Areef Hasan Thalukdhar

Areef Hasan Thalukdhar হায়াত সীমিত . রিজিক নির্ধারিত . মৃত্যু অবধারিত . Cheating is a choice not a mistake.. I forgive you and I forget you �

প্রকাশ করে ব্যর্থ হওয়ার চেয়ে নীরবতাই সঠিক সিদ্ধান্ত,,👍
29/07/2025

প্রকাশ করে ব্যর্থ হওয়ার চেয়ে নীরবতাই সঠিক সিদ্ধান্ত,,👍

বৈশাখী ঝড়ে নৌকাতে পাল তুলতে হয় না । আপনার মন মানসিকতা এবং আপনার চারপাশের মানুষের কথা শুনে আপনি পাল তুলতে গেলেন । আর আপ...
18/07/2025

বৈশাখী ঝড়ে নৌকাতে পাল তুলতে হয় না । আপনার মন মানসিকতা এবং আপনার চারপাশের মানুষের কথা শুনে আপনি পাল তুলতে গেলেন । আর আপনাকে বৈশাখী ঝড়ের হাওয়ায় আপনাকে ডুবিয়ে দিল । আর এই নৌকা বুঝাই সম্পদ সময় আপনি পড়ে বুঝতে পেলেন লাভ কি তাতে । তাই কারো প্রবঞ্চনায় নিজের জীবন নষ্ট করবেন না । একটা কথায় আছে না সময় গেলে সাধন হবার নয়

শান্তি নাই গো মনে আমার প্রাণে শান্তি নাই । তাইতো আমি সাগর পাড়ে যাই।
10/07/2025

শান্তি নাই গো মনে আমার প্রাণে শান্তি নাই । তাইতো আমি সাগর পাড়ে যাই।

আপনার রাস্তায় চলতে যদি আপনার বন্ধু চরিত্রবান আর সত্য হয়। তাহলে নির্দ্বিধায় আপনি আপনার জিবন বাজি রাখতে পারবেন। আর যদি ...
05/07/2025

আপনার রাস্তায় চলতে যদি আপনার বন্ধু চরিত্রবান আর সত্য হয়। তাহলে নির্দ্বিধায় আপনি আপনার জিবন বাজি রাখতে পারবেন। আর যদি আপনার বন্ধু চরিত্রহীন দোকাবাজ হয় তাহলে মনে রাখবেন আপনার মৃত্যুর ঝুকি খুবই ই কাছাকাছি আছে ।

( সময় থাকতে রাস্তা বা সঙ্গ বদলায় ফেলেন

28/05/2025

অনেক দূরত্বের রাস্তায় যেতে গেলে অবশ্যই আপনি আপনার ছেঁড়া স্যান্ডেল কে ফেলে দিতে হবে । না হলে আপনি পথ আটকে যাবেন। বা আপনার গন্তব্যস্থানে যেতে বিলম্ব হবে । মানুষ যেমন মুখের তুতু ফেলে দিলে আবার নিতে পারবে না । ঠিক ছেঁড়া সেন্ডেল নিয়েও রাস্তায় চলতে পারবে না । আমিও তাই বিশ্বাস করি। তাই চার বছর আগেই ছেঁড়া সেন্ডেল গুলো ফেলে চলে আসছিলাম । চার বছর আগের ছেঁড়া স্যান্ডেল আমি আবার কুড়িয়ে নিতে চাইবো কেন । বিষয়টা হাস্যকর। যারা জানে বুঝে তারা বুঝবে

বৃত্তান্ত
12/03/2025

বৃত্তান্ত

12/03/2025

বৃত্তান্ত তুলে ধরে লাভ নেই ।
সবার জীবন সুন্দর নয় ।
জীবনে ব্যক্তিত্ব সৌন্দর্যের সাথে রাখতে পারলে
কেবল জীবন সুন্দর ।

তোমার নির্ভয়ের আবাসন ।আজ কেন তুমি নির্বাসনে আছো ?বলেছিলে মিস করলে মিসকল দেব ,কই মিস করো কি এখনো? বলেছিলে আমার জন্য টিপট...
14/02/2025

তোমার নির্ভয়ের আবাসন ।
আজ কেন তুমি নির্বাসনে আছো ?
বলেছিলে মিস করলে মিসকল দেব ,
কই মিস করো কি এখনো?
বলেছিলে আমার জন্য টিপটপ থাকো সবসময়,
তবে কি এখনো অগোছালো তোমার জীবন ?.
বলেছিলে এ জীবনে না হোক,
সে জীবনে তোমাকে চাই ।
কথা কি রাখবে নাকি নতুন জীবন খুঁজে নিয়েছো ?
হঠাৎ করে যদি দেখা হয়ে যায়,
তবে কি চিনবে আমায়?
যে চোখ দিয়ে রাস্তায় বের হলে আমাকে খুঁজতে,
সে চোখ কি এখনো আমাকে খুঁজে?
প্রশ্নগুলো প্রশ্নই থেকে যাবে,
উত্তর সে তো আমি জানি ।
অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিরম্বনা আর কি হতে পারে ।
ভালোবাসার দিনে ভালোবাসার শুভেচ্ছা রইলো ।

পিছনে ফিরে তাকানোর সময় নাই ।
30/01/2025

পিছনে ফিরে তাকানোর সময় নাই ।

11/11/2024

বয়সের কাছে সবাইকে হার মানতে হবে, এই রূপ-সৌন্দর্য থাকবেনা একদিন।💔

10/11/2024
রঙিন স্বপ্ন পুরো আকাশ জুড়ে আসে না । রঙ্গিন স্বপ্ন শুধু স্বপ্নতেই সুন্দর আকাঙ্ক্ষা মনের লোভ লালসায় ।আর রঙিন স্বপ্নের বা...
29/10/2024

রঙিন স্বপ্ন পুরো আকাশ জুড়ে আসে না । রঙ্গিন স্বপ্ন শুধু স্বপ্নতেই সুন্দর আকাঙ্ক্ষা মনের লোভ লালসায় ।
আর রঙিন স্বপ্নের বাস্তবতা হলো ভিন্ন । যা মানুষকে ভবিষ্যতে অন্ধকারের দিকে নিয়ে যায়।

Address

Al Doha Al Jadeeda

Alerts

Be the first to know and let us send you an email when Areef Hasan Thalukdhar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Areef Hasan Thalukdhar:

Share