থেকে শুরু হবে।
উত্তরঃ ১ লা এপ্রিল ২০২৫ থেকে ৩০ শে জুন ২০২৫।

প্রশ্ন: আমি কোন একাউন্টেট বা পরিচিত কাউকে দিয়ে IRS ডিক্লেয়ার দিতে চাই না, সরকারি কোন অফিস থেকে ফ্রিতে ডিক্লেয়ার দিতে পারবো।
উত্তর : আপনি যে কোন ফিনান্স অফিস অথবা জোন্তা অফিস থেকে ফ্রিতে IRS ডিক্লেয়ার দিতে পারবেন।

প্রশ্নঃ কাদের IRS ডিক্লেয়ার দিতে হবে।
উত্তর: যাদের ২০২৪ এ সালে কাজের কন্ট্রাক্ট এবং একটিভিটি ওপেন ছিল সবার ।

প্রশ্ন: IRS ৩০শে জুন এর মধ্যে ডিক্লেয়ার না দিলে কি ফাইন আসবে।
উত্তর: জ্বি অবশ্যই ফাইন আসবে।

প্রশ্ন: ফ্যামিলির প্রত্যেকে কি আলাদাভাবে ডিক্লেয়ার দিতে হবে।
উত্তর: প্রাপ্তবয়স্ক (১৮+উর্ধ্বে) সবাই আলাদাভাবে দিতে পারবে, তবে আপনার ফ্যামিলি মেম্বার যেমন ওয়াইফ সন্তান অথবা বাবা-মা আপনার সাথে এখানে থাকলে,সবাইএক সাথে দিবেন। তাতে IRS ডিক্লেয়ার এ আপনার পেমেন্ট কমিয়ে আসবে অথবা জিরো হয়ে যাবে।

প্রশ্ন: আমার ওয়াইফ এর ফিনান্স নাম্বার বের করেছি ০১ জানুয়ার ২০২৫ ইং তারিখে অথবা এর পরে, আমি কি আমার ওয়াইফকে IRS এ এড করতে পারবেন।
উত্তর: জ্বি না। যাদের ফিনান্স নং ২০২৪ সালের ৩১ শে ডিসেম্বর ২০২৪ তারিখের পূর্বে বানানো হয়েছে শুধুমাত্র তাহাদের আপনার IRS এ এড করতে পারবেন।

প্রশ্ন: আসি ফিনান্সের এড্রেস চেঞ্জ অর্থাৎ বিপ্রেজেন্টেটিভ রিমুভ করেছি ২০২৫ সালে, আমার কী ফাইন আসবে।
উত্তরঃ জি সম্ভাবনা আছে। আপনার স্যালারী এর ২৫% ফাইন হিসেবে আসার সম্ভাবনা আছে।

প্রশ্নঃ সোসালে স্যালারি যা দেখায়, ফিনান্সে অটোমেটিক ভাবে সেই স্যালারি দেখায় না, মালিক কি আমার ট্যাক্স দেয় নাই।
উত্তরঃ আপনার মালিক ট্যাক্স দিছে কিনা, তার প্রমান হলো আপনার সোসালে স্যালারি দেখাইতেছে কিনা। যদি সোসালে না দেখায়, শধুমাত্র তখনই মনে করবেন ট্যাক্স দেয় নাই। IRS এর ফর্ম এ দেখানির সাথে ট্যাক্স পে করার কোন সম্পর্ক নাই। যদি IRS এ না দেখায় আপনার কাছে পে স্লিপ থাকলেই যথেষ্ট। যারা IRSএ ডিক্লেয়ার দিতে দক্ষ তাদের দিয়ে IRS ডিক্লেয়ার দিয়ে দিবেন, যদি উনি IRS ডিক্লেয়ার দেয়া ভালো ভাবে জানেন খুব সহজে সবকিছু এড করে দিয়ে দিবেন।

প্রশ্ন: IRS কি আপনি নিজে নিজে ডিক্লেয়ার দিতে পারবো।
উত্তর: জি আপনি যদি জব কন্ট্রাক্ট এ কাজ করেন, তবে সেই IRS Automatic IRS নামক অপশন থেকে খুব সহজেই ডিক্লেয়ার দিতে পারবেন।শুধু চেক করবেন স্যালারি সোসাল এ যত, IRS ফর্ম সেই রকম সমান আছে
কি না।

প্রশ্ন: যাদের একটিভিটি তারা কিভাবে IRS ডিক্লেয়ার দিবেন।
উত্তর: যদি নিজে না পারেন, IRS ডিক্লেয়ার এ দক্ষ এই রকম কাউকে দিয়া দিবেন।

প্রশ্ন: IRS পেমেন্ট কমানোর উপায় কি?
উত্তর: আপনার ওয়াইফ এবং আপনার নিজের নামে যদি ঘর রেন্ট নিয়ে থাকেন তবে পেমেন্ট কমাতে পারবেন। আর যদি ফাতুরা ভ্যালিডেশন করে থাকেন,সেক্ষেত্রে ফাতুরার উপর নির্ভর করে কমবে। তবে সেটা সর্বোচ্চ ২৮০ - ৩০০ ইউরো হয়, খাবার ক্রয়ের ফাতুরা এর উপর। অন্যান্য ফাতুরা যেমন ফার্মেসি, এডুকেশন সংক্রান্ত ফাতুরা থাকলে আরো বেশি পাবেন।

প্রশ্ন: ফাতুরা ভ্যালিডেশন দিয়ে আমার ৩০০-৪০০ ইউরো আসেছে, তবে সরকার সেটা ফেরত দিবে।
উত্তর : না, যদি পেমেন্ট করা লাগলে সেটা মাইনাস হবে, আর রিতেন্সাও দেওয়া থাকলে ব্যালেন্স করে দিবে।

প্রশ্ন: আমার বাচ্চা আছে, কিন্তু ওয়াইফ দেশে থাকে, আমার কি IRS পেমেন্ট কমবে।
উত্তর: বাচ্চা থাকা না থাকাতে IRS পেমেন্ট কম বেশি হবে না। একমাত্র যদি ওয়াইফ থাকে তখন পেমেন্ট কমবে বা জিরো হবে।

প্রশ্ন: অনেক বার IRS ডিক্লেয়ার দিলাম, কিন্তু কোন টাকা পাইনা কেন?
উত্তর : জব কন্ট্রাক্ট এ যারা কাজ করে IRS এ যা টাকা রিটার্ন পায়, তাদের স্যালারি থেকে তাদের মালিক একটা পারসেন্টজ ইউরো কেটে রেখে ফিনান্স এ প্রতি মাসে জমা দেয়। আপনি মিনিমাম স্যালারি বা তার কমে কাজ করলে মালিক সেটা কেটে রাখেনা। এটা শুধু যারা মিনিমাম স্যালারি এর উপরে কাজ করে তাদের ক্ষেত্রে মালিক কেটে রেখে ফিনান্স এ পে করে। সেই টাকাটা IRS এর ডিক্লেয়ার দেয়ার সময় ব্যালেন্স করে, যদি ফিনান্স আপনার কাছে সেই টাকার চেয়ে কম পায় বা জিরো পায় তখন রিটার্ন দেয়। আর যদি বেশি পায় তখন সেই টাকাটা মাইনাস করে বাকি গুলো পে করার জন্য হিসাবে আসে। তাই আপনি হিসাব মিলিয়ে নিন।

প্রশ্ন: আমি প্রতি মাসে ২/৩ হাজার ইউরো এর উপরে বাজার করি, আমি কি কোন রিটার্ন ইউরো পাবো।
উত্তর : আপনি ২/৩ হাজার না, ২ লাখ ইউরো খরছ করলে ও কোন রিটার্ন পাবেন না, যদি আপনার রিতেন্সাও না থাকে।

এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ লিখে দিবেন। ইনফরমেশন এ কোন ভুল থাকলে সেটা ধরিয়ে দিবেন। ধন্যবাদ।

25/11/2024

Coke Studio Season 8| Episode 6Fizza Javed & Mulazim Hussain, Ve Baneya, Coke Studio, Season 8, Episode 6‪ #‎CokeStudio8‬‬‬‬‬‬‬‬‬‬Produced By Strings

নতুন যারা ইউরোপে আসবে হয়তো তাদের জন্য লেখাটা কিছুটা হলেও উপকার হবে,,,স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Soc...
25/11/2024

নতুন যারা ইউরোপে আসবে হয়তো তাদের জন্য লেখাটা কিছুটা হলেও উপকার হবে,,,

স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Social)

স্পেনে অভিবাসীদের জন্য বৈধকরণের প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে Arraigo Social নামে পরিচিত নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এই নিয়মটি ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিয়মের চূড়ান্ত কার্যকারিতা এবং প্রক্রিয়াগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করা আবশ্যক।

নিচে প্রয়োজনীয় শর্তাবলী, প্রক্রিয়া, এবং কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:
সাধারণ শর্তাবলী:

১. স্পেনে বসবাস:
আবেদনকারীকে টানা কমপক্ষে দুই বছর স্পেনে বসবাস করতে হবে।
গত দুই বছরে স্পেনের বাইরে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে।
২. চাকরির চুক্তি:
কাজের সময়সীমা: সপ্তাহে কমপক্ষে ৩০ ঘণ্টা।
চুক্তির মেয়াদ: মিনিমাম ৬ মাস।
বেতন: ন্যূনতম বেতন স্কেল (Salario Mínimo Interprofesional - SMI) মেনে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
১. ফর্ম EX-10:
বিশেষ পরিস্থিতির জন্য অনুমোদনের আবেদনপত্র। সঠিকভাবে পূরণ এবং স্বাক্ষরিত হতে হবে।

২. পাসপোর্ট:
সক্রিয় পাসপোর্টের সম্পূর্ণ ফটোকপি (সব পৃষ্ঠা, এমনকি ফাঁকা পৃষ্ঠাও)।
৩. এমপ্যাড্রোনমেন্ট সার্টিফিকেট (Empadronamiento):
গত দুই বছর ধরে স্পেনে বসবাসের প্রমাণপত্র।
4. চাকরির চুক্তি:
উভয় পক্ষ (কর্মচারী ও নিয়োগকর্তা) দ্বারা স্বাক্ষরিত মূল ও কপি।
নিয়োগকর্তাকে বেতন প্রদানের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
৫. কোম্পানির নথিপত্র:
নিয়োগকর্তার আইডি (যদি ব্যক্তি হন, তাহলে DNI/NIE; কোম্পানির ক্ষেত্রে NIF)।
IRPF এবং সামাজিক নিরাপত্তার বকেয়া নেই, এই মর্মে প্রমাণপত্র।
৬. সামাজিক সংহতির রিপোর্ট (Informe de Arraigo):
পৌরসভা থেকে প্রদত্ত রিপোর্ট যা আপনার সামাজিক সংহতির পরিমাণ নির্ধারণ করবে।
এটি বাধ্যতামূলক নয়, তবে আবেদন প্রক্রিয়াকে সহজ করতে পারে।
৭. প্রশাসনিক ফি:
মডেল ৭৯০ কোড ০৬২ ফি পরিশোধ করতে হবে।
৮. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট:
নিজের দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
এটি স্প্যানিশ ভাষায় অনুবাদ এবং আইনগতীকরণ করতে হবে।
কোথায় এবং কিভাবে আবেদন করবেন?

১. সশরীরে:
আপনার প্রদেশের বিদেশী দপ্তরে (Oficina de Extranjería)।

২. অনলাইনে:

যদি আপনার ডিজিটাল সার্টিফিকেট থাকে, তাহলে স্পেনের মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য:

এই প্রক্রিয়াটি একটি চূড়ান্ত দিকনির্দেশনা নয়। স্পেনে আইন প্রয়োগ ও পরিবর্তনের বিষয়টি বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে।

কাগজপত্রের সঠিকতা ও আবেদন প্রক্রিয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবেদন জমা দেওয়ার আগে আপনার সমস্ত নথি সঠিকভাবে প্রস্তুত ও যাচাই করে নিন।
রেফারেন্স এবং তথ্যসূত্র:

স্পেনের অভিবাসন বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইট (Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones): https://extranjeros.inclusion.gob.es

সাম্প্রতিক অভিবাসন নীতি এবং প্রাসঙ্গিক দিকনির্দেশনার জন্য স্থানীয় অভিবাসন অফিস বা আইনজীবীর পরামর্শ নিন।

এই নতুন নিয়মের মাধ্যমে অভিবাসীরা একটি বৈধ অবস্থান তৈরি করতে পারবেন এবং স্পেনে তাঁদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উন্নত করতে পারবেন

La Secretaría de Estado de Migraciones es el órgano encargado de desarrollar la política migratoria definida por el Gobierno en materia de inmigración, integración de los inmigrantes y ciudadanía española en el exterior.

25/11/2024

মোহাম্মদ শাহজাহান ✍

👉৩রা জুনের পূর্বে যারা পর্তুগালে এসেছেন ,তিন শর্তে পর্তুগালে বৈধতা লাভের সুযোগ দিয়েছে নতুন আইনে (article 88.6 / 89 . 5 )।
1.৩রা জুনের পূর্বে পর্তুগালে এসেছেন
2.সোস্যাল সিকিউরিটি নাম্বার নিয়েছেন
3. ১২ মাসের ফুল কন্টাক্ট এর কাজের প্রমাণ অথবা ইন্ডিপেন্ডেন্ট এক্টিভিটির প্রমাণ|
কিভাবে আবেদন করবেন শীঘ্রই আয়মা পোর্টালে এর নির্দেশনা আসবে|

👉একটা মিনিমাম কাজের কন্টাক এর শর্ত হলো : প্রতিদিন আট ঘন্টা,(এর মানে আপনি ওই আট ঘন্টা মালিকেরই কাজ করবেন) সপ্তাহে পাঁচ দিন | বেতন ৮২০ ইউরো | মালিক এখান থেকে সোসালে দেওয়ার জন্য 11% কেটে রাখবেন| বছরে দুই মাস বেতন দিয়ে ছুটি দিবেন অথবা দুই মাসের বেতন দিবেন|
এখন মালিক /ওয়ার্কার কে কতটুকু শর্ত ভঙ্গ করতেছেন এটা নিজেই হিসাব করেন|

👉২৪ সালে পর্তুগালে আগত সকল ফ্যামিলি সদস্যের ফিন্যান্সের পাসওয়ার্ড রেডি করে রাখুন| আগামী ফেব্রুয়ারি মাসে ফিন্যান্সে ফ্যামিলি সদস্যদের যুক্ত করার মাস|ওই সময় পরিবারের সকলের পাসওয়ার্ড লাগে|

👉রেসিডেন্ট কার্ড রিনিউ সমস্যা সমাধানে এখনো ভালো কোন উদ্যোগের আবাস পাওয়া যাচ্ছে না|

👉পর্তুগালে ফ্যামিলি পারমিশনের যে ৯০ দিনের মেয়াদ ইন্ডিয়াতে জমা করার জন্য , বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার ভিসা জটিলতার কারণে এর বাইরে গিয়েও ইন্ডিয়াতে জমা দিলে কোন সমস্যা নয়|

👉যাদের সব ডকুমেন্টস রেডি নেই আপ্নারা কিছুদিন পর প্যামেন্ট করতে পারেন,সেক্ষেত্রে AIMA অ্যাপোয়েন্টমেন্ট ও একটু দেরি করে দিবে।প্যামেন্ট এর নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই।আগে প্যামেন্ট করলে আগে অ্যাপোয়েন্টমেন্ট পাবেন শুধু এই টুকুই।

👉যারা কোর্ট ফাইল জমা দিয়ে অ্যাপোয়েন্টমেন্ট এর জন্য অপেক্ষা করছেন আপনারা এইসব করতে পারেন আবার না ও করতে পারেন।এখানে প্যামেন্ট না করলে আপনি স্বয়ং AIMA তে বায়োমেট্রিকের দিন প্যামেন্ট করতে পারবেন।

👉যারা ইতোমধ্যে কোর্টের মাধ্যমে অ্যাপোয়েন্টমেন্ট পেয়েছেন আবার AIMA থেকে নরমাল অ্যাপোয়েন্টমেন্ট ও পেয়েছেন,আপনারা যেকোনো একটি অ্যাপোয়েন্টমেন্ট এ যেতে পারবেন এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই।তবে কোর্টের অ্যাপোয়েন্টমেন্ট এ যাওয়াই ভালো।

👉যাদের কোনো রকম ডকুমেন্টস নেই আবার অ্যাপোয়েন্টমেন্ট ও পেয়ে গেছেন আপনারা উকিলের মাধ্যমে AIMA তে যেয়ে অন্য একটি অ্যাপোয়েন্টমেন্ট এর জন্য রিকুয়েষ্ট করতে পারেন।

Some information copied

06/11/2024

প্রশ্ন: আমি এই প্রথম কোন বিমান ভ্রমণ করবো। আন্তর্জাতিক ফ্লাইট! বিমান বন্দর প্রবেশ থেকে বিমানে উঠা পর্যন্ত ধাপ গুলো জানতে চাই।

উত্তর: প্রথমবার আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রা করার জন্য বিমানবন্দরে প্রবেশ থেকে বিমানে ওঠা পর্যন্ত ধাপগুলো নিম্নরূপ:

১. বিমানবন্দরে প্রবেশ

প্রয়োজনীয় ডকুমেন্টস: পাসপোর্ট, টিকিট (ইলেকট্রনিক বা প্রিন্টেড কপি), ভিসা (যদি প্রয়োজন হয়) এবং আইডি সঙ্গে রাখুন।

বিমানবন্দরে প্রবেশ: নির্ধারিত টার্মিনাল চেক করুন এবং প্রবেশ করুন। নিরাপত্তার জন্য কিছু ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রবেশপথেই চেক করতে পারে।

২. চেক-ইন প্রক্রিয়া

চেক-ইন কাউন্টারে যান: নির্ধারিত এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টারে গিয়ে আপনার টিকিট এবং পাসপোর্ট দেখান।

ব্যাগেজ ড্রপ: বড় ব্যাগেজ কাউন্টারে জমা দিতে হবে। হাতব্যাগ বা ক্যারি-অন ব্যাগ নিজের সঙ্গে রাখতে পারবেন।

বোর্ডিং পাস সংগ্রহ: চেক-ইন শেষে এয়ারলাইন্স থেকে বোর্ডিং পাস সংগ্রহ করুন। বোর্ডিং গেট ও আসন নম্বর এখানে থাকবে। (অন লাইন চেকইনয়করা থাকলে সরাসরি ইমিগ্রেশন এ চলে যান।)

৩. ইমিগ্রেশন প্রক্রিয়া

ইমিগ্রেশন ডেস্ক: পাসপোর্ট ও বোর্ডিং পাস দেখান। তারা আপনার তথ্য যাচাই করবে এবং অনুমতি দিলে পাসপোর্টে স্ট্যাম্প লাগাবে।

৪. নিরাপত্তা চেক (সিকিউরিটি চেক)

সিকিউরিটি স্ক্যান: হ্যান্ড ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী স্ক্যানার মেশিনে রাখতে হবে। নিজেও মেটাল ডিটেক্টরের মাধ্যমে স্ক্যানিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।

নিষিদ্ধ সামগ্রী: ল্যাপটপ, ফোন, ওয়াচ, বেল্ট আলাদা করে স্ক্যানিং মেশিনে রাখতে হতে পারে।

৫. অপেক্ষমান এলাকা (ওয়েটিং এরিয়া বা ডিপার্চার লাউঞ্জ)

নিরাপত্তা চেকের পর আপনার বোর্ডিং গেট এবং ডিপার্চার লাউঞ্জে অপেক্ষা করুন।

বোর্ডিং সময় আসলে গেটে যান এবং বোর্ডিং পাস দেখিয়ে ফ্লাইটে উঠুন।

৬. বিমানে ওঠা (বোর্ডিং)

বোর্ডিং গেটে পাস দেখিয়ে বিমানে প্রবেশ করুন।

নিজের নির্ধারিত আসন খুঁজে বসুন এবং সিটবেল্ট বাঁধুন। কেবিন ক্রুদের নির্দেশনা শুনুন।

এই ধাপগুলো অনুসরণ করে সহজেই আপনার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট যাত্রা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ থেকে জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার সুবর্ণ সুযোগ ২০২৪🔰 ২০২৪ সালে বাংলাদেশ থেকে জার্মানিতে কাজের সুযোগ পেতে...
30/10/2024

বাংলাদেশ থেকে জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার সুবর্ণ সুযোগ ২০২৪

🔰 ২০২৪ সালে বাংলাদেশ থেকে জার্মানিতে কাজের সুযোগ পেতে আগ্রহীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসার চাহিদা আরও বৃদ্ধি পেতে চলেছে। জার্মানি দীর্ঘদিন ধরে দক্ষ ও পরিশ্রমী কর্মীর ঘাটতি মোকাবিলা করছে, এবং সেই প্রেক্ষাপটেই তারা অভিবাসন নীতিতে পরিবর্তন এনে কাজের উদ্দেশ্যে আসা প্রবাসীদের জন্য আরও সুযোগ করে দিচ্ছে। এর ফলে, বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে দক্ষ কর্মীদের জন্য ২০২৪ সালে জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সহজতর হবে।

✅ জার্মানি ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজনীয়তা

১. যোগ্যতা এবং দক্ষতা:
জার্মানিতে কাজ করার জন্য আপনাকে বিশেষ দক্ষতার প্রমাণ দিতে হবে। এক্ষেত্রে সাধারণত ইনফরমেশন টেকনোলজি (আইটি), ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য সেবা, নির্মাণ শিল্প এবং অটোমোবাইল শিল্পের মতো সেক্টরে দক্ষতার চাহিদা বেশি। আপনার কাজের যোগ্যতা প্রমাণ করতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতা জমা দিতে হবে।

২. ভাষাগত দক্ষতা:
জার্মান ভাষার ওপর ভালো দক্ষতা থাকাটা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে, B1 বা B2 লেভেলের জার্মান ভাষা দক্ষতার প্রমাণ প্রয়োজন হয়। তবে কিছু ক্ষেত্রে, ইংরেজি ভাষার ওপর নির্ভর করে কাজের সুযোগও পাওয়া যায়।

৩. জব অফার:
জার্মানিতে কাজের জন্য আপনাকে প্রথমে একটি চাকরির প্রস্তাব (Job Offer) পেতে হবে। জার্মান নিয়োগকর্তারা যদি আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং ভাষাগত যোগ্যতার সাথে সন্তুষ্ট হন, তাহলে তারা আপনাকে নিয়োগ দিতে আগ্রহী হতে পারেন। জব অফার পেলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

✅ আবেদন প্রক্রিয়া

জার্মান ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে।

১. চাকরির আবেদন:
প্রথমে আপনাকে জার্মানির কোনো কোম্পানিতে চাকরির আবেদন করতে হবে। জার্মানির জনপ্রিয় চাকরির ওয়েবসাইটগুলোতে (যেমন: Stepstone, Indeed, Glassdoor) বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়।

২. চাকরির চুক্তি (Job Contract):
চাকরির জন্য নির্বাচিত হলে, কোম্পানি থেকে একটি চাকরির চুক্তি পাবেন। এই চুক্তি আপনার ওয়ার্ক পারমিটের জন্য গুরুত্বপূর্ণ নথি হবে।

৩. ওয়ার্ক পারমিটের জন্য আবেদন:
চাকরির চুক্তিপত্র পেয়ে গেলে জার্মান দূতাবাস বা কনস্যুলেটে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। আপনার আবেদন প্রক্রিয়ার জন্য নিচের ডকুমেন্টগুলো জমা দিতে হবে:
- চাকরির চুক্তি
- পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে)
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- ভাষার দক্ষতা সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)
- মেডিকেল সার্টিফিকেট
- জীবনবৃত্তান্ত (CV)

✅ জার্মান ওয়ার্ক পারমিট ভিসার ধাপসমূহ

১. চাকরির অফার পাওয়া:
প্রথম ধাপ হলো জার্মানির কোনো কোম্পানি থেকে চাকরির অফার পাওয়া।

২. ভিসা আবেদন:
চাকরির অফার পাওয়ার পর জার্মান দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করা হয়।

৩. ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সম্পন্ন:
ভিসা প্রাপ্তি এবং অন্যান্য প্রয়োজনীয়তা পূরণের পর আপনি জার্মানিতে যেতে পারবেন এবং আপনার নতুন চাকরিতে যোগদান করতে পারবেন।

✅ জার্মানিতে ২০২৪ সালে কোন সেক্টরে বেশি কাজের সুযোগ?

২০২৪ সালে জার্মানিতে কিছু নির্দিষ্ট সেক্টরে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকবে বেশি। এই সেক্টরগুলো হলো:
1. ইনফরমেশন টেকনোলজি (আইটি)
2. স্বাস্থ্যসেবা (নার্স, ডাক্তার)
3. ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল)
4. নির্মাণ শিল্প
5. অটোমোবাইল শিল্প
6. কারিগরি কাজ (ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার)

✅ জার্মানিতে কাজের সুবিধা

জার্মানিতে কাজের সুবিধাগুলোর মধ্যে রয়েছে উন্নত জীবনযাপন মান, চমৎকার কর্মপরিবেশ, স্বাস্থ্য বীমা, পেনশন সুবিধা এবং উচ্চ বেতন কাঠামো। জার্মানির বেতন কাঠামো বেশ উদার, যা অভিজ্ঞতা, যোগ্যতা এবং কাজের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

17/10/2024

আজকাল ফিনান্সে এড্রেস আপডেট দেয়া রিতীমত যুদ্ধের মতো হয়ে যাচ্ছে। আমার রিসেন্ট অভিজ্ঞতা থেকে যা দেখলাম তা শেয়ার করছি। আশা করি যাদের প্রয়োজন তাদের উপকার হবে।

★ বেশিরভাগ ফিনান্স স্টোরে দৈনিক ১৫ টা করে টিকিট দেয়, আর প্রায়োরিটির ভিত্তিতে টিকিট দেয়ায় দরুন ভোরে না গেলে টিকিট পাওয়া যায় না এটা সবার জানা। Larangeiras,Saldanha, Amadora এসব স্টোরে তো রাত ১২ টা থেকেই মানুষ সিরিয়াল ধরে! সুতরাং এসব স্টোরে না গিয়ে লিসবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ২,৪,৪,৫,৬,৭,৮,৯,১০ নাম্বার স্টোরে ভোর ৬ টার আগে গেলে টিকিট পাওয়া যায় আর এসব স্টোরের কর্মীরাও হেল্পফুল।

★ এখন এড্রেস আপডেট করতে হলে প্রথমে আপনাকে [email protected] এই এড্রেসে একটি ইমেইল লিখতে হয়। নিচে এর নমুনা দেয়া হলো:

Subject : Atualização de Morada

Prezados Senhores,

Eu আপনার নাম, por este meio solicitar a atualização da minha morada nos vossos registos. Seguem abaixo os meus dados pessoais:

Número de Passaporte: *****

NIF: ******

Número de Segurança Social: ********

Nova Morada: নতুন এড্রেস

Agradeço a vossa atenção e estou à disposição para qualquer informação adicional que seja necessária.

Com os melhores cumprimentos,

আপনার নাম'

*****************************
এরপর ইমেইলের Sent অপশনে গিয়ে এই ইমেইলটি প্রিন্টকপি সাথে করে নিয়ে যেতে হয়। (পোস্টের সাথে দেয়া ছবি দেখুন)

★ বাকি কাগজপত্র বলতে, ফিনান্সের পুরাতন কপি, জুন্তার অরিজিনাল কপি, সাথে জাস্ট স্যোশাল পেপার আর পাসপোর্ট রাখবেন।

বুলগেরিয়ার বি‌ভিন্ন বিশ্ববিদ্যাল‌য়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাব...
05/10/2024

বুলগেরিয়ার বি‌ভিন্ন বিশ্ববিদ্যাল‌য়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পারবেন। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য় এ তথ্য ফেসবুক পোস্টে জানিয়েছে।

মন্ত্রণালয়ের ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যাঁরা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন কিন্তু নয়াদিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে তাঁদের ভিসার আবেদন জমা দিতে পারেননি, তাঁদের হ্যানয় (ভিয়েতনাম), ইসলামাবাদ (পাকিস্তান) বা আস্তানা (কাজাখস্তানে) বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের অন্য ক্যাটাগরির ভিসা বন্ধ রেখেছে ভারত।

01/10/2024

#আপডেট , #হঠাৎ করে ন্যাশনালিটির প্রসেস সমাপ্ত, বিষয়টা কি ?

ভাইয়েরা , ন্যাশনালিটি আবেদন করে গত এক থেকে দেড় বছরে যেখানে সিরিয়াল ১ নং থেকে নড়েনি, সেখানে হঠাৎ করে ৭ নং চলে গিয়ে প্রসেস শেষ দেখাচ্ছে , Excited হওয়ার মতো বিষয় । গতকাল রাতে ন্যাশনালিটি বিষয়ে একটা আপডেট দেই, সেইজন্য সকাল থেকে প্রচুর কল এবং মেসেজ আসতে থাকে ।

সত্যতা জানার জন্য চলে যাই IRN অফিসে । তাদেরকে দেখাই যে ন্যাশনালটি প্রসেস সমাপ্ত দেখাচ্ছে ,বার্থ সার্টিফিকেট ইস্যু করা যাবে কি না ? তারা চেক করে বলে, তাদের সিস্টেমে এটা এখনো সমাপ্ত দেখাচ্ছেনা বিধায় বার্থ সার্টিফিকেট ইস্যু করা যাবেনা । কয়েকদিন অপেক্ষা করতে বলে । সাধারনত যাদের প্রসেস সমাপ্ত দেখায় তারা সাথেসাথে IRN এ গিয়ে বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারে ।

#যারা ন্যাশনালিটি লিজবন সেন্ট্রাল এবং পর্তুতে জমা দিয়েছেন অথবা যাদের ফাইল সেখানে আছে তাদের প্রায় প্রত্যেকের প্রসেস সমাপ্ত দেখাচ্ছে এমনকি যারা কয়েকমাস আগে আবেদন করেছেন তাদেরও । পর্তুগালের অন্যান্য জায়গায় যারা জমা দিয়েছেন তাদের প্রসেস আগের মতই আছে ।

তাহলে কি হয়েছে ? আমার ধারনা, যেহেতু আজ থেকে লিজবন এবং পর্তুতে ন্যাশনালিটি প্রসেস ত্বরান্বিত করার জন্য নতুন সিস্টেম ডেভলাপ করছে সেইজন্য হয়তো আগের সিস্টেমে বিঘ্ন ঘটেছে তাই সবার প্রসেস সমাপ্ত দেখাচ্ছে । আশাকরি আগামী দু একদিনের ভিতরে এটা আরো পরিস্কার হয়ে যাবে । আর যদি সত্যি সত্যি সিস্টেম ডেভলাপের কারনে প্রসেস ত্বরান্বিত হয়ে সমাপ্ত হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা 🤩।

Endereço

177 Sapadores
Lisbon
1100-022

Telefone

+351933666860

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Euronews Bangla publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Euronews Bangla:

Compartilhar