
11/10/2024
দিনভর বৃষ্টি, মেঘ থমথমে আকাশ।
প্রকৃতি তার অস্তিত্ব জুড়ে বিষাদের জানান দিচ্ছে। ওইদিকে উদাস কবি অপেক্ষার প্রহর গুনছে কখন প্রিয়তমা আসবে।কখন তার কবিতারা ছন্দ ফিরে পাবে। প্রহরের পর প্রহর কেটে যায় অপেক্ষায়, অবহেলায়, অনিদ্রায় কিন্তু প্রিয়তমা আসে না।🥀❤️🩹