Pasas's Vlogs

Pasas's Vlogs natural lovers blogger

ভৈরব প্রবাসী কল্যান সমিতি(কাতার)এর নব্য কমিটির প্রার্থী ফরম সংগ্রহ আজকের মত স্থগিত হলো।কাল নির্ধারিত টাইম ও স্থানে প্রার...
01/10/2025

ভৈরব প্রবাসী কল্যান সমিতি(কাতার)এর নব্য কমিটির
প্রার্থী ফরম সংগ্রহ আজকের মত স্থগিত হলো।
কাল নির্ধারিত টাইম ও স্থানে প্রার্থীগণকে উপস্থিত থেকে পেপারস সংগ্রহ করার আহবান জানাচ্ছি।
কামাল পাশা

28/09/2025

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আলহামদুলিল্লাহ আজ আমরা ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির
মতামত ক্রমে (ভৈরব প্রবাসী কল্যান সমিতির) নতুন আগত
#সভাপতি - #সাধারন সম্পাদক - ও #সাংগঠনিক সম্পাদকের
নমিনেশন ফর্ম এর সাধারণ মূল্য নির্ধারিত করা হলো।
১/সভাপতি ফর্ম = ৭০০ কাতারি রিয়াল
২/সাধারণ সম্পাদক ফর্ম = ৫০০ কাতারি রিয়াল ও
৩/সাংগঠনিক সম্পাদক ফর্ম = ৩০০ কাতারি রিয়াল
ধার্য করা হলো।
সম্মানিত পদপ্রার্থীগণ আগত ১ তারিখ রোজ
(বুধবার) হতে (শুক্রবার)০৩-১০_২০২৫ ইং পর্যন্ত ফর্ম সংগ্রহের শেষ তারিখ নির্ধারণ করা হলো।

#স্থানঃ মধুবন রেস্টুরেন্ট (হাবিব ভুইয়ার) বিল্ডিং সংলগ্ন।

#সময় রাত ৯ ঘটিকা হতে ১১ টা পর্যন্ত।

#ফর্ম বিতরণে = #কামাল পাশা = 30828213
#শাহজাহান মিয়া=71337505, #গোলাপ মিয়া

ধন্যবাদান্তে-কামাল পাশা
আহবায়ক, ভৈরব প্রবাসী কল্যান (কাতার)।

28/09/2025

ভৈরব প্রবাসী কল্যান(কাতার) এর নতুন কমিটি গঠন এর প্রস্তুতি সভা।

এমনিতেই আমি স্ট্রোকের রোগী 🥵আল্লাহ মহান
21/09/2025

এমনিতেই আমি স্ট্রোকের রোগী 🥵আল্লাহ মহান

আলহামদুলিল্লাহ!আজোব্দি আমি ক্যারেক্টার বিক্রি করিনি, তাই হয়তো বেশি উপরেও উঠতে পারিনি।হাতের তালু দিয়ে কতশতজন কে ক্যারেক্ট...
21/09/2025

আলহামদুলিল্লাহ!
আজোব্দি আমি ক্যারেক্টার বিক্রি করিনি,
তাই হয়তো বেশি উপরেও উঠতে পারিনি।
হাতের তালু দিয়ে কতশতজন কে ক্যারেক্টার পরিবর্তন করে দিব্বি আংগুল ফুলে কলাগাছ হতে দেখিছি!
কেন জানি হারাম আমায় টানে না, স্পষ্ট কথায় বাপ কেও ছাড় দেয়না এই এক অবিনশ্বর স্বভাব নিয়ে
৩ যুগ শেষ করে ৪ যুগের পথে।

আমি আমার নিজস্ব সত্তাকে প্রাধান্য দেয়।
স্বার্থের জন্য কবু নিজের ব্যাক্তিত্ব বলিদান দেয়নি।
তাই আজো তোমাদের চেয়ে অনেক পিছিয়ে আমি।

তোমাদের অবৈধ টাকার পাহাড়ের সাথে ধাক্কা লেগে যদি আমার ছোট্ট তরী-ভরা আত্বসম্মান ডুবে যায় সেজন্যই দূরে দূরে থাকি।
যদি লোভ চলে আসে তাই পাশ কেটে থাকা!

অন্যায় দেখেও মুখ বোজে চুপ থাকার ফায়দা নিয়ে অনেক কাছের মানুষ আজ BMW হাকায়।
আর আমি হালার চিতকার করে প্রতিবাদ করি বলে ভাগাও পায়না, বন্ধু বান্ধব ও সীমিত, পার্টিও গরিব।

তাতে কি মন খুলে জুর গলায় কথা বলতেও অতীতের ডিকশিনারি ভালো থাকতে হয় যা এক জিবনে সবার কপালে জুটে না।

আমার নগন্য জীবনে যে গুটিকয়েক মানুষ'ই আমায় ভালোবাসে তার ৯৯%বড় ধোঁকার শিকার, কেউ পরিবার হতে, কেউ বন্ধুবান্ধব হতে, কেউ বা সমাজ হতে। আলহামদুলিল্লাহ দিনশেষে,পরিনত একটা সংখ্যায় মানবকল্যাণে নিজেদের স্বস্তা ভাবে ঢেলে দেয়া লোক। তারা টাকার চেয়ে সম্মানের খরিদ্দার বেশি।

বাঘের মত বাঁচুন শিয়ালের মতো নয় জীবন কিন্তু একটাই। আমাকে দেখুন এই আমি নিজের রাজ্যে সর্বদাই রাজা শুধু প্রজা রাখার টাকা নায়।
🖋️🖊️ Md. Kamal Pasa

20/09/2025

( লাড়ি ল )
বাংলাদেশ ক্রিকেট টীম এর প্রতি অভিনন্দন সূরুপ সারেগামা বিহীন স্ট্রেইট সং।( #হাওয়ার #গাড়ি)

18/09/2025

যে কারনে এসব( মা*চুদ---দের) আমি ঘৃণা করি!
অধিকাংশ ক্ষা*কির পুলারা দাড়ি,টুপির লেবাসের আড়ালে যে-সব নিকৃষ্ট কাজ করে তা একটা অমুসলিম লোকের বেলায়ও সম্ভব নয়।

চোর যখন চুড়ি করে তখন ১০০ বার আল্লাহকে স্মরণ করে, ডাকাত ও ডাকাতি মসজিদে কখনোই করেনা! এমনকি একটা জঘন্য ধর্ষক ও পাবেন না যে, মসজিদের ভিতর আল্লাহর ঘরে ধর্ষণ করবে।
কেননা সবার'ই আল্লাহর ভয় আর শ্রদ্ধা কাজ করে।

কিন্তু কিছু কিছু মোল্লা ( ক্ষা*কির পুলারা )লেবাসের আড়ালে ছোট ছোট ছেলেদের বলতকারের মত নিকৃষ্ট পাপ কাজ মসজিদের ভিতর করে, মেয়েদের সাথে নষ্টামি করে পড়ানোর নাম করে।
অথচ তারাও আলেম,তারাও হাফেজ! ❗
তার মানে তারা কি আল্লাহকে ভয় পায়না?‼️
না তাদের বেলায় হালাল???❗‼️
কোরআন মুখস্ত করে,৫ ওয়াক্ত নামাজ আদায় করে, নবিজির সুন্নত দাড়ি টুপি লাগিয়ে এসব নগন্য কাজ কিভাবে করে আমার জানার খুব ইচ্ছা।❓❓❓❓

তাহলে গার্জিয়ানরা বাচ্চাদের আরবি শিক্ষা কিভাবে দিবে? বাচ্চাদের একা কিভাবে ছাড়বে??

নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও দয়া করে নিজ নিজ বাসায় মহিলাদের কাছে আরবি পড়ান তবু সন্তানদের একা ছাড়বেন না।

এ সমাজ পশুত্বে ভরে গেছে।

আমার কাছে এখন উল্টো টাই সঠিক মনে হচ্ছে।
যেমন, এখন বাচ্চারা স্কুলে শতভাগ নিরাপদ।
মাদ্রাসার ক্ষেত্রে একটা ভয় কিন্তু কাজ করেই।

অতছ স্কুলের চাইতেও মাদ্রাসায় বাচ্চাদের পড়ানোর ইচ্ছা সব বাবাদের'ই থাকে। এদের মত কুলাংগারদের জন্য ইসলামের বদনাম, মাদ্রাসার বদনাম, মোল্লাদের বদনাম। আজ শিশুরা আরবি শিক্ষা হতে বঞ্চিত হচ্ছে এসব মোল্লাদের জন্য'ই।

অতছ একসময় আমরাও মকতবখানায় কায়দা, সিফারা,কোরআন পরেছি কতইনা পবিত্র ছিলো তখনকার পরিবেশ।

আজ নিজের সন্তানদের ওদের হাতে দিতে ভয় পায় তার কারন এসব দাড়ি,টুপি ওয়ালা হায়েনারা।

বর্তমান জামানায় একটা ডাকাত কে বিশ্বাস করা গেলেও এদের কে করা যায়না! এটাই বাস্তব।

লিখাটা বাস্তব দেখে, সুনে, অবজারভেশনে লিখেছি তাই অনেকের পছন্দ নাও হতে পারে তাই নিজ দায়িত্বে এড়িয়ে যাবেন মাগার নলেজ দেয়ার ট্রাই করবেন না।
🖊️🖋️ Md. Kamal Pasa

15/09/2025

কাবিনের টাকা পরিশোধ! মেয়ের মুখে অট্টহাসি, মেয়ের"মায়ের"তড়িঘড়ি টাকা গোনায় ব্যাস্ত!
অতছ তিন বছরের ছোট্ট মেয়েটা পাশে ই খেলা করছে!
বাবা অপালাপ দৃষ্টিতে থাকিয়ে আর দেখতে না পাওয়া "পরীটার"দীকে। বাবার চুখের কূনে জ্বল তখনো লুকিয়ে কেননা সে পুরুষ! সব দোষ তার, দ্বায়বার ও তার।
এই সমাজ "কাবিন"নামক ব্যাবসা টাকে এতোটাই প্রাধান্য দিচ্ছে যে, যার কারনে হাজারো সংসার প্রতি ঘন্টায় ভাংছে। this is a profitable business!

📍মাত্র ৬ মাস পর টাকা শেষ হবে নিশ্চয়ই!
মা তার "মেয়েকে" আর ভালোবাসবেনা এটাও বাস্তব। একদিন ছোট্ট বাচ্চাটা বুজতে শিখবে, তখন সে তার বাবার কাছে নিশ্চিত ফিরবে! ততোদিনে কষ্ট লুকিয়ে "বাবারা"ও বেস সাবলম্বী হয়ে যাবে।
মেয়েটা সব হারিয়ে হয়তো (পতি**তা বৃত্তি) বেছে নিবে কেননা বটগাছ ছাড়া কোন নাড়ী'ই এ সমাজে টিকতে পারেনা তার নাম (স্বামী)নামক বটবৃক্ষ।
কথাটা তিক্ত হলেও বাস্তবতা তা বারংবার প্রমান দেয় কেননা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত অধিকাংশ'ই (ডিভোর্সি) নারী।
বিঃদ্রঃ -যারা কাবিন টাকে মুদ্রা হিসেবে দেখে তারাই এই ফরমুলার অন্তর্ভুক্ত। সব ডিভোর্সি অন্তর্ভুক্ত নহে।

আশেপাশে এরকম অহরহ ঘটনা আছে কিন্তু
একটাও দেখাতে পারবেন না কাবিনের টাকা ফেরত নিয়ে (বাবা,মার)সাথে আজিবন সুখে আছে!

এই হাসিটা একদিন কান্নায় রুপ নিবে, আর শাশুড়ী সেদিন তার মেয়েকে বলবে তুই ত তর স্বামীর ঘর'ই করতে পারিস নি তুই (অপয়া)। by reality.

Listen! উকিল কিন্তু শেষ বেলায় একটা কথা বলছে যে আপনার মেয়েকে আপনি বাবার কাছ থেকে সরিয়ে কখনোই রাখতে পারবেন না সে ফিরবে'ই কোন একদিন । that's call lawyers Prophecy!
🖋️🖊️ Md. Kamal Pasa

আমি অপার হয়ে বসে আছি,, পাড়ে লয়ে যাও আমায়।। চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় "ফরিদা পারভীন" তার...
14/09/2025

আমি অপার হয়ে বসে আছি,, পাড়ে লয়ে যাও আমায়।।

চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় "ফরিদা পারভীন"
তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
ভালো থাকবেন ওপারে🙏🙏

Address

Doha
Doha

Alerts

Be the first to know and let us send you an email when Pasas's Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pasas's Vlogs:

Share