
07/07/2025
স্ত্রী কখনওই প্রিয় নারী হতে পারেনা, কারণ স্ত্রীর অনেক ভুল।
বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় "আপনার জীবনে সবচেয়ে প্রিয় নারী কে?" স্বভাবতই অনেকে উত্তর দেন - মা, কেউ বলেন - মেয়ে, কেউবা বলেন - বোন কেউ বা বলেন - নানী, কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে।
এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে।
খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী।
আসলে বাঙালী পুরুষের সমস্যা!
বউকে ভালবাসি বললে মান সম্মান চলে যাবে? লোকে বউ পাগল বলবে? বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকী পুরুষদের সামনে হেডম কমে যাবে?
এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী। অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনর ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে। শ্বশুড় বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভাল আছে। নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হবার যোগ্যতা রাখেন না...