Ab's DiarY

Ab's DiarY Personal Opinion

08/05/2025

জৈন্তার ভাইরাল ক্রিকেট মাঠ ইন্ডিয়ার মালিকানা দাবি করে বিএসএফ দখলের চেষ্টা করছে....

#জৈন্তা #বিএসএফ #বিজিবি

র এর সাথে কাজ করার অভিযোগে গোয়েন্দা নজরদারিতে থাকা অবস্থায় আত্ব্য/হ্যা। ডালমে কোচ কালা হায়।
07/05/2025

র এর সাথে কাজ করার অভিযোগে গোয়েন্দা নজরদারিতে থাকা অবস্থায় আত্ব্য/হ্যা। ডালমে কোচ কালা হায়।

07/05/2025

পাকিস্তানের সাথে উত্তেজনা সময় ঘোলা পানিতে মাছ শিকার ইন্ডিয়ার।

১১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইন করল বিএসএফ! এটা নিয়ে প্রতিবাদ নাই। সরকারী বক্তব্য নাই।

#ইন্ডিয়া #পাকিস্তান #বাংলাদেশ

নিজেদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় তা শিখে গিয়েছে বিজিবি। #বিজিবি
02/05/2025

নিজেদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় তা শিখে গিয়েছে বিজিবি।

#বিজিবি

আসিফ নজরুল কারিশমা! জুলাই আন্দোলনের করব রচনা হয়ে গিয়েছে। #জুলাই  #আগষ্ট  #আন্দোলন  #বাংলাদেশ  #আসিফনজরুল
30/04/2025

আসিফ নজরুল কারিশমা!

জুলাই আন্দোলনের করব রচনা হয়ে গিয়েছে।

#জুলাই #আগষ্ট #আন্দোলন #বাংলাদেশ #আসিফনজরুল

বুয়েট নিজেদের নামের সাথে এরকম বেইজ্জতি না করলে পারতো! #বুয়েট  #অটোরিকশা
30/04/2025

বুয়েট নিজেদের নামের সাথে এরকম বেইজ্জতি না করলে পারতো!

#বুয়েট #অটোরিকশা

বিজিবি সদস্যের পা ধরে আছে বিএসএফ সদস্য।এইটা একটা আইকনিক ছবি হয়ে থাকবে ভবিষ্যৎ এর জন্য।
29/04/2025

বিজিবি সদস্যের পা ধরে আছে বিএসএফ সদস্য।
এইটা একটা আইকনিক ছবি হয়ে থাকবে ভবিষ্যৎ এর জন্য।

বাংলাদেশে ‘র’- এর সবচে বড় এজেন্টদের অন্যতম  হচ্ছে সন্তোষ শর্মা। জামায়াতে ইসলামী এই এজেন্টকে দুইবার তাদের প্রোগ্রামে দাওয়...
24/04/2025

বাংলাদেশে ‘র’- এর সবচে বড় এজেন্টদের অন্যতম হচ্ছে সন্তোষ শর্মা। জামায়াতে ইসলামী এই এজেন্টকে দুইবার তাদের প্রোগ্রামে দাওয়াত দিয়েছে। এদিকে তাদের অনলাইন এক্টিভিস্টদের বক্তব্য হলো, গতকাল একজন 'অন্য ধর্মালম্বী' হিসাবে এবং ইফতার মাহফিলে 'বাংলাদেশের স্বীকৃত পত্রিকার সম্পাদক' হিসাবে সে দাওয়াত পেয়েছে।
দ্যাখেন একটা মানুষের অনেকগুলো পরিচয় থাকে। এরমধ্যে কিছু পরিচয় এমন থাকে যেগুলোই সেই মানুষের আসল পরিচয়। যেমন শেখ হাসিনা একজন নারী, একজন মা, একজন নেত্রী, ইত্যাদি। কিন্তু তার আসল পরিচয় সে গ’ণহ৩্যাকারী Khuni স্বৈ’র-শাসক।
মনে করেন কালকে কেউ 'অন্যান্য দলের মহিলা নেত্রীদের নিয়ে মতবিনিময় সভা' আয়োজন করলো। এখানে শেখ হাসিনাকে দাওয়াত দিলো। যেহেতু সে নারী, ভিন্ন দলের এবং নেত্রী - সো দাওয়াত পেতেই পারে।

হাসিনাকে দাওয়াত দেয়া আর সন্তোষ শর্মাকে দাওয়াত একই, বরং দ্বিতীয়টা বেশি V0য়ংকর। জামায়াত সেটাই করেছে। সন্তোষ শর্মার সর্বপ্রথম পরিচয় হচ্ছে সে ‘র’-এর সবচে বড় এজেন্টদের একজন। এরপর সে সম্পাদক, অন্য ধর্মালম্বী, ইত্যাদি। সো তাকে দাওয়াত যে জেনেশুনেই দেয়া হয়েছে এটা খোদ জাশির এক্টিভিস্টরাই বলছে।
বিন্ডিয়ার সাথে সম্পর্কটা যে Coooool আছে, সেটার ইঙ্গিত ছাড়া আর কী বলা যেতে পারে?

– আসিফ মুহাম্মাদ

#সন্তোষশর্মা #কালেরকন্ঠ #র #জামায়াত #ইন্ডিয়া #নির্বাচন #ক্ষমতা #শহীদ

সিলেট বিভাগের সড়কের অভিভাবক নেই! শেওলা সেতুর এই অবস্থা একদিনে হয়নি। #সিলেট  #শেওলাসেতু
23/04/2025

সিলেট বিভাগের সড়কের অভিভাবক নেই! শেওলা সেতুর এই অবস্থা একদিনে হয়নি।

#সিলেট #শেওলাসেতু

যে আইনের ভিত্তিতে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তারেক জিয়ার মামলা খালাস হয়েছে, বিএনপির হাজারো কর্মী মামলা  থেকে খালাস...
23/04/2025

যে আইনের ভিত্তিতে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, তারেক জিয়ার মামলা খালাস হয়েছে, বিএনপির হাজারো কর্মী মামলা থেকে খালাস পেয়েছেন।

অহ আরেকটা মনে পড়েছে, যে আইনের ভিত্তিতে আপনি কেচি গেটের বাহিরে বসে সংবাদ সম্মেলন করতে পারছেন সেই আইন।

হাম্বলের নমুনা দেখিয়ে দিয়েছে। #ঢাকা
23/04/2025

হাম্বলের নমুনা দেখিয়ে দিয়েছে।

#ঢাকা

Address

Doha

Telephone

+97470351871

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ab's DiarY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share