Md Sadek Bhai

Md Sadek Bhai The page can be geared towards Traval and professionals in the technology industry

কম সময়ে বেশী কাজ করে কি ভাবে? জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি...
30/07/2025

কম সময়ে বেশী কাজ করে কি ভাবে? জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
Turning Point Job Aid
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
(সংগৃহীত)

21/07/2025

আপডেট
আজ রক্তের প্রয়োজন নেই।
১ম ২৪ ঘন্টায় রক্ত দেয়া যায় না!
কাল সকাল ৮ টার পর থেকে রক্তের প্রয়োজন হবে।

05/06/2025
Lagle 01788944095 ai nambare ng din
05/06/2025

Lagle 01788944095 ai nambare ng din

কেউ যদি বিল্ডিং করার চিন্তা ভাবনা করে পর্তুগালে এসে যেকোন প্রতিষ্ঠানে কাজ করে তাহলে তাদের স্বপ্ন বাস্তবায়ন করা কখনই সম্ভ...
05/10/2024

কেউ যদি বিল্ডিং করার চিন্তা ভাবনা করে পর্তুগালে এসে যেকোন প্রতিষ্ঠানে কাজ করে তাহলে তাদের স্বপ্ন বাস্তবায়ন করা কখনই সম্ভব না। পর্তুগালে মিনিমাম বেতন দিয়ে আপনার থাকা খাওয়ার খরচ এবং পরিবারের খরচ দেয়ার পর আর তেমন কোন টাকা হাতে থাকবে না। অল্প সময় এর ভিতর যদি দেশে বিল্ডিং করতে চান তাহলে আপনাকে পর্তুগালে এসেই দালালি শুরু করতে হবে। বিশ্বাস করবেন কিনা জানি না পর্তুগালে দালালি করে অনেক টাকা ইনকাম করা সম্ভব যা আপনি কানাডা, আমেরিকা, অস্টলিয়া গেলেও ইনকাম করতে পারবেন না। পর্তুগালে লিসবনে যদি জান তাহলে দেখতে পারবেন অনেক বাংলাদেশি ভাই আছে দালালি করে প্রতিদিন অনেক টাকা ইনকাম করছে, আর তাদের বলির পাঠা হচ্ছে আমাদেরই কোন না কোন ভাই, বিশেষ করে যারা বাংলাদেশ অথবা অন্যান্য দেশ থেকে নতুন পর্তুগালে এসেছেন।
যেমন ধরেনঃ

👉আপনি যদি নিজে নিজে লিগ্যাল এন্ট্রি করেন তাহলে কোন টাকা লাগবে না, আর যদি দালাল এর কাছে যান আপনার থেকে ৩০-৪০ ইউরো নিবে।

👉ফিনান্স নাম্বার এর জন্য কোন টাকা লাগে না, দালাল এর কাছে গেলে ৮০ - ১০০ ইউরো নিবে ।

👉জুনটা (ঠিকানা) সার্টিফিকেট নিতে শুধুমাত্র ৩ ইউরো ৫০ সেন্ট লাগে, দালালের কাছে গেলে ৪০-৬০ ইউরো নিবে ।

👉সোশ্যাল নাম্বার বের করতে কোন টাকা লাগে না ( কাজের কন্টাক থাকলে নিজে নিজে সোশ্যাল অফিসে গিয়ে নিতে পারবেন আর দালাল এর কাছে গেলে ২৬০-৩০০ ইউরো নিবে।

👉বাংলাদেশী পুলিস ক্লিয়ারেন্স ( বাংলাদেশ এম্বাসির এটাস্টেসন, পর্তুগীজ ট্রান্সলেট এবং নোটারি সব কিছু মিলে ৪৫ ইউরোর মত খরচ হবে আর দালাল এর কাছে গেলে ৭০-১০০ ইউরো নিবে।

👉সেফ এন্ট্রি করতে কোন টাকা লাগে না আপনি চাইলে কানাই অফিসে গিয়ে করতে পারবেন অথাবা অনলাইনে নিজে নিজে করতে পারবেন আর দালালদের কাছে গেলে ৬০-১০০ ইউরো নিবে।

আপনি যদি নিজে নিজে চেষ্টা করে সব পেপার্স রেডি করেন আপনার সর্বচ্চো ৭০-৮০ ইউরো খরচ হবে, আর দালাল আপনার থেকে এই কাজের জন্য ৫০০-৬০০ ইউরো নিবে, আর যে ডকুমেন্টস গুলো আপনাকে দিবে তার ভিতর জাল ডকুমেন্টস থাকার সম্ভাবনা অনেক বেশী কারন তারা কম্পিউটারে ইডিট করে আপনার নাম ও পাসপোর্ট নাম্বার পরিবর্তন করে একি জিনিস অনেককে দিচ্ছে।

অসহায় মানুষদের বিপদে ফেলে এভাবে টাকা ইনকাম করা যায় তা পর্তুগালে না আসে বুঝা যেত না, দালালীর একটা লিমিট থাকা উচিত।

আফসোস লাগে ওইসব দালালদের জন্য, হয়তো এমন একদিন আসবে এই টাকা তাদের অথবা তাদের পরি

Address

Umm Salal
Doha
71

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sadek Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sadek Bhai:

Share