07/09/2024
আলহামদুলিল্লাহ!
ছাত্র-জনতার খুনি, হাসিনা এবং তার দোসরদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সরকার সঠিক ব্যাক্তিকেই বেছে নিয়েছে।
অ্যাডভোকেট তাজুল ইসলাম একজন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ। ইতিপূর্বে তিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অনেকের মামলায় আইনজীবী হিসেবে যথেষ্ট পরিমাণ যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
খবর:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।
তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামিম, বিএম সুলতান মাহমুদ, আব্দুল্লাহ আল নোমান।
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন।
এতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।