“নুজুম টিভি বিডি”
প্রবাসী বাংলাদেশীদের সাফল্য, সংগ্রাম এবং অর্জনের কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরবার লক্ষ্যে ”নুজুম টিভি বিডি” কাজ করবে।
কাতার প্রবাসী বাংলাদেশী সহ সকল প্রবাসী বাঙ্গালীর সাফল্য-সংগ্রাম-বিজয়ের গল্প সারা বিশ্বজুড়ে সম্প্রচার করাই ”নুজুম টিভি বিডি” এর লক্ষ্য। বিশ্বের যেখানেই বাঙ্গালী, সেখানেই “নুজুম টিভি বিডি” একদিন পৌছবে ইনশাআল্লাহ । কাতার থেকে আমরা শুভ সূচনা করতে চাই।
প্রবাসে বাংলাদেশীরা তাদের শ্রম, মেধা এবং মানবিকতা দিয়ে ক্রমাগত তাদের মাতৃভূমির মুখ উজ্জ্বল করছেন। কাতারের প্রতিটি বাঙ্গালী ভাই-বোনের সাফল্য সংগ্রামের বিজয়গাঁথা আমাদের “নুজুম টিভি বিডি” থেকে আমরা সরাসরি তুলে ধরতে চাই কমিউনিটি, দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে।
আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে কাজ করি এবং সারা পৃথিবীকে জানাই প্রবাসী বাঙ্গালীর গৌরবের গল্পগাঁথা।