It's Asad

It's Asad السلام عليكم ورحمة الله وبركاته

মাঝে মাঝে ভাবিযদি স্মৃতি প্রতারণা করতআর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়েসাড়ে চৌদ্দ’শ বছর আগে।ধরা যাক একদিনএকটা পুরোনো মানুষ...
17/01/2025

মাঝে মাঝে ভাবি
যদি স্মৃতি প্রতারণা করত
আর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়ে
সাড়ে চৌদ্দ’শ বছর আগে।

ধরা যাক একদিন
একটা পুরোনো মানুষ বিক্রির হাটে
একটা অগভীর কূপ আর বয়সের ভারে
হেলে পড়া খেজুর গাছের পাশে
এক অনারব বণিক আমাকে নিলামে তুলল।
এবং এক ধনাঢ্য আরব—
আমাকে ক্রয় করল একেবারে সস্তা দামে।

যেহেতু যুগটা আদিম এবং
আমাকে সে কিনে এনেছে
মানুষ বেচাকেনার হাট থেকে
সুতরাং সে আমার মনিব আর
আমি তার ক্রয়কৃত গোলাম।
আমি তার বেঁধে দেওয়া কাজ করি
পানি টানা, বাগান পরিচর্যা আর মেষ চরানো।

যুগটা আদিম এবং এখানে মানুষই মানুষের প্রভু।
তাই মনিবের সেবা আর শুশ্রূষায়
গুণ আর কীর্তনে
আদেশ আর নির্দেশের ঘূর্ণন চক্রেই কেটে যাচ্ছিল
যাপিত জীবন।

তারপর একদিন
বিষণ্ণ বিকেলের সূর্যটা ঢলে পড়ছিল
পাথুরে পাহাড়ের কোলে।
লু হাওয়ার গায়ে লাগছিল শীতলতার প্রলেপ
আসমান গুটিয়ে নিচ্ছিল তার নীলবরণ চাদর।

এমনই মন উদাস করা একখণ্ড বিকেলবেলায়
হয়তো আধো ঘুম আর আধো জাগরণের
কোনো এক মুহূর্ত হবে সেটা
কতিপয় অপরিচিত শব্দের কলকাকলিতে
সচকিত হয়ে উঠবে আমার কান;
দিঘির জলে ডুব দিয়ে উঠে যেভাবে গা ঝেড়ে নেয় ডুবো-হাঁস।

কয়েকজন মানুষের একটি ছোট্ট কাফেলা
চেহারায় তাদের পথের ক্লান্তি
শরীরে অপুষ্টির অবসাদ
তবু দীপ্তিময় তাদের চোখ
হাস্যোজ্জ্বল তাদের মুখাবয়ব।
তাদের একজন এসে বলবে
‘শোনো ভাই! গোলামি করো শুধু আল্লাহর
তিনি ছাড়া আর কোনো প্রভু নেই, নেই ইশ্বর।’

বিস্ময়ে বিমূঢ় হয়ে আমি জানতে চাইব, ‘আল্লাহ? তিনি কে?’
‘তিনি এক এবং অদ্বিতীয়৷ তাঁর নেই কোনো অংশীদার।
সমস্ত রাজত্ব তাঁরই। তিনিই রাজাধিরাজ।’

‘তিনি কোথায় থাকেন?’
‘রাহমান! তিনি আরশের ওপরে সমাসীন।
বান্দার অতি নিকটেও তাঁর বাস
যতোখানি নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ।’

‘কে তাঁকে চিনিয়েছেন?’
‘মুহাম্মাদ! তিনি আল্লাহর বান্দা ও রাসুল;
তাঁর কাছে নাযিল হয়েছে কিতাব।’

‘তিনি কি রাজা?’
‘তা নয়। তাঁর জীবন বড় সাদামাটা!’

‘গরিবদের সাথে মেশেন?’
‘গরিবেরাই তাঁর অধিক অনুসারী।’

‘অভাবীকে খাওয়ান?’
‘নিজের পাত্রেরটুকও তুলে দেন।’

‘কী তাঁর প্রচারিত বাণী?’
‘আহাদ! আহাদ! আল্লাহ এক! আল্লাহ এক!’

তারপর—
আমি ভুলে যাব দুনিয়ার সমস্ত সুর;
সমস্ত গান আর কবিতা বিস্মৃত হয়ে
সেই ‘আহাদ’ শব্দই হয়ে উঠবে আমার একমাত্র ভাষা।

এবং সেই আরব ব্যক্তি
একদিন যে আমাকে কিনেছিল
আদম কেনাবেচার হাট থেকে
একেবারে সস্তা দামে;
আমার পদযুগলে এতোদিন বাঁধা ছিল
যার গোলামির শক্ত শেকল—
আমাকে সে শুইয়ে দিবে তপ্ত বালুকাময় প্রান্তরে।

মাথার ওপরে গনগনে সূর্য
পিটের নিচে কয়লা-পোড়া বালি;
তৃষ্ণায় আমার বুক ফেটে যাবে
তপ্ত বালির বিছানাও ফুলে ফেঁপে উঠবে
আমার গায়ের ঘামে।

তবু আমার ভাষা হারাবে না
‘আহাদ আহাদ বলে কাঁদতে কাঁদতে
অথবা
চিৎকার করতে করতে
নতুবা
ফোঁপাতে ফোঁপাতে আমি
দুনিয়াকে জানিয়ে দেবো
তোমাদের কারো গোলামিই মানি না আর!

তারপর—
আমার চোখ ভেঙে ঘুম নামবে;
পরিশ্রান্ত, ক্লান্ত আর ঘর্মাক্ত
ঘুমের আবেশে জড়ানো
স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব।
তিনি বলবেন—সুসংবাদ লও!
তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান!
‘আহাদ আহাদ’ বলে যে কন্ঠকে
উচ্চকিত করেছ আজ
বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ভাসিয়ে দিয়েছ
তাওহিদের যে ব্যঞ্জনা
আজ হাত পেতে নাও তার পুরস্কার।
তোমার কন্ঠধ্বনিতে প্রতিধ্বনিত হবে দুনিয়া;
সালাত আর কল্যাণের দিকে তুমিই হবে আহ্বানকারী;
ইসলামের তুমিই হবে মুয়াজ্জিন।

তারপর এক ধনাঢ্য আরব লোক
আবু বাকার—ভারি ভালো মানুষ;
আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবেন।
মানুষের গোলামির শেকল ছেড়ে
আমি গায়ে জড়াব তাওহিদের শেকল
যে শেকলে আমি পেয়ে যাব শ্বাশ্বত মুক্তি!

মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম—
যার কন্ঠ থেকে একদিন ধার করেছিলাম ‘আহাদ’ শব্দ
আমাকে দেখে তিনি ভারি উচ্ছ্বসিত হবেন!
তাঁর অবয়বজুড়ে থাকা বেহেস্তের প্রশান্তি
আমার দেহ আর মনে
বইয়ে দেবে খুশির কল্লোল।
তাঁর দুহাতে চুমু খেতে খেতে আমি বলব—
ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলাল্লাহ!
আমার পিতা মাতা আপনার তরে কোরবানি হোক
হে আল্লাহর রাসুল!

আলগোছে
তিনি আমাকে বুকে টেনে নেবেন;
বুকে পাথর চাপার যে যন্ত্রণা এতদিন
আমাকে তাড়িয়ে বেড়াত;
তপ্ত বালুতে দগ্ধ হওয়া যে শরীরে ছিল ব্যথার দহন
নবিজির আলিঙ্গনে সে যন্ত্রণা উধাও হয়ে যাবে।

মাঝে মাঝে ভাবি
যদি স্মৃতি প্রতারণা করত
আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে;
সাড়ে চৌদ্দ’শ বছর আগে।
নবিজির দেখা পাওয়ার আশা পেলে
আমি নিঃসংকোচে
হাটে মাঠে বিক্রি হতে রাজি
আরব আর অনারব—
যতো খুশি আমার বুকের ওপর তুলে দিক
শক্ত পাথর।
নবিজির আলিঙ্গন পেলে
বুকে উহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই।

আরিফ আজাদ হাফি.

Self love....
05/01/2025

Self love....



রাত যতো গভীর হয়দুনিয়ার সকল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু মহান আল্লাহর রহমতের দরজা ধীরে ধীরে খুলে যায়সুবহানাল্লাহ ...
04/01/2025

রাত যতো গভীর হয়

দুনিয়ার সকল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু মহান আল্লাহর রহমতের দরজা ধীরে ধীরে খুলে যায়

সুবহানাল্লাহ

💐💐😍😍😎🤲
26/12/2024

💐💐😍😍😎🤲

15/12/2024

মৃত্যু একদিন এসে বলবে
Your time is over let's go •! 🥀

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা। তারাও আমাকে চিন...
11/12/2024

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে!😭

কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।
কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।
যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন। একিই বাড়ি, একিই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটা আমরা জানিনা।😭
হয়ত আমার দাদার পিতা জানতেন।
কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না।
আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবে না এটা নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন?
সুদ, ঘুষ, কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন?
তাহলে আপনি আস্ত একটা বোকা !
এই শব্দটা ব্যবহার করার জন্য স্যরি!🙏
ক্ষমা করবেন।
আমাদের সময় খুব কম! তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার,সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি, কোন লাভ নেই ভাইজান।
সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি পরকালের জন্য নিজেকে প্রস্তুতি করি।
নেক আমলেই আপনার আমার জন্য প্রকৃত সম্পদ।।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ক্ষমা করে দিন🤲। আমিন🤲🤲😭😭
শেয়ার দেওয়ার অনুরোধ করছি। হাজারো ও মানুষের উপকার হোক।

সব শেষে একজন আসুক, যার প্রতিশ্রুতি অল্প-প্রচেষ্টা থাকবে বেশি!যে অল্প দিনের পরিচয়ে দীর্ঘমেয়াদি দলিলে সাইন করে বাকি জীবন...
09/12/2024

সব শেষে একজন আসুক, যার প্রতিশ্রুতি অল্প-প্রচেষ্টা থাকবে বেশি!

যে অল্প দিনের পরিচয়ে দীর্ঘমেয়াদি দলিলে সাইন করে বাকি জীবন আমার সাথে নিঃস'ন্দেহে কা-টিয়ে দিবে।🖤

02/07/2024

Address

Doha

Alerts

Be the first to know and let us send you an email when It's Asad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Asad:

Share