Ashraful Islam

Ashraful Islam ✔ Verified Official©Page Official® ✔Verified by Facebook ۩ █║▌│█│║▌║││█║▌│║▌۩ ©ORIGINAL verified PAGE®08.14.2012. Love My Country

দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে.গাড়ির ভাড়া শেষ হয়ে যাওয়ায় ...
02/09/2025

দীর্ঘ ৩৯ বছর পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড় পেয়ে নিজ জন্মভূমি সেন্টমার্টিন যাওয়ার পথে.

গাড়ির ভাড়া শেষ হয়ে যাওয়ায় বরইতলী একতা বাজার নামিয়ে দেয়

পরে বাজারের মানুষ থেকে গাড়ির ভাড়া কালেকশন করে ও ময়লাযুক্ত পোষাক চেঞ্জ করে তার জন্মভূমিতে পৌছানোর জন্য সহযোগিতা করা হয়।

লোকটির কোনো ছেলেমেয়ে নাই, সে এখনো অবিবাহিত। তার বয়স ৩০ বছর হওয়া অবস্থায় সে কারাগারে গিয়েছিলেন।
তার সামান্য একটি ভুলের জন্য তার জীবন যৌবন সব শেষ তাই সবাইকে দরকার বুঝে শুনে কাজ করা এবং আল্লাহ এই ব্যক্তিটিকে হেদায়েত দান করুক তার বাকি জীবন সে জন্য ভালোমতো করে কাটাতে পারে এটাই দোয়া করছি

20/08/2025

Celebrating my 13th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

05/08/2025

পুরুষের সর্বশেষ স্কুল হলো তার স্ত্রী ।
এরপর তার আর কোন জ্ঞানের প্রয়োজন হয় না,
এবং পূর্বের অর্জিত জ্ঞানও
কোন কাজে লাগে না !🙂

04/08/2025

নিউইয়র্ক আমেরিকায় এন সিপি আর আওয়ামী লীগের মারামারি , এই প্রথম আমেরিকায় দুইটি বাংলাদেশী রাজনৈতিক দলের মারামারি হল এবং আওয়ামী লীগের পক্ষ কে দৌড়ানি দিয়ে মারা হলো ,
এভাবে করে বাংলাদেশের ইজ্জত সম্মান নষ্ট করার কোন মানে হয় না , আপনাদের সবার মতামত আশা করছি ব্যাপারটা কি ঠিক হলো নাকি না ?

Bangladesh embassy  qatar notice
03/08/2025

Bangladesh embassy qatar notice

30/07/2025

Light driver need
tomorrow morning at 10am for interview.
Company Name: - Select transportation solution (NBK) Gate no. 13
1st Floor
Contact No. 5565 2280
Salary: 2,200.00 QR.+ Overtime
Basic 1,500 Qr.
House 400 Qr.
Food 300 Qr.
Trans. – Company provided
8 Hours duty 1 hour break – total 9 hour & Friday Off
(Note: - Don't give anyone any money, we don't have any agents or brokers)

মানুষ সহজ সরল হয় মানলাম! তাই বলে এতো সহজ সরল? রাজবাড়ীতে শান্ত নামে একজন বিয়ে করছে সামিয়া নামের একজনকে কিন্তু দেড় মাস দা...
27/07/2025

মানুষ সহজ সরল হয় মানলাম! তাই বলে এতো সহজ সরল? রাজবাড়ীতে শান্ত নামে একজন বিয়ে করছে সামিয়া নামের একজনকে কিন্তু দেড় মাস দাম্পত্য জীবনের পর বুঝতে পারে তার বউ আসলে একজন পুরুষ৷ নাম হলো শাহিনুর৷

ভাই তুই কেমন বেডা! দেড় মাস একলগে থাকার পরেও বুঝলি না কোনডা বেডা কোনডা বেডি!
😁😁😁
[এইটা থেকে প্রমাণিত হয় বাঙালি অনেক সহজ সরল প্রাণী সহজে তাদেরকে বোকা বানানো যায় ভাইটির জন্য সমবেদনা রইল]

জুনায়েদ আহমেদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখ...
24/07/2025

জুনায়েদ আহমেদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

@ রাজনীতি বড়ই কুটিল খেলা!
Collected

Address

Doha
00974

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashraful Islam:

Share

Category