19/12/2025
রাজনীতি আমি ঘৃ 'ণা করি—
আমার কাছে এটা বরাবরই অর্থহীন, ফালতু একটা বিষয়।
তবু আজ হাদি ভাইয়ের জন্য মনটা অসম্ভব খারাপ হয়ে আছে। মনে হচ্ছে যেন খুব আপন কাউকে হারিয়েছি। কী অদ্ভুত অনুভূতি!
এই তো গত জুম্মায় তিনি নামাজ পড়লেন, আর এই জুম্মায় তিনি নেই।
তোমরা ওপারে খুব ভালো থেকো ভাই’য়েরা…. 🤲