Pasas's Vlogs

Pasas's Vlogs natural lovers blogger

08/01/2026

আলহামদুলিল্লাহ!
(শান্তিপাড়া,পাক্কার মাথা)সকল প্রবাসীদের উদ্যোগে
আমরা নিজস্ব এলাকায় ত্রান বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি(রমজান মাসে)। তাই স্বীয় এলাকার সকল প্রবাসীদের সমর্থন, সহযোগিতা,ও শরিক থাকার আহবান জানাবো। শূন্য থেকে শুরু হোক বড় কিছু 🙏

উদ্যোক্তাদের প্রতি ভালোবাসা রইলো ❤️

বিঃদ্রঃ(কমেন্টস বক্সে আমাদের জানাতে পারেন,
সকল উদ্যোক্তারা আপনার নাম লিস্ট করে নিবে)ধন্যবাদ।

ভালো থাকুক প্রিয় মহল্লার সব কটা ঘর!আমরা আছি প্রবাসীরা ছাতা হয়ে মাথার উপর ইনশাআল্লাহ।
শান্তিপাড়া, পাক্কার মাথা(প্রবাসী ডেক্স) ভৈরব।

আলহামদুলিল্লাহ!এলাকার প্রবাসে অবস্থিত সকল ভাই ব্রাদার্স এর সম্মতিক্রমে নতুন বছরে নতুন দিনে এলাকার উন্নয়নের স্বার্থে (প্র...
03/01/2026

আলহামদুলিল্লাহ!
এলাকার প্রবাসে অবস্থিত সকল ভাই ব্রাদার্স এর সম্মতিক্রমে নতুন বছরে নতুন দিনে এলাকার উন্নয়নের স্বার্থে (প্রবাসী ডেক্স) এর উদ্ভোদন করা হলো। দোয়া করবেন পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে থাকা এলাকার সকল ভাই ব্রাদার্স যেন
সকল হিংসাবিদ্বেষ ভুলে উন্নয়নের স্বার্থে
"একি মায়ের ঔরসজাত সন্তান হয়ে"
কাধে কাধ রেখে সবাই এলাকার উন্নয়নের কাজ করতে পারে। আমাদের পথচলা দীর্ঘ হোক এই কামনায় ❤️

বিঃদ্রঃ প্রবাসী লাইফ তাই সবাইকেই বেস্থ থাকতে হয় এমতাবস্থায় আমরা মাত্র কিছু সংখ্যক উদ্যোক্তারা
এটা শুরু করেছি, তাই সবার সাথে যোগাযোগ এর সুযোগ হয়নি!আমরা ডিজার্ভ করি যে,আমরা শুরু করলেই আপনারা এলাকার সবাই নিজ থেকে গ্রুপে এবং আমাদের সাথে সম্পৃক্ত হয়ে নিজ মহল্লার প্রতি ভালোবাসা প্রকাশ করবেন এবং আমাদের অনুপ্রেরণা দিবেন,পাশে থাকবেন।
ধন্যবাদ।

গ্রুপ লিংক https://www.facebook.com/share/g/1DsBivcZCH/

31/12/2025
বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা। যেদিন আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া! এই ছবির ইতিহাস...
31/12/2025

বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা। যেদিন আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া! এই ছবির ইতিহাস নিশ্চই সবাই ভুলে গেছেন।

এরশাদের স্বৈরশাসনকালে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারী চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভায় যোগ দিতে যাবার পথে শেখ হাসিনার গাড়ি বহরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সরকারী হিসেবে ৯ জন, বেসরকারী হিসেবে ২৪ জন আর আওয়ামী লীগের ওয়েব পেজের হিসেবে ৮০ জন। আওয়ামী লীগের পক্ষ থেকে এই হামলাকে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই চালানো হয়েছিলো বলে বর্ননা করা হয়।

এই হামলার প্রতিবাদে ঢাকায় শহীদ মিনারে আওয়ামী লীগ ও তৎকালীন ৮ দলীয় জোটের পক্ষ থেকে ২৬ জানুয়ারী একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছিলো। রহস্যজনকভাবে সেই সমাবেশে শেখ হাসিনা যোগ দেন নাই, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সেই সমাবেশে যোগ দেন। তিনি স্বৈরাচারী এরশাদ কর্তৃক শেখ হাসিনার গাড়িবহরে পুলিশের গুলি এবং গণহত্যার প্রতিবাদে ঐ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলেরও নেতৃত্বও দিয়েছিলেন। এটি সেই মিছিলের ছবি।

তথ্যসূত্র : বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো

বাংলার এক নক্ষত্রের চির বিদায়।Legends are never dieসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ ক...
30/12/2025

বাংলার এক নক্ষত্রের চির বিদায়।Legends are never die
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন— আমিন।

30/12/2025

Life is 17-18

তখন শব্দের দাম ছিলো। ১১টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০টা sms পাওয়া যেত।প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation ও ...
29/12/2025

তখন শব্দের দাম ছিলো। ১১টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০টা sms পাওয়া যেত।
প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation ও ছিলো।
কথা বলতে বলতে ফুরিয়ে গেলে ও অনলাইনে রিচার্জ করার সুযোগ হতো না। তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লেখতে হয়। তখন একটা sms লেখার জন্য keypad টা কে বার চারেক press করতে হতো। তবুও কেউ বিরক্ত হতো না। sms বড় হয়ে গেলে তাকে কেটে কুটে ছোট করে পাঠাতে হতো। তখন green tick নিয়ে ঝামেলা হতো না। অনলাইন না অফলাইন দেখার সুযোগ ছিল না। ছিলো প্রতিটা sms এর দুই তিন মিনিটের অপেক্ষা।
রাতের good night আর সকালের good morning বলার জন্য আলাদা করে sms বাচিয়ে রাখা। তখন emoji ছিল না। আবেগ গুলোকে অনুভবে বুঝে নিতে হতো।
তখন শব্দের দাম ছিল, আবেগের দাম ছিল, অপেক্ষার দাম ছিল, efforts এর দাম ছিলো।

১৯৭১ রে শকুনের দল খোবলিয়ে ছিড়েখুঁড়ে খেয়েছে আমাদের লাখো বীরাঙ্গনা বোনদের সম্ভ্রম,অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস এই স্বাধীনত...
29/12/2025

১৯৭১ রে শকুনের দল খোবলিয়ে ছিড়েখুঁড়ে খেয়েছে আমাদের লাখো বীরাঙ্গনা বোনদের সম্ভ্রম,অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস এই স্বাধীনতাটাকে'ই আমরা অস্বীকার করি।

27/12/2025

হটাৎ কোমায় চলে যান ৩ মাসের জন্য!
ভাই ব্রাদার্স, আপনজন সর্বমোট ১১ দিন মনে রাখবে!
তার পর কেউ আপনাকে দেখতে হসপিটাল তো দূরে থাক, ফোনেও খবর নিবেনা!
সবচেয়ে কাছের আপনজন'রা তখন কিছু ডিফিকাল্ট ডিসিসান নিতে বসবে,কেননা ততক্ষণে তারা জেনে গেছে আপনি অক্ষম, তারা বুঝে গেছে আপনার জন্য যখন তখন টাকার প্রয়োজন হতে পারে! ঠিক তখনি কাছের লোক গুলো বিচক্ষণতার পরিচয় দিয়ে তৎক্ষনাৎ তারা নানান ফন্দি বের করে আড়াল হতে শুরু করবে।

কেউ কেউ আপনাকে বিনা দোষে অপরাধী করে সমাজের কাছে নিজের অপারগতা ঢাকার চেষ্টা করবে , কেউ বা বহুত বেস্থ হবে, কেউ বা অক্ষরহীন পত্রিকা সারাক্ষণ হাতে দরে বসে থাকবে অতছ এতোদিন তারা'ই আপনার সবচেয়ে আপনজন ছিলো! বিধিবাম, আপনি কখনো চিন্তাও করেননি এ চরিত্রগুলো আপনার বিপদে এসব করতে পারে, আপনি সারাজীবন যাদের শুধু উজার করে দিয়েছিলেন!

হটাৎ আপনি জেগে উঠবেন! বেস! আপনি কখনোই আর ঠকবেন না ! চেনা বহুত মুখ সেদিন আপনার অচেনা হয়ে যাবে, আপনি একা হয়ে যাবেন, আপনি সুখী হয়ে যাবেন।
🖊️🖋️ Md. Kamal Pasa

প্রিয় নবিজী কে গালি দেয়ার প্রমাণ মিলেনি - (RAB)। অতছ, এই মুখটা এখন আর কথা বলে না।গাল গড়িয়ে জলও ঝরে না।  দীপু চন্দ্র দাস—...
21/12/2025

প্রিয় নবিজী কে গালি দেয়ার প্রমাণ মিলেনি - (RAB)।

অতছ, এই মুখটা এখন আর কথা বলে না।
গাল গড়িয়ে জলও ঝরে না। দীপু চন্দ্র দাস—একজন মানুষ, যাকে অভিযোগের আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। তারপর মরদেহকেও ছাড় দেওয়া হলো না।
পিটুনি থামেনি মৃত্যুতেও, গাছের ডালে ঝুলে থাকা দেহে নেমে এসেছে আরও ঘৃণা, আরও নিষ্ঠুরতা।
শেষ পর্যন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো একখানা জীবন—
পুড়ে গেল শুধু দেহ নয়, পুড়ে গেল আমাদের মানবতা, পুড়ে গেল বিবেক।অথচ যে বিভ্রান্ত ছড়ানো হয়েছে সে আমাদের প্রিয় নবিজী কে গালি দিয়েছে তার কোন প্রমাণ RAB পায়নি এটা আবেগ বা পূর্ব শত্রুতার জের ধরে শুধু ইসলাম কে ব্যাবহার করা হয়েছে।জাস্ট জঙ্গি কায়দায়!
আজ দীপু নেই—কিন্তু প্রশ্নটা রয়ে গেল:
আমরা কবে মানুষ হবো?⁉️

21/12/2025

শূন্য নিথর আজ পৃথিবী তাহার
হতাশার চাদরে ঘুমহীন আধার -!

#প্রবাসী

Address

Doha
Doha

Alerts

Be the first to know and let us send you an email when Pasas's Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pasas's Vlogs:

Share