Ashraful Islam

Ashraful Islam ✔ Verified Official©Page Official® ✔Verified by Facebook ۩ █║▌│█│║▌║││█║▌│║▌۩ ©ORIGINAL verified PAGE®08.14.2012. Love My Country

12/10/2025

Faisal Birthday party

আহারে সোনার বাংলাদেশ…🇧🇩আজ রাত ২টা ৩০ মিনিটে বিমান অবতরণের পর ইমিগ্রেশন, লাগেজ—সব মিলিয়ে প্রায় ৩টা ৩০ মিনিট বেজে গেল।কিন্...
09/10/2025

আহারে সোনার বাংলাদেশ…🇧🇩

আজ রাত ২টা ৩০ মিনিটে বিমান অবতরণের পর ইমিগ্রেশন, লাগেজ—সব মিলিয়ে প্রায় ৩টা ৩০ মিনিট বেজে গেল।
কিন্তু রাস্তা ঘাটের নিরাপত্তাজনিত কারণে কেউই বিমানবন্দর থেকে বের হয় নাই।
ঢাকার কিংবা ঢাকার বাইরে—কেউ সাহস করে ওই গভীর রাতে বাড়ি ফেরার উদ্যোগ নেয়নি।আমিও সাহস পাই নাই।
ফলে শত শত যাত্রী বসে রইলেন টার্মিনালের এই ঠান্ডা চেয়ারে, চোখে ক্লান্তি, মনে অনিশ্চয়তা।

এমন দৃশ্য সত্যিই কষ্ট দেয়—
দেশের মাটিতে ফিরেও যেন স্বস্তি নেই। 🇧🇩

যারা রাতের ফ্লাইটে দেশে আসেন ,তারা অবশ্যই এটা মাথায় রেখে যাত্রা শুরু করবেন 🙏

sheikh

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।* বালিশ ছাড়া...
30/09/2025

আপনি যদি দিনের প্রায় ১১ ঘণ্টা বসে কাটান তাহলে আপনার আগামী ৩ বছরের মধ্যে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রায় ৫০%।

* বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে।

* একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে।

* মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।

*ডানহাতি মানুষেরা খাবার চিবোনোর সময় ডান চোয়াল ব্যবহার করেন।

*অ্যালবার্ট আইনস্টাইনের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

* পৃথিবীতে এতো বেশি প্রজাতির আপেল রয়েছে যে, আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির ১ টি করে আপেল খান তারপরও সবপ্রজাতির আপেল খেতে আপনার ২০ বছর সময় লাগবে।

* আপনি খাবার ছাড়া প্রায় ৪ সপ্তাহ অর্থাৎ ২৮ দিন বেঁচে থাকতে পারলেও ১১ দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য।

* যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

* ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

*মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যতো তথ্য রয়েছে তার ৫ গুণ তথ্য ধারণ ধারণ ক্ষমতা রাখে।

*আমাদের দেহ ৩০ মিনিটে যতোটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফুটানো সম্ভব।

*আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম।

*মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার। তাই সুন্দর জুতো পড়ুন। কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন।

_ Madinah 🇸🇦❤️‍🩹
26/09/2025

_ Madinah 🇸🇦❤️‍🩹

"১৯ শতকে কেমন ছিল পার্বত্য চট্টগ্রাম" 💙ছবিগুলো সাদাকালো থেকে কালারাইজড করা।রাংঙ্গামাটির রাজবাড়ী সহ পার্বত্য চট্টগ্রাম। ©...
25/09/2025

"১৯ শতকে কেমন ছিল পার্বত্য চট্টগ্রাম" 💙
ছবিগুলো সাদাকালো থেকে কালারাইজড করা।
রাংঙ্গামাটির রাজবাড়ী সহ পার্বত্য চট্টগ্রাম।

© Joy Ake -জয় আঁকে

আমার ওই বন্ধু অনেক বড় গার্মেন্টস দিছিলো , আগুনে পুইড়া গেছে । এখন সে জেলে আছে । ৩২ বছর আগে আমি আর আমার বন্ধু মিল্লা একটা ...
18/09/2025

আমার ওই বন্ধু অনেক বড় গার্মেন্টস দিছিলো , আগুনে পুইড়া গেছে । এখন সে জেলে আছে ।
৩২ বছর আগে আমি আর আমার বন্ধু মিল্লা একটা কাপড়ের ব্যবসা দেই । ব্যাবসার টাকা আব্বার কাছ থেইকা নিছিলাম । ৭০ ভাগ টাকা আমি দেই আমার বাকি ৩০ ভাগ আমার বন্ধু দেয় । আমি আমার পুরাটাই এই ব্যাবসায় দিয়া দিছিলাম । আব্বা বিশ্বাস কইরা টাকাটা দিছিলো আমারে ।
ব্যাবসা ভালই যাইতেছিলো , ২ বছর হয়া গেছিলো প্রায় । একদিন নদীর ওই পারে ৩ জন আমারে চাকু ধইরা কয়াকটা কাগজে সই করতে কয় । আমি বুইজা গেসিলাম এগুলা আমার ব্যাবসার কাগজ । কিন্তু কিছু করার ছিলো না । আমি সই কইরা দেই আর পুরা ব্যাবসা ওই বন্ধুর হইয়া যায় ।

তার দুই মাস পর আব্বা খুব অসুস্থ হইয়া পরে । আমি আমার যা আছে সব বেইচা চিকিৎসা করাই । কিন্তু একটা সময় বেচার মতো আর কিছু ছিলো না আমার হাতে । আমি খুব লজ্জা নিয়া ওই বন্ধুর কাছে গিয়া নিজের ব্যাবসার ৭০ ভাগের ২০ ভাগ চাই তার পায়ে পইরা , আব্বার কথা বইলা ।

কিন্তু সে আমারে দেয় নাই । আমার যাওয়াটা মনে হয় বোকামি ছিলো, কিন্তু আমার করার কিছু ছিলো না। যে বন্ধু আমার বাসায় আসতো ,যে বন্ধুরে আব্বা পছন্দ করতো সেই বন্ধু সেদিন আব্বার জন্য টাকা দেয় নাই। দুনিয়া কতটা আগুনের মত ভয়ানক তা সেদিন বুঝছি । আব্বা মারা যায় ।

তারপর আমি কষ্ট কইরা সেলাই মেশিন কিনা রাস্তায় বসি । এর পর থেইকা আমি ঠিক করছি সারাজীবন এমন সহজ ভাবেই জীবন কাটামু আমার । বেশি দরকার নাই ,সারাদিন রাস্তায় বইসা যা আসে তাই দিয়া হয়া যায় আমার ।

ওই বন্ধু অনেক বড় গার্মেন্টস দিছিলো , আগুনে পুইরা গেছে । এখন সে জেলে। কথাগুলো কলিজায় আঘাত করলো।🥲

পৃথিবীর মানুষ কত স্বার্থপর তারচেয়ে বড় স্বার্থপর আমাদের আপন মানুষগুলো। যে ঠকায় সে ও ঠকে দুইদিন আগে আর পরে।

সংগৃহীত

দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে.গাড়ির ভাড়া শেষ হয়ে যাওয়ায় ...
02/09/2025

দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে.

গাড়ির ভাড়া শেষ হয়ে যাওয়ায় বরইতলী একতা বাজার নামিয়ে দেয়

পরে বাজারের মানুষ থেকে গাড়ির ভাড়া কালেকশন করে ও ময়লাযুক্ত পোষাক চেঞ্জ করে তার জন্মভূমিতে পৌছানোর জন্য সহযোগিতা করা হয়।

লোকটির কোনো ছেলেমেয়ে নাই, সে এখনো অবিবাহিত। তার বয়স ৩০ বছর হওয়া অবস্থায় সে কারাগারে গিয়েছিলেন।
তার সামান্য একটি ভুলের জন্য তার জীবন যৌবন সব শেষ তাই সবাইকে দরকার বুঝে শুনে কাজ করা এবং আল্লাহ এই ব্যক্তিটিকে হেদায়েত দান করুক তার বাকি জীবন সে জন্য ভালোমতো করে কাটাতে পারে এটাই দোয়া করছি

20/08/2025

Celebrating my 13th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

05/08/2025

পুরুষের সর্বশেষ স্কুল হলো তার স্ত্রী ।
এরপর তার আর কোন জ্ঞানের প্রয়োজন হয় না,
এবং পূর্বের অর্জিত জ্ঞানও
কোন কাজে লাগে না !🙂

Address

Doha
00974

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashraful Islam:

Share

Category