Shakil

Shakil আচ্ছালামুয়ালাইকুম
আপনাকে স্বাগতম

আমি জানি এই ঘটনা বিএনপির প্রধান তারেক রহমান ঘটাননি। এটাও জানি বিএনপির ৯৯ ভাগ সমর্থক এই ঘটনা ঘটাননি।কিন্তু মেয়েটি কান্না ...
30/05/2025

আমি জানি এই ঘটনা বিএনপির প্রধান তারেক রহমান ঘটাননি। এটাও জানি বিএনপির ৯৯ ভাগ সমর্থক এই ঘটনা ঘটাননি।

কিন্তু মেয়েটি কান্না করতে করতে বলেছে বিএনপির লোকজন তাকে আর তার বাবাকে পিটিয়েছে।

জনাব তারেক রহমান আপনি কি জানেন প্রায় সব অঞ্চলে বিএনপির সম্ভাব্য এবং অসম্ভাব্য এমপি প্রার্থীরা আওয়ামী আমলের ন্যায় কর্মকান্ড চালানোর চেষ্টা করে যাচ্ছে?

এই মেয়েটির কান্না কিন্তু সবাইকে কাঁদাচ্ছে এবং একই প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে 'আন্দোলন করেছি কি মার্ খাওয়ার জন্য?

আপনার সমর্থকরা এসব বাস্তবতা তুলে ধরলে বিভিন্ন ট্যাগ লাগাতে ব্যস্ত হয়ে পড়ে।

আমার বিশ্বাস আপনি বিষয় গুলোকে সিরিয়াসলি দেখবেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবেন।

ক্ষমতা????
30/05/2025

ক্ষমতা????

আমার জীবনে আল্লাহর পক্ষে থেকে সব থেকে বড় নেয়ামত
12/05/2025

আমার জীবনে আল্লাহর পক্ষে থেকে
সব থেকে বড় নেয়ামত

10/03/2025

এমন সমাজে বাস করি
বাবার কাছেও সন্তান নিরাপদ নয়

25/02/2025
25/02/2025
23/02/2025

মানুষ হিসেবে সে মানুষটাই সুন্দর যে কথা দিয়ে কথা রাখতে জানে💌
22/02/2025

মানুষ হিসেবে সে মানুষটাই সুন্দর
যে কথা দিয়ে কথা রাখতে জানে💌

লক্ষ্মী পুর সদর হসপিটাল রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়...
22/02/2025

লক্ষ্মী পুর সদর হসপিটাল রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়। লিখা ১৫টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০টাকা, ৫০টাকা হলে বেড আছে। না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরিক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরিক্ষা সাথে ১বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরিক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে।

রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরিক্ষা দিবে।এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরিক্ষা দিবে।পরিক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে।প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে।সব পরিক্ষা শেষ। এবার অপারেশন এর পালা।অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে। যাহা অফেরতযোগ্য।অপারেশনে যদি রোগী মারা যায়। টাকা এবং মানুষ সব শেষ। হাতে ভিক্ষার বাটি।

আর অপারেশন যদি সাক্সেস হয়।অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে।দারোয়ানকে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে।রোগী সুস্থ্য। এবার রিলিস দেওয়ার পালা।নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে লেংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে,আমি ও আমরা সবাই সাধু!!

ভাইরাল করলে এটা করেন কাজে আসবে!!

জন সচেতনতায় শেয়ার করবেন কাজে আসবে....!

এ কেমন নিয়ম ? এর কি কোন প্রতিকার নেই,,,,,

05/10/2023

আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করার পূর্ব পর্যন্ত ক্ষান্ত হব না, যেই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া একজন রমণী পথ চলতে গিয়ে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না।

রাজিবুর রহমান
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

04/10/2023
04/10/2023

Address

Doha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share