05/12/2025
সতর্কতা বার্তা | Warning Notice
DPC Power (Dipon) নামে পরিচিত একজন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সম্প্রতি গুরুতর হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সে একজন ছেলেকে অনলাইনে হয়রানি করেছে এবং তার স্ত্রীকে নিয়ে অশালীন ও অপমানজনক মন্তব্যসহ একটি ভিডিও প্রকাশ করেছে। ইতিমধ্যেই ভুক্তভোগীর পক্ষ থেকে আইনানুগভাবে সাধারণ ডায়েরি (GD) করা হয়েছে।
তবে দুঃখজনকভাবে Dipon এধরনের অনৈতিক কর্মকাণ্ড থামাননি।
Older Brothers Team-এর পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, Dipon যদি তার আচরণ সংশোধন না করে, তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের সহায়তা নিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই পোস্টটি একটি *সতর্কতামূলক বার্তা* হিসেবে প্রকাশ করা হলো। Dipon, তোমার প্রতি এটি *শেষবারের মত সতর্কতা*—নিজেকে এখনই শুধরে নাও। এর পর তোমার বিরুদ্ধে আর কোনো অনৈতিক কার্যকলাপ প্রমাণিত হলে, আমরা Older Brothers Team-এর পক্ষ থেকে প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ গ্রহণ করবো, এবং তোমাকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে বাধ্য হবো।
সতর্ক থাকো, শালীনতা বজায় রাখো।
— Older Brothers Team