Jahir On The Go

Jahir On The Go Digital content creator guideline
(4)

তোমার মায়ার শহরে আমারে রাইখা দিলেও পারতা 😪😪Jahir On The GoJahir On The Go
03/03/2025

তোমার মায়ার শহরে আমারে রাইখা দিলেও পারতা 😪😪

Jahir On The GoJahir On The Go

ঘর বানানোর লাইগা আজ  ঘর ছাড়া  লাগে !!🙂Follow : Jahir On The Go
01/03/2025

ঘর বানানোর লাইগা আজ ঘর ছাড়া লাগে !!🙂

Follow : Jahir On The Go

01/03/2025

আলহামদুলিল্লাহ সবাই কে জানাই রমাদান মোবারক,
প্রথম রোজার উদ্দেশ্যে সেহরি শেষ করলাম 🥰

🇵🇹 পর্তুগালে নাগরিকত্ব পাওয়ার নিয়ম ও যোগ্যতাপর্তুগাল ইউরোপের অন্যতম সহজ নাগরিকত্ব প্রদানকারী দেশ। এখানে নাগরিকত্ব পাওয...
27/02/2025

🇵🇹 পর্তুগালে নাগরিকত্ব পাওয়ার নিয়ম ও যোগ্যতা

পর্তুগাল ইউরোপের অন্যতম সহজ নাগরিকত্ব প্রদানকারী দেশ। এখানে নাগরিকত্ব পাওয়ার বিভিন্ন উপায় রয়েছে, যেমন দীর্ঘমেয়াদী বসবাস, জন্মসূত্র, বিয়ে বা বিনিয়োগের মাধ্যমে।

📌 পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার প্রধান উপায়

1️⃣ স্থায়ী বসবাসের (PR) মাধ্যমে নাগরিকত্ব

✅ পর্তুগালে ৫ বছর ধরে বৈধ রেসিডেন্স পারমিট নিয়ে থাকতে হবে।
✅ প্রতি বছর নূন্যতম ৭ দিন পর্তুগালে থাকতে হবে।
✅ পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান থাকতে হবে (A2 লেভেল পরীক্ষা)।
✅ কোন ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না।

2️⃣ বিয়ের মাধ্যমে নাগরিকত্ব

✅ একজন পর্তুগিজ নাগরিকের সাথে ৩ বছর বৈধ বিবাহ বা লিভ-ইন সম্পর্ক থাকলে আবেদন করা যাবে।
✅ পর্তুগালে থাকার প্রয়োজন নেই, তবে সম্পর্কের সত্যতা প্রমাণ করতে হবে।
✅ ভাষা পরীক্ষার প্রয়োজন নেই।

3️⃣ পর্তুগালে জন্মগ্রহণের মাধ্যমে নাগরিকত্ব

✅ যদি বাবা-মা পর্তুগালে ৫ বছর ধরে বসবাস করেন, তবে তাদের সন্তান জন্মসূত্রে নাগরিকত্ব পেতে পারে।
✅ দাদা-দাদী বা নানা-নানির পর্তুগিজ নাগরিকত্ব থাকলে, সন্তানের নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে।

4️⃣ বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব (গোল্ডেন ভিসা)

✅ পর্তুগালে €৫০০,০০০ বিনিয়োগ বা ১০ জন কর্মী নিয়োগ করলে গোল্ডেন ভিসার মাধ্যমে নাগরিকত্বের আবেদন করা যায়।
✅ ৫ বছর পর স্থায়ী বসবাস (PR) এবং ৬ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে।

5️⃣ শরণার্থী ও বিশেষ অবদানের মাধ্যমে নাগরিকত্ব

✅ রাজনৈতিক আশ্রয়প্রাপ্তরা নির্দিষ্ট সময় পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন।
✅ পর্তুগালে গবেষণা, সংস্কৃতি বা ক্রীড়ায় বিশেষ অবদান রাখলে দ্রুত নাগরিকত্ব পাওয়া যেতে পারে।

📌 নাগরিকত্বের জন্য আবশ্যক শর্ত

✔ ৫+ বছর বৈধ বসবাসের প্রমাণ
✔ পর্তুগিজ ভাষায় A2 লেভেলের দক্ষতা
✔ আর্থিকভাবে স্বনির্ভরতা ও আয় দেখানো
✔ অপরাধমুক্ত সার্টিফিকেট (Police Clearance)

📌 নাগরিকত্ব আবেদন প্রক্রিয়া

1️⃣ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন – পাসপোর্ট, বসবাসের প্রমাণ, ভাষা সার্টিফিকেট।
2️⃣ ইমিগ্রেশন অফিসে (AIMA) আবেদন করুন – অনলাইনে বা সরাসরি আবেদন করা যায়।
3️⃣ ফি পরিশোধ করুন – সাধারণত €২৫০ থেকে €৩০০ পর্যন্ত লাগে।
4️⃣ নাগরিকত্ব পরীক্ষা (ভাষা ও সংস্কৃতি) দিন – যদি প্রয়োজন হয়।
5️⃣ সাক্ষাৎকার দিন – কিছু ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হয়।
6️⃣ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন – প্রক্রিয়াটি সাধারণত ৬ মাস থেকে ২ বছর সময় নিতে পারে।

📌 নাগরিকত্ব আবেদন করার অফিস ও ওয়েবসাইট

🌐 ওয়েবসাইট: irn.mj.pt

24/02/2025

অপেক্ষা করে কি হবে🙃
যদি ভাগ্যের কাছে হেরে যাই 😒😒

20/02/2025

তুমি ভাবছো! তোমার আশেপাশের সবাই তোমাকে খুব ভালোবাসে? আরে নাহ!

তারা ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসিখুশি রাখো, তাদের কাজ করে দাও, তাদের প্রতি Effort দাও। যেদিন তুমি তাদের আশা মত কাজ করবে না, এই Effort দেওয়া বন্ধ করে দিবে সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা! শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি 😒

22/01/2025

লাখ টাকার জিনিস হাজারে বিক্রি হয় এখানে | Lisbon, Portugal

লিসবন পর্তুগাল 🇪🇺🇵🇹
19/01/2025

লিসবন পর্তুগাল 🇪🇺🇵🇹

12/01/2025

Cascais, Portugal | Walking Tour of This Beautiful Town Close to Lisbon! [4K]

একজন প্রবাসীর গায়ে হাত তোলা মানে, বাংলাদেশের ২ কোটি প্রবাসীদের গায়ে হাত তোলার সমান।মনে রাখবেন, প্রবাসীর রেমিটেন্সের টাকা...
09/01/2025

একজন প্রবাসীর গায়ে হাত তোলা মানে, বাংলাদেশের ২ কোটি প্রবাসীদের গায়ে হাত তোলার সমান।

মনে রাখবেন, প্রবাসীর রেমিটেন্সের টাকা দিয়ে আপনার দেশের অর্থনীতির চাকা ঘুরে।

প্রবাসীর রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেলে আপনারাই বিপদে পড়বেন।

এয়ারপোর্টে প্রবাসী মারধরের ঘটনায় আমি প্রবাসী ভাইয়ের অপরাধ মেনে নিচ্ছি।
হয়তো তিনি আগে হাত তুলেছেন।
তাই বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এভাবে একজন সাধারণ মানুষের গায়ে হাত তুলা সম্পুর্ণ অন্যায়।
তারা আইনের লোক হয়ে কেমনে পারেন এটা করতে?
এত শর্ট টেম্পার নিয়ে ধৈর্য পরিক্ষায় পাস করা ছাড়া একজন মানুষ কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হন?
তিনি চাইলে জেল জরিমানা করতে পারতেন, এই ক্ষমতা তার আছে, গায়ে হাত দেওয়ার ক্ষমতা তার নাই।

06/01/2025

২০২৫ সালকে আমরা এভাবেই বরন করলাম 😍 - Portugal Fireworks 2025 Lisbon - JAHIR ON THE GO

Endereço

Lisbon

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Jahir On The Go publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Jahir On The Go:

Compartilhar