M Murad H

M Murad H try to be honest, never give up and stay calm in any situation.

Apa Asche , comments must be needed...প্রচারে আপালীগ
19/09/2025

Apa Asche , comments must be needed...প্রচারে আপালীগ

27/08/2025

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালবাসা। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ থেকে ৪৯ বছর আগে তাঁর জীবনাবসান হয়। তিনি বিংশ শতাব্দির বাংলা ভাষার প্রধান কবি ও সঙ্গীতজ্ঞ। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি কবি। শৈশব থেকে কঠিন জীবন-সংগ্রাম করে বড় হয়েছেন। যে কারণে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তাঁর সহজাত। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা যুগিয়েছেন। তাঁর রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য-সংস্কৃতির ভান্ডারকে করেছে সমৃদ্ধ। তাঁর কবিতা, গান আজও মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তির সন্ধান দেয়। তাঁর আপোষহীন সংগ্রাম তাঁকে বিদ্রোহী কবির খ্যাতি এনে দিয়েছে।

কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করে। মহান স্বাধীনতা যুদ্ধ, ‘৯০ এর গণআন্দোলন ও ‘২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তাঁর কবিতা ও গান এদেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা যুুগিয়েছে, উজ্জীবিত করেছে। যুগযুগ ধরে অধিকারহারা মানুষকে সাহসী প্রতিবাদে উদীপ্ত করবে তাঁর সাহিত্যকর্ম।

মানব প্রেমের এক উজ্জল দৃষ্টান্ত কবি কাজী নজরুল ইসলাম। মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তাঁর রচনা আমাদেরকে উদ্বুদ্ধ করে। তাঁর সাহিত্যকর্ম আমাদেরকে চিরকাল স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

সতর্কীকরণ বিজ্ঞপ্তি / আমরা বিএনপি পরিবার আমাদের দৃষ্টি গোচর হয়েছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত শহীদ পরিব...
21/08/2025

সতর্কীকরণ বিজ্ঞপ্তি / আমরা বিএনপি পরিবার

আমাদের দৃষ্টি গোচর হয়েছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কিছু প্রতারক চক্র ‘আমরা বিএনপি পরিবার’-এর নাম ভাঙিয়ে আর্থিক সহায়তার কথা বলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ টাকা দাবি করছে।

আমরা স্পষ্টভাবে জানাচ্ছি—
‘আমরা বিএনপি পরিবার’ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কোনোভাবেই শহীদ পরিবারের কাছ থেকে অর্থ দাবি করে না।

প্রতারক চক্রটি ইচ্ছাকৃতভাবে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’কে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।

ইতোমধ্যেই প্রতারক চক্রটি— এই 01714668001 নাম্বার ব্যবহার করেছে, যা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

তাই সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি—
যদি কেউ ‘আমরা বিএনপি পরিবার’ বা বিএনপি-এর নাম ব্যবহার করে কোনো প্রকার টাকা দাবি করে; তাহলে বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করুন এবং অবিলম্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব অথবা, সংগঠনটির যেকোনো সদস্যকে বিষয়টি জানান।

শহীদ পরিবারের পাশে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় আন্তরিকভাবে ছিল, আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।

ধন্যবাদান্তে —
কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন
সদস্য সচিব, আমরা বিএনপি পরিবার

মহান ২১ আগস্ট উপলক্ষে মাননীয়... আহো... তোমারে দিবানি...আহারে পরিবার হারানোর বেদনা সে দিন গুলো আজ গেল কৈ।
21/08/2025

মহান ২১ আগস্ট উপলক্ষে মাননীয়...
আহো... তোমারে দিবানি...আহারে পরিবার হারানোর বেদনা সে দিন গুলো আজ গেল কৈ।

20/08/2025

এই স্বৈরাচারের দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে। ইনশাআল্লাহ

গতবছর আগস্ট মাসের ৫ তারিখ দুপুর ১:১৫ এর দিকে স্বজন হারানোর বেদনা নিয়ে বাসা থেকে কোথায় যেন চলে যায়! এখনো বাসায় আসেনি। অভি...
04/08/2025

গতবছর আগস্ট মাসের ৫ তারিখ দুপুর ১:১৫ এর দিকে স্বজন হারানোর বেদনা নিয়ে বাসা থেকে কোথায় যেন চলে যায়! এখনো বাসায় আসেনি। অভিমান করেই চলে গেছেন বলে জানিয়েছে তার পরিবার।

তার বয়স আনুমানিক ৭৬ (জীবনে একবারো মিথ্যা কথা বলেননি)
পরনে ছিলো সাদা শাড়ি ও সাথে গুচি ব্যাগ থাকতে পারে।

মাথায় একটু সমস্যা আছে উল্টা পাল্টা কথা বলে।

কেউ যদি দেখে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন:-
০১৬৯৬৯৪২০৬৯ (ছেলে সবজি বিক্রেতা জয়)
০১৬২৪৪১১৩৯০ (পুতুলের কারখানা চাকরি করা মেয়ে)

30/07/2025

আফা যা বলে , সেটা আফা করেন । আফা যেটা করে, সেটা আফা বলে না । এটাই আফার সাইন্স

The mother of democracy has been returned .
05/05/2025

The mother of democracy has been returned .

02/12/2024
07/11/2024

Congratulations to President-elect Donald J. Trump on his electoral victory. We look to a future of strengthened ties and collaboration between our two nations.

This victory demonstrates America's robust democratic processes. The people of Bangladesh are eager to move forward with their own free and fair elections, and cement our shared commitment to democratic values and fundamental freedoms.

Endereço

Lisbon
1100-364

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando M Murad H publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para M Murad H:

Compartilhar