10/12/2025
কল্পনায় করতে পারছিনা ২ বছরের একটা শিশু অন্ধকার গর্তে ১৫ ঘন্টা যাবত পড়ে আছে ৩০ ফুট মাটির নিছে একাকী! ভয়, বাচার আকুতি, বেচে আছে কিনা আদো জানা নেয়। শুধু বলবো আল্লাহ পাক তার নিয়ামতের কিছুটা দিয়ে হলেও শিশুটাকে বাছিয়া তুলেন,এতো নির্দয় একটা বাচ্চার প্রতি নিশ্চয়ই আপনি হবেন না। কুদরতি হাত পাঠিয়ে দেন এভাবে নিশ্চুপ থেকে বাচ্চাটা মারা গেলে আপনার কুদরত হেরে যাবে,হেরে যাবে নিয়ামত! প্লিজ 🙏