খাঁচার জীবন

খাঁচার জীবন পাখি না কিনে, কিনে ফেলেছি খাঁচার জীবন।

28/06/2025

এখানে শুধু একজন নারীকে ধর্ষণ করেনী ধর্ষণ করেছে পুরো বাংলাদেশের মা জাতিকে লজ্জিত বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে (২৫) ঘরের দরজা ভেঙে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অভিযোগে বলা হয়, ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন ভুক্তভোগী। ঘটনার রাতে ফজর আলী ঘরের বাইরে এসে দরজা খুলতে বলেন। নারী রাজি না হলে তিনি জোর করে দরজা ভেঙে ঢুকে তাকে ধর্ষণ করেন।
ভুক্তভোগীর চাচি শ্বশ্রবতী বর্মণ জানান, ‘পাশের বাড়িতে পূজা হচ্ছিল। শব্দ শুনে দৌড়ে পূজার অনুষ্ঠানে যাই এবং লোকজন ডেকে আনি। পরে সবাই মিলে গিয়ে দেখি দরজা ভাঙা, ঘরে ঢুকে ভাতিজিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি।’
স্থানীয় বাসিন্দা সজীব বলেন, ‘চিৎকার শুনে গিয়ে দেখি দরজা ভাঙা। ঘরে ঢুকেই ফজর আলীকে ধর্ষণের সময় হাতেনাতে দেখি।’
ভুক্তভোগীর চাচা নকুল বর্মণ বলেন, ‘আজ আমার ভাতিজিকে ধর্ষণ করা হয়েছে, কালকে আমাদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এমনটা হলে কী হবে? আমরা আতঙ্কে আছি। দ্রুত বিচার চাই।’
অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী। তাঁরা জানান, তিনি নিজেকে বিএনপি নেতা দাবি করলেও তার কোনো সাংগঠনিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং দাপট দেখাতে থাকেন।

26/11/2024

Lx Sobuj কে সেনাবাহিনী ট্রেনিং করাইতাছে 🤣

21/11/2024

কি এক্টা অবস্থা😬

28/08/2024

শামীম স্যার সবাই চিনবেন এনাকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কলেজ এর শিক্ষক উনার নামে আগেও অনেক অপরাধমূলক নালিশ আসছে। এখন আর সম্ভব না হয়ে আমি উনার নামে পোস্ট করতে বাধ্য হচ্ছি। একজন শিক্ষক কিভাবে একটা মেয়েকে রিসোর্ট এ যেতে বলে?
উনি আমাকে বলে উনি নাকি পজিটিব ওয়ে তে মেয়েকে রিসোর্ট এ যেতে বলছে।সব প্রমাণ এন্ড ফোন ই উনার সাথে আমার যা কথা হয়েছে তা সবাই শুনে মতামত জানান। কলেজ কর্তৃপক্ষ যদি কোনো লিগাল অ্যাকশন উনার বিরুদ্ধে না নেয় এর পর আমরা প্রাক্তন শিক্ষাথী সহ যারা বিকটিম আছে তারা এটার বিরুদ্ধে কর্মসূচি দিবো। একটা শিক্ষক এর চরিত্র এমন হতে পারে না।

Address

Doha

Alerts

Be the first to know and let us send you an email when খাঁচার জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খাঁচার জীবন:

Share