The Nobab Ltd

The Nobab Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Nobab Ltd, Digital creator, Dawhat al.

14/11/2024

পিরিয়ডের কিছু কথা...!!!
এইতো কয়েক দিন আগে আমি আর আমার কিছু বন্ধু মিলে গ্রুপে কথা কইতাছি ।
সবাই মজা করতাছে এর মধ্যে আমার ফ্রেন্ড এর আরেক ফ্রেন্ড বললো আজ একটা মেয়ে দেখলাম ফার্মেসি থেকে প্যাড নিতে । বললাম এইটা কি পাউরুটি পেকেট নাকি । সবাই মজা করলাম ।
তখন আমার মাথা গরম হয়ে গেছে। আমি বললাম দেখেন ভাই এই সব কথা বললে গ্রুপ থেকে বের হয়ে যান ।
আমি আমার ফ্রেন্ডকে বললাম দেখ তোর ফ্রেন্ড কি সব বলতাছে ।
তখন আমাকে ছেলেটা বললো হাদীস মারার দরকার নাই এমন হাদীস আমরা বানাই । এর পর আমি গ্রুপ থেকে বের হয়ে গেলাম। আমি যখন আমার ফ্রেন্ড কে বললাম। ভাই তুই তারে বারন কর কিন্তু আমার ফ্রেন্ড মেয়েদের নিয়া খারাপ কথা বলা শুরু করলো তখন আমি তারে কিছু কথা বলি

পৃথিবীর সব ছেলেরা একবার , মাত্র একবার যদি পিরিয়ডের ৩ দিনের যন্ত্রনা ভোগ করতাম , তাহলে মেয়েরা নিত্যদিনের বেঁচে থাকা আর একটু অপমানের হাত থেকে রেহাই পেতো..

ভাই , যদি বুঝতা , তলপেট চেপে ধরে শরীর উল্টানো ব্যথার কান্না কতটা ভয়ংকর তাহলে খুড়িয়ে হাঁটতে দেখে মুচকি হাসি দিতা না । হাতটা ধরে রাস্তা পার করে দিতা ।

যদি টের পেতা কি সাংঘাতিক কষ্ট নিয়ে মেয়েরা মানসিক চক্রের ওই ৩-৪ দিনের সময়টা পার করে । চিটচিটে গা ঘিনঘিনে একটা অস্বস্তিকর অবস্থায় নিয়ে ক্লাস, অফিস , মাটিকাটা , ইটভাঙা , মানুষের বাসায় কাজ করা , নিজের সংসার সবকিছু রুটিন মেনে করে যায় ,। তাহলে এইটাকে নিয়ে উপহাস করতা না ।

কালচে রক্তের ছাপ শাড়িতে , কামিজে , দেখলেই খুব মজা লাগে , হেসে গড়াগড়ি খেয়ে অন্যের গায়ে পড়ে বলতে আমি শাহাদাত শুনেছি __ তোর কি মাসিক চলতাছে ,আজ কয়দিন।

কিন্তু একটা বার চিন্তা করে দেখ না এই সময়টা আসে বলেই ,এই কষ্টটা হয় বলেই তো আমাদের মত সন্তানদের জন্য হয়, আর আমরা এইটাকে হাসির খোরাক বানাই ।

কোন দোকান থেকে ন্যাপকিনের বা প্যাড কিনতে দেখলেই পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো বলে উঠলো পাউরুটির প্যাকেট নাকি ওইটা আরেক জন বলে উঠে হো ওইটাই মনে হচ্ছে , এইভাবে অট্টহাসিতে গড়িয়ে পড়ে, কিন্তু একটিবার যদি বুঝতো ওই পাউরুটির মত ন্যাপকিন বা প্যাডটা ব্যাবহার করতে গিয়ে কতটা বিরক্তিকর অবস্থার ভিতর দিয়ে কাটাতে হয় এই সময় টা।

তুমি একটা মেয়েকে ন্যাপকিন কিনতে দেখে মজা করতাছো , তো মাত্র দুই ঘণ্টা ন্যাপকিনটা আন্ডারওয়ারে পড়ে বাহিরে হেঁটে আসলে বুঝবি তুমি কত বড় বাঘের বাচ্চা।

আমার বড় আম্মুর পিরিয়ড হয়েছে বলে আমার নানুর জন্ম , আর আমার নানুর পিরিয়ড হয়েছে বলে আমার আম্মুর জন্ম, আর আমার আম্মুর পিরিয়ড হয়েছে বলে আমার জন্ম।

এইটা চক্র
এইটা নিয়ে ঠাট্টা বা উপহাস করার মত কোন বিষয় না
সব শেষে একটা কথা বলতে চাই ।

একজন নারী যে পরিমান শারীরিক কষ্ট বা যন্ত্রনা ভোগ করে থাকে তা যদি একটু বেশি না ১০০ ভাগ এর ১০ ভাগ বা অর্ধেকটা যদি আমাদের মত কোনো ছেলেদের পেতে হতো তাহলে বেছে থাকার নাম মুখে ও নিতো না আর , তাই এইটা নিয়ে হাঁসি ঠাট্টা করবেন না ।

আরে ভাই আপনার ও তো মা বোন আছে তাই না
দয়াকরে মা বোনদের প্রতি সহানুভূতি হোন যতটুক
পারেন তাদের কাজে সাহায্য করবেন।
সম্মান টা করতে শিখুন
আপনি ও তো বাবা হবেন ।
সব কিছু বলার পর আমি আমার ফ্রেন্ডকে ব্লক করে দিছি ।
খুব কষ্ট পাইছি আজ অনেক দিন কথা বলি না ।

যদি খারাপ কিছু বলে থাকি , আমাকে দয়াকরে মাফ করবেন । আসলে আমি চুপ থাকতে পারি না তাই অনেক এর কাছে আমি শাহাদাত খারাপ ।

সব শেষে একটা কথা বলি আমার কথা গুলো খারাপ ভাবে নিবেন না সবার ভালো খারাপ ফ্রেন্ড আছে ।

The nobab ltd ...

14/03/2024

Sobai like comment r share korben ,
Keyo Kichu mone korben nah video shudu Fun korar jonno Vanano hoiche

Address

Dawhat Al

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Nobab Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Nobab Ltd:

Share