30/03/2025
পর্তুগাল, লিসবন এর প্রিয় মুসলীম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।
আলামাদা পার্কে ঈদের ২/৩ টি জামাত অনুষ্ঠিত হয়, যেখানে একটি জামাত একদম ফ্রন্ট সাইড এ সম্পন্ন হয়, আর ঠিক এই জামাত থেকে ৫০/১০০ মিটার দুরত্বে উলংগ নারির সারিবদ্ধ অনেকগুলি মূর্তি! আস্তাগফিরুল্লাহ!
যেখানে জীবন্ত কিছুর ছবি নিয়ে নামাজ পড়ার ইখতিলাফ রয়েছে!??? সেখানে উলংগ নারির সারিবদ্ধ মূর্তি!?
বিনীত অনুরোধ: পার্কের ফ্রন্ট সাইড নামাজের জন্য ব্যবহার না করা। অথবা/
পর্দার মাধ্যমে এগুলকে ডেকে নামাজ আদায় করা।