Shajol Khan

Shajol Khan Qatar

26/07/2025

এই দেশে সার্টিফিকেট নিয়ে লড়াই হয়,কাজ দিয়ে নয়।বিএসসি ডিপ্লোমা লড়াই দেখলে বুঝা যায়।
আসলেই এরা কি নিয়ে পড়ে আছে।

নেতার পিছনে ঘুরে সাময়িক সুবিধা , ক্ষমতার উত্তেজনা পেলেও অর্থ আর শান্তি আসবে না।সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা পোস্ট দিয়ে ...
14/07/2025

নেতার পিছনে ঘুরে সাময়িক সুবিধা , ক্ষমতার উত্তেজনা পেলেও অর্থ আর শান্তি আসবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা পোস্ট দিয়ে দু-চারটা হাহা রিঅ্যাক্ট আসবে, লাভ রিঅ্যাক্ট আসবে প্লেটে ভাত আসবে না!!

কর্ম দক্ষতা আর ভাষা জ্ঞান অর্জন করুন।ছড়াই ছিটাই যান। নিজের এবং নিজের পরিবারের হাল ধরেন।

কাতার প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান।
(SHAJOL KHAN TRADING CONTRACTING & AC MAINTENANCE) বাংলাদেশি সহ অন্যান দেশের সবাইকে স্বাগতম।

(A Trusted Place Of Qatar)
#কাফালা পরিবর্তন, পেশা পরিবর্তন,
ভিসা প্রসেসিং ও ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানের
যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন।
★Change your Sponsorship
★Company to Company Or Personal to Company.
We will provide NOC, so you can do work anywhere in Qatar 🇶🇦

👉
+974-50418365(WhatsApp & imo)
+974-50418365 (office Contact) International.
+8801745936274(call) international.
+8801718727658 (call) international.

★ Visa Available All Nationalities.

13/07/2025

প্রয়োজন ফুরিয়ে গেলে সব আপনজন
পর হয়ে যায় এটাই বাস্তব।

10/07/2025

.

06/07/2025

জাহাজের মালিক ঝড় দেখেও হাসে
আদার ব্যাপারী হালকা বৃষ্টিতেই ছাতা খুজে✋

05/07/2025

তুমি ভাবছো! তোমার আশেপাশের সবাই
তোমাকে খুব ভালোবাসে? আরে না!

তোমাকে মানুষ ভালোবাসে যেভাবে তুমি তাদের হাসি খুশি রাখো! তাদের কাজ করে দাও, তাদের প্রতি Effort দাও! যেদিন তুমি তাদের আশা মত কাজ করবে না! এই Effort দেওয়া বন্ধ করে দিবে! সেদিন বুঝে যাবে তাদের আসল রূপটা! শুনতে খা'রাপ লাগলেও এটাই সত্যি!🙂

"কারো সফলতায় আপনার রিজিক থেকে একটুও কমবেনা।  তাই হিংসা ত্যাগ করা উচিত।
03/07/2025

"কারো সফলতায় আপনার রিজিক থেকে একটুও কমবেনা।

তাই হিংসা ত্যাগ করা উচিত।

27/06/2025
24/06/2025

টাকার থেকে আত্মসম্মান বেশি হলে, দুঃখের পরিমাণ বেড়ে যায়।

21/06/2025

Make Money, travel around the world,
be happy and enjoy You're Life style.

21/06/2025

মানুষ জন্ম নেয় স্বপ্ন নিয়ে, বড় হয় আশা নিয়ে, আর জীবন কাটায় একটি বাক্যে বিশ্বাস রেখে—"একদিন সব ঠিক হয়ে যাবে।" এই একটি বাক্যই যেন আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান প্রেরণা। কিন্তু এই আশার আলোয় হাঁটতে হাঁটতে আমরা কখন যে জীবনের অর্ধেকটা পথ পার করে ফেলি, তা অনেকেই বুঝে উঠতে পারি না।

শৈশবে ভাবি, বড় হলে সব সহজ হবে। কৈশোরে ভাবি, পড়ালেখা শেষ হলে নিশ্চিন্ত হবো। যুবক বয়সে ভাবি, চাকরি বা ব্যবসা পেলেই সব ঠিক হয়ে যাবে। সংসার শুরু হলে ভাবি, একদিন আয় ঠিক হলে সব গুছিয়ে নেবো। আর বয়স বাড়লে বুঝি, সময় তো চলে গেছে, এখন আর কিছু করার নেই—শুধু বাকি দিনগুলো কাটানো।

এই "একদিন" যেন আমাদের জীবনের সবচেয়ে মায়াবী মিথ্যা। আমরা এই আশায় বুক বাঁধি যে, একদিন হয়তো নিজের মতো করে বাঁচবো, পরিবারকে সময় দেবো, ভালোবাসার মানুষকে নিয়ে নিরুদ্বেগ বিকেল কাটাবো। কিন্তু সেই "একদিন" যেন কোনোদিন আসে না।

আসলে, জীবনে সবকিছু কখনোই শতভাগ ঠিক হয় না। সময়ের সঙ্গে সঙ্গে শুধু আমাদের সহ্যক্ষমতা বাড়ে, বদলায় আমাদের চাওয়া-পাওয়া। জীবন মানেই অসম্পূর্ণতার মাঝে ভারসাম্য খুঁজে চলা।

তবে কি আশায় বাঁচা ভুল? একদমই না। এই “একদিন ঠিক হয়ে যাবে” —এই বিশ্বাসই তো আমাদের আগুন পেরিয়ে নদী পার করার সাহস জোগায়। তবে সেই আশার পেছনে ছুটতে ছুটতে যেন আজকের দিনটাকে হারিয়ে না ফেলি।
অতএব, আগামীকাল ঠিক হয়ে যাবে এই আশার পাশাপাশি আজকেও একটু গুছিয়ে বাঁচা শিখি। কারণ, জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে পারে আজই।

শেষ কথা: জীবনটা ছোট, সময়টা অনিশ্চিত। তাই ভবিষ্যতের আশায় আজকের ভালোবাসা, হাসি, প্রশান্তি আর নিজের যত্ন ভুলে গেলে চলে না। "একদিন" যদি না-ও আসে, যেন আক্ষেপ না থাকে—আজটা তো বাঁচলাম ঠিকমতো!

16/06/2025

ওরা চেয়েছিল লন্ডন যেতে অথচ যেতে হল আরো অনেক বহুদূর। কিন্তু কোন সময় ই লাগলো না। বাংলাদেশের প্লেন গুলোকে যত্ন নেওয়া হোক।

Address

Doha

Telephone

+97450418365

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shajol Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shajol Khan:

Share