21/06/2025
মানুষ জন্ম নেয় স্বপ্ন নিয়ে, বড় হয় আশা নিয়ে, আর জীবন কাটায় একটি বাক্যে বিশ্বাস রেখে—"একদিন সব ঠিক হয়ে যাবে।" এই একটি বাক্যই যেন আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান প্রেরণা। কিন্তু এই আশার আলোয় হাঁটতে হাঁটতে আমরা কখন যে জীবনের অর্ধেকটা পথ পার করে ফেলি, তা অনেকেই বুঝে উঠতে পারি না।
শৈশবে ভাবি, বড় হলে সব সহজ হবে। কৈশোরে ভাবি, পড়ালেখা শেষ হলে নিশ্চিন্ত হবো। যুবক বয়সে ভাবি, চাকরি বা ব্যবসা পেলেই সব ঠিক হয়ে যাবে। সংসার শুরু হলে ভাবি, একদিন আয় ঠিক হলে সব গুছিয়ে নেবো। আর বয়স বাড়লে বুঝি, সময় তো চলে গেছে, এখন আর কিছু করার নেই—শুধু বাকি দিনগুলো কাটানো।
এই "একদিন" যেন আমাদের জীবনের সবচেয়ে মায়াবী মিথ্যা। আমরা এই আশায় বুক বাঁধি যে, একদিন হয়তো নিজের মতো করে বাঁচবো, পরিবারকে সময় দেবো, ভালোবাসার মানুষকে নিয়ে নিরুদ্বেগ বিকেল কাটাবো। কিন্তু সেই "একদিন" যেন কোনোদিন আসে না।
আসলে, জীবনে সবকিছু কখনোই শতভাগ ঠিক হয় না। সময়ের সঙ্গে সঙ্গে শুধু আমাদের সহ্যক্ষমতা বাড়ে, বদলায় আমাদের চাওয়া-পাওয়া। জীবন মানেই অসম্পূর্ণতার মাঝে ভারসাম্য খুঁজে চলা।
তবে কি আশায় বাঁচা ভুল? একদমই না। এই “একদিন ঠিক হয়ে যাবে” —এই বিশ্বাসই তো আমাদের আগুন পেরিয়ে নদী পার করার সাহস জোগায়। তবে সেই আশার পেছনে ছুটতে ছুটতে যেন আজকের দিনটাকে হারিয়ে না ফেলি।
অতএব, আগামীকাল ঠিক হয়ে যাবে এই আশার পাশাপাশি আজকেও একটু গুছিয়ে বাঁচা শিখি। কারণ, জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে পারে আজই।
শেষ কথা: জীবনটা ছোট, সময়টা অনিশ্চিত। তাই ভবিষ্যতের আশায় আজকের ভালোবাসা, হাসি, প্রশান্তি আর নিজের যত্ন ভুলে গেলে চলে না। "একদিন" যদি না-ও আসে, যেন আক্ষেপ না থাকে—আজটা তো বাঁচলাম ঠিকমতো!