
21/08/2025
প্রবাসী পরিবার মানেই এক অদ্ভুত দুঃখের গল্প, যেখানে স্বপ্নের রঙের সাথে মিশে থাকে চোখের জল আ
প্রবাসী পরিবার মানেই এক অদ্ভুত দুঃখের গল্প, যেখানে স্বপ্নের রঙের সাথে মিশে থাকে চোখের জল আর অগণিত ত্যাগের ইতিহাস।
বাবা হাজার মাইল দূরে-অচেনা ভাষা, অচেনা মানুষ, অচেনা পরিবেশে প্রতিদিন লড়াই করে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঘামে ভিজে শুধু চেষ্টা করে পরিবারের মুখে হাসি ফোটাতে। কিন্তু সেই হাসির পেছনে থাকে বাবার নিজের ভাঙা মন, নিজের দেশের জন্য অসীম টান, আর অপূর্ণ উৎসবের আক্ষেপ।
মা সংসারের প্রতিটা দায়িত্ব একা কাঁধে নিয়ে চলে-ভোরের আলো ফোটার আগেই রান্না, সন্তানের স্কুল, বাজার-সব কিছু সামলে, রাতের নীরবতায় স্বামীর ছবির দিকে তাকিয়ে অশ্রু মুছে নেয়।
তবু কারও সামনে ভাঙতে দেয় না নিজেকে, কারণ জানে -তার ভেঙে পড়া মানে পুরো সংসারের ভেঙে পড়া।
সন্তানদের ছোট ছোট স্বপ্নের পিছনে কত বড় ত্যাগ লুকিয়ে আছে, সেটা তারা বুঝবে হয়তো বড় হয়ে। ঈদের সকালে নতুন জামা পরে যখন অন্যরা বাবা-মায়ের হাত ধরে নামাজে যায়,
তখন প্রবাসী পরিবারের ঈদ হয় ফোনের স্ক্রিনে-
হাসি দিয়ে কান্না ঢেকে, "ভালো আছো তো?" বলে বুক ভরা কষ্ট গিলে ফেলা।
প্রবাসী জীবনের ছবিতে মানুষ দেখে শুধু টাকার ঝলক, কিন্তু সেই টাকার পেছনে থাকে এক বুক হাহাকার, নিঃসঙ্গতা আর না-পাওয়া সুখের দীর্ঘ হিসাব। কেউ ভাবে না, ভিডিও কলের সেই হাসির আড়ালে কতটা কান্না জমে আছে, কেউ বোঝে না, প্রবাসী পরিবারের প্রতিটা দিন কেমন করে একে অপরকে ছাড়া কাটে।
প্রবাসী পরিবার মানে-একজন স্বামী-বাবার নিঃশব্দ ত্যাগ, একজন স্ত্রী-মায়ের অসীম ধৈর্য, আর সন্তানদের অপূর্ণ শৈশব। তাদের কষ্টের মাপ কেবল আল্লাহ জানেন, আর সেই মাপটাই সবচেয়ে ভারী-হাজার পাহাড়ের
থেকেও
#
_
ো