
02/09/2025
দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে.
গাড়ির ভাড়া শেষ হয়ে যাওয়ায় বরইতলী একতা বাজার নামিয়ে দেয়
পরে বাজারের মানুষ থেকে গাড়ির ভাড়া কালেকশন করে ও ময়লাযুক্ত পোষাক চেঞ্জ করে তার জন্মভূমিতে পৌছানোর জন্য সহযোগিতা করা হয়।
লোকটির কোনো ছেলেমেয়ে নাই, সে এখনো অবিবাহিত। তার বয়স ৩০ বছর হওয়া অবস্থায় সে কারাগারে গিয়েছিলেন।
তার সামান্য একটি ভুলের জন্য তার জীবন যৌবন সব শেষ তাই সবাইকে দরকার বুঝে শুনে কাজ করা এবং আল্লাহ এই ব্যক্তিটিকে হেদায়েত দান করুক তার বাকি জীবন সে জন্য ভালোমতো করে কাটাতে পারে এটাই দোয়া করছি