MD Samol Islam

MD Samol Islam Qater work

শুধুমাত্র প্রবাসীদের কল্যাণ করার জন্য ২০ তলা ভবনে কত  স্যারেরা বসে রয়েছে,এই স্যারেরা চাইলে প্রবাসীদের কল্যাণের বন্যা বই...
04/08/2025

শুধুমাত্র প্রবাসীদের কল্যাণ করার জন্য ২০ তলা ভবনে কত স্যারেরা বসে রয়েছে,এই স্যারেরা চাইলে প্রবাসীদের কল্যাণের বন্যা বইয়ে দিতে পারে, কিন্তু বাস্তবে প্রবাসীদের কল্যাণ কি হচ্ছে সেটা ভুক্তভোগী প্রবাসীরাই জানে ।

🇶🇦 “কাজ কি শুধু বাংলাদেশিরাই পায় না?” – বাস্তবতা বলছি, কল্পনা না!অনেকেই প্রশ্ন করেন —কাতারে কি শুধু বাংলাদেশিরা কাজ পায় ...
03/08/2025

🇶🇦 “কাজ কি শুধু বাংলাদেশিরাই পায় না?” – বাস্তবতা বলছি, কল্পনা না!

অনেকেই প্রশ্ন করেন —

কাতারে কি শুধু বাংলাদেশিরা কাজ পায় না?

বেকার কি শুধু বাংলাদেশিরা?

সবাই কেন বলে ‘কাতারে কাজ নাই’, আসবেন না?

আজ একটু বাস্তব কথা বলি, নিজের অভিজ্ঞতা আর শতশত প্রবাসীর মুখ থেকে শোনা কাহিনি মিলিয়ে।

শুধু বাংলাদেশিরা কাজ পায় না — এমন না।

কাতারে অনেক নেপালি, ভারতীয়, পাকিস্তানি, এমনকি ফিলিপিনো বা আফ্রিকানরাও বেকার হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু আমরা বাংলাদেশিরা বেশি অভিযোগ করি, বেশি ঠকি, বেশি ফাঁদে পড়ি। কেন?

কারণগুলো একটু খেয়াল করি:

1. ভুল ভিসা নিয়ে আসা:

মজলিস, ড্রাইভার, সুপারভাইজার — এসব নামে আসে, কিন্তু বাস্তবে হয় লেবার বা ক্লিনার। প্রতারণার শিকার!

2. ভাষা ও স্কিলের অভাব:

আরবি বা ইংরেজি জানি না, হাতে কোনো কাজ শিখে আসি না।

অথচ অন্য দেশের লোকজন চুপচাপ শেখে, নিজের স্কিল বাড়ায়।

3. নকল কাগজ, দালালের ফাঁদ:

টাকা দিয়ে ভুয়া কোম্পানির ভিসা কিনে আসি — পরে কোম্পানি খুঁজেও পাওয়া যায় না।

4. অতিরিক্ত স্বপ্ন, কম প্রস্তুতি:

অনেকেই ভাবে কাতার মানেই টাকা — কিন্তু এখানে ধৈর্য, শৃঙ্খলা আর বুদ্ধি না থাকলে আপনি নিজেই শেষ।

5. নিজেদের মধ্যেই হিংসা:

একটা বাংলাদেশি কোথাও চাকরি পায়, তখন আরেকজন তাকে নিচে নামানোর চেষ্টা করে — "ও তো চাটুকার, লুকায় কাজ করে" — এই মানসিকতা থেকে বের হতে হবে।

তাহলে কি কাতারে কাজ নেই?

আছে!

ড্রাইভার, ক্লিনার, মেইনটেন্যান্স, শপ হেল্পার, ডেলিভারি, সিকিউরিটি — সব সেক্টরে কাজ আছে।

যারা ভালো ব্যবহার করে, নিয়ম মেনে চলে, স্কিল বাড়ায় — তারা ঠিকই চলে যায় এগিয়ে।

আমার পক্ষ থেকে নতুনদের জন্য কিছু পরামর্শ:

1. সঠিক ভিসা যাচাই করে আসুন (মেট্রাশ অ্যাপে ভিসা ইনকোয়ারি করে চেক করা যায়) অনলাইনে চেক করতে পারবেন।

2. স্কিল নিয়ে আসুন (ইলেকট্রিক, AC, প্লাম্বার, ফার্মেসি, ড্রাইভিং)

3. আরবি ও ইংরেজি শেখার চেষ্টা করুন — একটু হলেও বলার মতন যেন পারেন।

4. নিজের পকেটে ২–৩ মাস চলার মত টাকা নিয়ে আসুন।

5. দয়া করে একে অপরকে ঠকাবেন না, বরং সাহায্য করুন।

শেষ কথা:

কাতারে কাজ নাই" বলা একেবারে ভুল।

বরং বলা উচিত — "ভুলভাবে এলে কাজ নাই, সঠিকভাবে এলে কাজ আছে।

আমরা যদি একে অন্যকে ধ্বংস না করে তথ্য দিয়ে, সততা দিয়ে সহযোগিতা করি — তাহলে আমাদের প্রবাস জীবন আরও সহজ হবে।

আপনার অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে শেয়ার করুন — নতুনরা উপকৃত হবে।

ধন্যবাদ সবাইকে!

01/08/2025

চলে গেলাম ঘুরতে কাতার বিলাজু মলে

31/07/2025

কাতার আসার আগে ১০০ বার ভাববেন তাদের মত প্রতারনা করিয়েন না।

28/07/2025

কাতারে ফুড ডেলিভারিতে বেতন কতো।

27/06/2025

💕গোবরাতলা আমার গর্ব, আমার গ্রাম💕

27/04/2025

রাতে পিকনিক

23/04/2025

দেখে নিন এক নজরে গোবরাতলার সাপ্তাহিক হাট এবং কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরুষ্কার।

21/04/2025

বাবা হিরু

17/04/2025

শৈশবে ফিরে যাও

আজ থেকে তারাবি। বৃহস্পতিবার থেকে মাহে রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যের সকল দেশে  #সৌদি  #দুবাই  #কুয়েত  #কা...
22/03/2023

আজ থেকে তারাবি। বৃহস্পতিবার থেকে মাহে রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যের সকল দেশে #সৌদি #দুবাই #কুয়েত #কাতার।

বাংলাদেশে শুক্রবার থেকে🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

22/03/2023

সৌদি আরব এ চাঁদ দেখা যাই নি আগামি ২৩ তারিখ সৌদি আরব প্রথম রোজা। বাংলাদেশ ২৪ তারিখ বাংলাদেশ রোজা।

Address

Doha Qater
Doha
961198

Alerts

Be the first to know and let us send you an email when MD Samol Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Samol Islam:

Share