29/01/2025
জামায়াতে ইসলামী ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির সাথে জোট করে ক্ষমতায় গিয়ে কি কি অপরাধ করেছিলো?
আসুন জেনে নেই।
1/ জামায়াত ক্ষমতায় গিয়ে যমুনা গ্রুপের দুটি মদের কারখানা বন্ধ করে দিয়েছিলো।
এটাই জামায়াতের অপরাধ ?
2/ জামায়াত ক্ষমতায় গিয়ে কাফের ক্বাদিয়ানীদের পুস্তক বিপনন ও প্রকাশনা বন্ধ করে দিয়েছিলো।
এটাই জামায়াতের অপরাধ ?
3/ সংসদে এমপিরা দরজা দিয়ে মাথা নত করে সংসদে প্রবেশ করার যে শির্কে আকবার করতো, জামায়াত এই শির্ককে বন্ধ করেছিলো ।
এটাই জামায়াতের অপরাধ ?
4/ জামায়াত ক্ষমতায় গিয়ে সংসদে এক মিনিট নিরবতা পালনের পরিবর্তে দোয়ার রীতি চালু করেছিলো।
এটাই জামায়াতের অপরাধ ?
5/ জামায়াত ক্ষমতায় গিয়ে মিডিয়ায় অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করার জন্য নিজস্ব অর্থ ব্যায় করে ইসলামীক টিভি,দিগন্ত টিভি চালু করেছিলো কেনো?
এটাই জামায়াতের অপরাধ?
6/ জামায়াত ক্ষমতায় থাকতে, হুমায়ুন আজাদ,শাহরিয়ার কবির,জাফর ইকবালরা ইসলামের বিরুদ্ধে একটি শব্দও কটুক্তি করতে সাহস পায়নি।
এটাই জামায়াতের অপরাধ?
7/ জামায়াত ক্ষমতায় যাওয়ার কারনে
ভারত এদেশের উপর একফোঁটা পরিমানও আধিপত্য বিস্তার করতে সাহস পাইনি,নিতে পারেনি এক টাকার সুযোগ সুবিধাও।
এটাই বুঝি জামায়াতের অপরাধ?
8/ জামায়াতের ১৮ জন এমপি, ২ জন মন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে ১ পয়সারও দূর্নীতি করেনি,নেয়নি কোন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা।
এটাই বুঝি জামায়াতের অপরাধ?
জামায়াতে ইসলাম, ইসলাম ও দেশের কল্যানে এত ত্যাগ স্বীকার করার পরেও যারা জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালায়,তখন বুঝতে হবে এরা লেবাসের আড়ালে মুনাফিক।
আল্লাহ সবাইকে সত্যটা বুঝবার তৌফিক দান করুন।