Mohd Ikram Bhuiya

Mohd Ikram Bhuiya Creating personal Vlogs, Videos for Entertainment.

04/03/2025

তুমি যত ফেক হবে তোমার সার্কেল তত বড় হবে!
তুমি যত বাস্তববাদী ও সৎ হবে তোমার সার্কেল তত ছোট হবে!

ভারতের থেকে ২০০ একর জমি ফিরে পেল বাংলাদেশ। যেই মেট্রো স্টেশন ঠিক করতে চেয়েছিলো ১০০ কোটি, সেটা তার চেয়ে অনেক কম খরচে হলো,...
19/09/2024

ভারতের থেকে ২০০ একর জমি ফিরে পেল বাংলাদেশ।

যেই মেট্রো স্টেশন ঠিক করতে চেয়েছিলো ১০০ কোটি, সেটা তার চেয়ে অনেক কম খরচে হলো, মাত্র ১ কোটি টাকার কম। এক বছর চেয়েছিলো, হলো তা এক মাসে।

রেকর্ড পরিমানে remittance আসছে।
IMF World Bank এর সাথে সুসম্পর্ক।

চিন থেকে সরাসরি জাহাজ আসছে চট্রগ্রাম বন্দরে।

প্রতিবেশীর গোলামী থেকে মুক্তি। বরং এরা বাংলাদেশ সম্পর্কে ধারনা পাল্টাতে হচ্ছে। দিনে দিনে নত হতে বাধ্য হচ্ছে।

মত প্রকাশের পূর্ন স্বাধীনতা পাইছেন,
No forceful disappearances and ভাতের হোটেল।

তাও মনে হচ্ছে আগে ভালো ছিলেন?

তাহলে আপনি মানুষই না! আপনি একটা চাটুকার।

16/09/2024

ব্যাংক ব্যলেন্স এর দিকে তাকিয়ে বুঝলাম সবগুলো Apple's products এর মধ্যে শুধু Apple juice 🧃🧋কেনার সামর্থ্য ই আছে। 🙄

Koi Jamo কি খামু

14/09/2024

দাদা এবার কিন্তু ইলিশ দিতে পারব না,,, পুটি মাছ লাগলে জানিয়েন,,
বুঝিনইতো এবার এত পানি ছেড়েছেন, জালে ইলিশই ধরা পড়ছে না 😂😂

তবুও জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে 🥸 Koi Jamo কি খামু
14/09/2024

তবুও জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে 🥸

Koi Jamo কি খামু

সেন্টমা‌র্কিন নি‌য়ে চিন্তা হ‌চ্ছে? আপ‌নি কী সেন্টমা‌র্কিন লীগ!বাংলা‌দে‌শের কো‌নো দ্বীপ ভারত ব‌্যতীত অন‌্য কেউ দখ‌লে নি...
07/09/2024

সেন্টমা‌র্কিন নি‌য়ে চিন্তা হ‌চ্ছে? আপ‌নি কী সেন্টমা‌র্কিন লীগ!
বাংলা‌দে‌শের কো‌নো দ্বীপ ভারত ব‌্যতীত অন‌্য কেউ দখ‌লে নি‌য়ে‌ছে বা মোংলা পো‌র্টের ম‌তো চু‌ক্তি‌তে নি‌য়ে‌ছে এমন কোন দৃষ্টান্ত নাই, হ‌বেও না। দ‌ক্ষিণ তালপ‌ট্টি দ্বীপটা ১৯৭০ সা‌লে বাংলা‌দে‌শের অভ‌্যন্ত‌রে জে‌গে ও‌ঠে। প্রচুর প্রাকৃ‌তিক সম্প‌দের সম্ভাবনা থাকায় ভারত দ্বীপ‌টির দি‌কে আড়‌চো‌খে তাকায়। এ‌তো‌দিন পা‌কিস্তা‌নের রক্ত‌চক্ষুর ভ‌য়ে বিড়া‌লের ম‌তো মেউ মেউ কর‌লেও ১৯৭৪ সা‌লে সদ‌্য স্বাধীন দে‌শের দুর্বলতার সুু‌যোগ‌কে কা‌জে লা‌গি‌য়ে দ্বীপটা দখ‌লে নি‌য়ে নি‌জে‌দের মান‌চি‌ত্রে প্রকাশ ক‌রে ভারত। ১৯৭৫ এর পর দ্বীপ নি‌য়ে দুই দেশ ক্রমাগত বিবা‌দে জ‌ড়ি‌য়ে পড়ায় ১৯৮১ সা‌লে চা‌পের মু‌খে ভারত নৌ সেনা পা‌ঠি‌য়ে দ্বীপ‌টি‌তে নি‌জে‌দের পতাকা উ‌ড়ি‌য়ে দেয় এবং দ্বীপ‌টি‌তে নৌ ঘা‌ঁটি স্থাপন ক‌রে। তখন বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমান। ভার‌তের এমন আচর‌ণে বাংলা‌দে‌শের জনম‌নে ব‌্যাপক ক্ষো‌ভের সৃ‌ষ্টি হ‌লে ০৩ মে ১৯৮১ তা‌রিখ জিয়াউর রহমান দ‌ক্ষিণ তালপ‌ট্টি দ্বী‌পে ভারতীয় নৌ-বা‌হিনীর বিরু‌দ্ধে বাংলা‌দেশ নৌ বা‌হিনীর এক‌টি আ‌ভিযা‌নিক দল‌কে প্রেরণ ক‌রেন। চরম উ‌ত্তেজনাকর প‌রি‌স্থি‌তি‌তে ভারতীয় নৌ সেনারা পিছু হ‌টে। কিন্তু এর অল্প ক‌য়েক‌দিন পর এক সাম‌রিক বি‌দ্রো‌হে চট্টগ্রাম সা‌র্কিট হাউ‌জে জিয়াউর রহমান মারা যান। জিয়াউর রহমানের অবর্তমা‌নে ভারত দ্বীপ‌টি‌কে নি‌জে‌দের দখ‌লে রা‌খে এবং সবসময় অন‌্যায়ভা‌বে নি‌জে‌দের ব‌লে দা‌বি ক‌রে আস‌ছে। গত ১০/১৫ বছর যাবৎ ভারত দ্বীপ‌টি সমু‌দ্রে ডু‌বে গে‌ছে ম‌র্মে স্থানীয় ও আন্তর্জা‌তিক ফোরা‌মে মিথ‌্যা প্রাচারণা চা‌লি‌য়ে আস‌ছে। শেখ হা‌সিনার ১৫ বছ‌রের স্বৈরাতা‌ন্ত্রিক সম‌য়ে দ্বীপ‌টির ব‌্যাপা‌রে ভারতীয় যু‌ক্তি‌কেই গ্রহণ করা হয়। কিছু‌দিন আ‌গেও সমুদ্রসীমা জ‌য়ের যে লম্বা লম্বা কা‌হিনি শুনা গে‌ছে সেখা‌নেও এই দ্বীপটি‌কে অ‌স্তিত্বহীন দে‌খি‌য়ে ভার‌তের হা‌তে তো‌লে দেওয়া হয়।

ভাই ব্রাদার বন্ধু বান্ধবীগণ, এখন আপনারা কী বল‌বেন? এ‌দে‌শে দ্বীপ বি‌ক্রির কামটা কেম‌নে সারা হ‌য়ে‌ছি‌লো বুঝ‌তে পে‌রে‌ছেন তো? দ্বীপ বি‌ক্রির ই‌তিহাস এমনই। দ্বীপ বা ছিটমহল বা বন্দর এস‌বের একমাত্র বৈধ/অ‌বৈধ ক্রেতা ভারত। এ‌দে‌শে এ‌সে আমে‌রিকা বা পা‌কিস্তান অথবা অন‌্য কোন শ‌ক্তি জ‌মি, রাস্তা, বন্দর বা দ্বীপ কিন‌বে না। তাই‌লে সেন্টমা‌র্টিন? সেন্টমা‌র্টিন কী ত‌বে সেন্টমার্কিন হ‌য়ে যা‌চ্ছে! আস‌লে ঘটনা কী! ৫ আগ‌স্টের পূ‌র্বে যারা ছাত্র-জনতার র‌ক্তে আ‌দিম উল্লা‌সে মে‌তে উঠ‌তো তারাই এখন সেন্টমা‌র্কিন নি‌য়ে সোচ্চার। অথচ গত বছর প‌তিত স্বৈরাচার সেন্টমা‌র্কিন যে‌তে রে‌জি‌স্ট্রেশন প্রথা চালু ক‌রে। প‌তিত স্বৈরাচা‌রের আন্ডাবাচ্চারা সেই সিদ্ধান্তটা পুনর্জ্জী‌বিত ক‌রে আ‌মে‌রিকা দ্বীপ নি‌য়ে গে‌ছে ব‌লে অপপ্রচার চালা‌চ্ছে। আপনা‌দের যা‌দের ‌নেত্রীর ম‌তো সে‌কেন্ড হোম আ‌ছে, তা‌দের দেশ‌প্রেম নি‌য়ে জনতার প্রশ্ন আ‌ছে। আপনারা বারবার বিপর্যয়ে পড়‌লে নি‌জের দে‌শে পা‌লি‌য়ে যা‌বেন আর প্রকৃত দেশ‌প্রেমিক‌দের দেশ‌প্রেম প্রশ্নে বিভ্রা‌ন্তি সৃ‌ষ্টি কর‌বেন, তা জনতা আর খা‌বে না।

হ‌্যাঁ সেন্টমা‌র্কিন যে‌তে ভিসা পাস‌পোর্ট লাগ‌বে। এটা শুধুমাত্র স্বৈরাচার এবং তার দুসর‌দের জন‌্য। কারণ তারা সেন্টমা‌র্কিনের ম‌তো নির্জন দ্বী‌পে গি‌য়ে জ‌ঙ্গি প্রশিক্ষণ নি‌য়ে ভয়ঙ্কর রূ‌পে বাংলাদে‌শে ফেরত আস‌তে পা‌রে। এর কিছু প্রমাণও পাওয়া গে‌ছে। সম্প্রতি আটক হওয়া আ‌নিসুল আর সালমান এফ রহমান প্রচুর প‌রিমাণ বৈ‌দে‌শিক মুদ্রাসহ কো‌নো এক নির্জন দ্বী‌পের উ‌দ্দে‌শ্যে পালা‌নোর সময় ধরা প‌ড়ে। নির্জন দ্বী‌পে বৈ‌দে‌শিক মুদ্রাসহ তা‌দের কাম কী? নিশ্চয় খারাপ মতলব ছি‌লো! কা‌জেই ফ‌্যা‌সিবা‌দে ইমান আনা ব‌্যক্তি ব‌্যতীত এদে‌শের অন‌্য কোনো দল-ম‌ত-ধ‌র্মের ‌যে কো‌নো ‌লোক কোনো ধর‌ণের ভিসা-পাসপোর্ট ছাড়াই সেন্টমা‌র্টিন যে‌তে পা‌রবেন, যে কো‌নো সময়ই যে‌তে পার‌বেন।

© Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য

https://www.youtube.com/live/wNOh8ikkmfo?si=wGzGP8Newh3ঈক্সগকবডক্টর ইউনুসের কথা যত শুনি, মনে দেশপ্রেম আরো বেড়ে যায়,,, ...
25/08/2024

https://www.youtube.com/live/wNOh8ikkmfo?si=wGzGP8Newh3ঈক্সগকব

ডক্টর ইউনুসের কথা যত শুনি, মনে দেশপ্রেম আরো বেড়ে যায়,,, বয়স ৮৪+ হয়ে গেছে, কোন একটা কথা লেখা দেখে বলিনি। যা বলেছে তাই মন থেকে,, সবাই যদি একটু ধৈর্য ধরি তাহলে দেশটাকে বদলে দেওয়ার চেষ্টা করবেন উনি। আল্লাহ ড.ইউনুস কে সর্বদা সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করুক। যেন আমাদের দেশের জন্য কাজ করতে পারে। জনগণের মনে রাখতে হবে পরিবর্তন একদিনে আসবে না। এজন্য সময় দিতে হবে। We Love your country BD🇧🇩

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য Muhammad Yunus ❤️

LIVE: জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস...Fair Use Notice:This channel may utilize certain copyrighted materia...

প্রথম প্রশ্ন হচ্ছে, গোমতী বা মুহুরীতে ভারতীয় ড্যাম বা ব্যারাজ আছে কিনা? উত্তর হচ্ছে, আছে। যারা বলছেন মুহুরীতে ব্যারাজ নে...
22/08/2024

প্রথম প্রশ্ন হচ্ছে, গোমতী বা মুহুরীতে ভারতীয় ড্যাম বা ব্যারাজ আছে কিনা? উত্তর হচ্ছে, আছে। যারা বলছেন মুহুরীতে ব্যারাজ নেই, তারা ভুল বলছেন। মুহুরী নদীতে দক্ষিণ ত্রিপুরা জেলার কলসিতে একটি ব্যারাজ রয়েছে। মুহুরী অববাহিকার উপনদীগুলোতেও রয়েছে একাধিক ড্যাম। না জেনে কথা না বলাই ভালো। এবারের অতিবৃষ্টির বন্যা যে ড্যাম-ব্যারাজ খোলার জন্যই বিপর্যয়কর হয়েছে, সেটা বোঝা যায় স্রোত দেখে। স্বাভাবিক বন্যার পানি নদীতে স্রোত তৈরি করতে পারে, মাঠে ও বসতিতে স্রোত তৈরি করার কোনও কারণ নেই। এবারের বন্যা কতটা বিপর্যয়কর হয়েছে, পানি নেমে যাওয়ার পর আরও বেশি বোঝা যাবে।
দ্বিতীয় প্রশ্ন, গোমতীর ডম্বুর ড্যাম বা মুহুরীর কলসি ব্যারাজ থেকে পানি ছাড়ার আগে উজানের দেশ ভারত ভাটির দেশ বাংলাদেশকে আগাম সতর্ক করেছিল কিনা? উত্তর হচ্ছে, করেনি। এটা ঠিক, বৃষ্টিপাত ও বন্যার আগাম তথ্য বাংলাদেশকে জানিয়ে থাকে। কিন্তু ডম্বুর-কলসি ব্যারাজ বা ড্যাম খুলে দেওয়ার তথ্য বাংলাদেশকে জানায়নি।
তৃতীয় প্রশ্ন, না জানিয়ে ড্যাম বা ব্যারাজ খুলে দিলে কী অসুবিধা? বন্যা তো এমনিতেই হচ্ছে। স্বাভাবিক বন্যা হতেই পারে, তাতে খুব একটা অসুবিধা নেই। কিন্তু যখন হঠাৎ ড্যাম বা ব্যারাজ খুলে দেওয়া হয়, তখন সেই বন্যা বিপর্যয়কর হতে বাধ্য। স্বাভাবিক বন্যায় হয়তো তিন দিন ধরে পানি বাড়ে ও চলে যায়। কিন্তু ড্যাম বা ব্যারাজ খুলে দিলে তিন দিনের বন্যা তিন ঘণ্টার ঘনত্বে চলে আসে। আর যদি ভাটির দেশকে না জানিয়ে ব্যারাজ ছাড়া হয়, তাহলে বন্যা মোকাবিলার প্রস্তুতি ও দুর্গতদের উদ্ধার তৎপরতার সময়ও থাকে না। জান ও মালের ক্ষতি অনেক বেশি হয়। এবার সেটাই ঘটেছে।
চতুর্থ প্রশ্ন, না জানিয়ে ড্যাম-ব্যারাজ খুলে দেওয়ার জন্য যৌথ নদী কমিশনে বাংলাদেশ পক্ষ কি ভারতীয় পক্ষের কাছে প্রতিবাদ জানিয়েছে? উত্তর, সম্ভবত না। সেজন্যই আমি বলেছিলাম, যৌথ নদী কমিশন ঘুমাচ্ছে কিনা?
পঞ্চম প্রশ্ন, তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আবহাওয়া বিভাগ 'তথ্য জানানোর কথা' বলছে কেন? আমার বক্তব্য হলো, ভারত যেটা জানিয়েছে, সেটা হলো বৃষ্টিপাত ও বন্যার তথ্য। আবারও বলছি 'বৃষ্টিপাত ও বন্যার তথ্য'। অভিন্ন নদী অববাহিকায় বৃষ্টিপাত ও বন্যার তথ্য পরস্পরকে জানানোর বিষয়ে ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের চু্ক্তিও রয়েছে। যেমন ব্রহ্মপুত্রের তথ্য চীন আমাদের জানিয়ে থাকে। যেমন আত্রাই বা পুর্নভবা নদী অববাহিকার দিনাজপুর বা ঠাকুরগাঁওয়ে অতিবর্ষন বা বন্যা হলে আমরা ভারতকে সতর্ক করি; যাতে করে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর জেলা প্রস্তুতি নিতে পারে। এই ক্ষেত্রেও ভারত ত্রিপুরায় অতিবৃষ্টিপাত ও বন্যার তথ্য জানিয়েছে। কিন্ত সুনির্দিষ্টভাবে ডম্বুর ও কলসি ড্যাম ও ব্যারাজের গেইট খোলার তথ্য কি ভারত জানিয়েছিল? উত্তর হচ্ছে, না। ভারতীয় পররাষ্ট্র বা আবহাওয়া দপ্তরও সেটা দাবি করেনি। এই যে ড্যাম বা ব্যারাজের গেইট খোলার তথ্য জানায়নি, সেটাই বন্যাটিকে বিপর্যয়কর করে তুলেছে।

-Sheikh Rokon

Shout out to my newest followers! Excited to have you onboard! Masum Sarkar Masum, Md Khalek HK, Atiqur Rahman Khoka, Md...
11/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Masum Sarkar Masum, Md Khalek HK, Atiqur Rahman Khoka, Md Mukles

Address

Dawhat Al

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohd Ikram Bhuiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category