Rony Ahmed

Rony Ahmed Hi welcome to my page
Keep supporting ✌🏻And Take love ♥️

ড. ইউনূস আজকে পুলিশদের উদ্দেশ্যে বলেছেন- সামনের নির্বাচনের সময় কারো কথা মানার দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার, সমন্বয়ক...
18/03/2025

ড. ইউনূস আজকে পুলিশদের উদ্দেশ্যে বলেছেন- সামনের নির্বাচনের সময় কারো কথা মানার দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার, সমন্বয়ক,বিএনপি কারো কথাই না। আইন যা বলে শুধু সেটাই মানবে।

সাথে আরও বলেছেন- যে সরকারই নির্বাচিত হয়ে আসে আইনের সরকার যেন হয়, যে সরকার আইন ভেঙে এসেছে সে সরকার কোনদিনই আইন রাখতে পারবে না।

এই ইউনূস সরকারই একে একে বোল্ড ডিসিশন নিচ্ছেন। সবাইকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে কাউকে তোয়াক্কা না করে আইনের বিধানের উপর থাকতে হয়।

শুধুমাত্র তাকে নেওয়ার জন্যে ২৬ তারিখে চীন স্পেশাল বিমান পাঠাবে যেটা চীন শুধুমাত্র গুরুত্বপূর্ণ নেতাদের জন্যেই পাঠায়।

তারপর চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী দেওয়া হবে ইউনূসকে। সেখানে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে ভাষণও রাখবেন তিনি।

অথচ দেশের কিছু নেতারা নির্বাচনের জন্যে উঠেপড়ে লেগেছে।

বিএনপির মির্জা ফখরুল বলেছে- যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেন, নির্বাচন দিলেই সব ঠিক হবে

বিএনপির আরেক নেতা বলেছে- নির্বাচন দেন ক্ষমতায় গিয়ে আমরা সংস্কার করব

অথচ তারা কি সংস্কার করবে মানুষ সেটা বেশ ভালোমতোই জানে।

এজন্যে ইউনূস সরকার রাগে,ক্ষোভে বলেছেন- এবছরের ডিসেম্বরেই নির্বাচন দিব। চেয়েছিলাম কিছুটা সংস্কার করে তারপর নির্বাচন দিতে কিন্তু হাতে সময় কম তাই যেটুকু সংস্কার করা যায় সেটুকু করেই দিয়ে দিব।

অথচ ইউনূস সরকার চেয়েছিলেন - আগামী বছরের জুনে নির্বাচন দিতে। তাহলে আরেকটু বেশি সংস্কার করা যেত।

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য খাত, আইন-কানুন সহ আরও গুরুত্বপূর্ণ কিছু সংস্থার করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই তাকে তাড়ানোর জন্যে উঠেপড়ে লেগে গেছে একদল।

ইউনূস সরকার আজকে বলছিলেন - বাংলাদেশ কোন ছোটখাটো খেলোয়াড় না, বাংলাদেশ বড়সড় প্লেয়ার। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যোগ্যতা রাখে।

ইউনূস সরকারের মত এতটা হ্যাডম নিয়ে এ কথাটা কে বলতে পারবে আমার জানা নেই। শুধু বলাতেই না কাজেও সেগুলোর প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি।

ইউনূস সরকার এসেছিল জাদুকরের মত বিধ্বস্ত একটা দেশকে ঠিক করতে, এদেশের মানুষকে একটু ভরসা দিতে। কিন্তু রোষানলে পড়ে আর ৭ মাস পরই বিদায় নিবেন তিনি।

অথচ তিনি চলে গেলে যে আন্তর্জাতিক মানের সম্মাননা টা আমরা পেতাম, যেভাবে অন্য দেশকে টেক্কা দিতে পারতাম সেটা তুরুপের তাসের মতো ভেঙ্গে পড়বে। মাঝখান থেকে অভাগা হব আমরা সাধারণ জনগণরা

দিনশেষে এদেশের জনগণের প্রতি আফসোস হয়, মায়া হয়। আমরা যোগ্য কাউকে পাইনা। আবার পেলও কেন যেন ধরে রাখতে পারি না। আমরা সাধারণ জনগণরা আসলেই হতভাগা

লেখা - Ibrahim Khalil Shawon

আগামী বছর আপনাদের (রোহিঙ্গা শরনার্থী) সাথে মিয়ানমারে ইফতার করব: জাতিসংঘ মহাসচিব।সারাবিশ্বকে মেসেজ জানিয়ে দিলো বাংলাদেশ, ...
14/03/2025

আগামী বছর আপনাদের (রোহিঙ্গা শরনার্থী) সাথে মিয়ানমারে ইফতার করব: জাতিসংঘ মহাসচিব।
সারাবিশ্বকে মেসেজ জানিয়ে দিলো বাংলাদেশ, সারাবিশ্বের দৃষ্টি রোহিঙ্গাদের দিকে ফিরিয়ে আনলো ড. মুহাম্মদ ইউনূস। এটাই ক্যারিশমাটিক লিডারশীপ।

Address

Bhairab Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rony Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share