Trip With Sowrav

Trip With Sowrav Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trip With Sowrav, Digital creator, Bucharest.
(2)

ইউরোপের যেকোনো দেশে স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপ আসতে চাইলে +40726142131(Whatsapp)নাম্বারে মেসেজ দেন। রোমানিয়া, ক্রোয়েশিয়া, মেসেডোনিয়া, সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট পেতে আমরা সহযোগিতা করি।ভিসা পাওয়ার দায়িত্ব আপনার।

আর্জেন্ট দুইজন এস্কেবেটর অপারেটর  লাগবে সিঙ্গাপুর থেকে। যোগাযোগ :+40732778434(WhatsApp  only)
11/07/2025

আর্জেন্ট দুইজন এস্কেবেটর অপারেটর লাগবে সিঙ্গাপুর থেকে। যোগাযোগ :+40732778434(WhatsApp only)

11/07/2025

সবাই সুযোগে সৎ ব্যাবহার করতে চায়। সুযোগ করে দিলে ভরে দেয় এই আরকি 😄

11/07/2025

স্বপ্ন এমন হতে হবে যেটা বাস্তবায়ন করা যাবে। আমি ব্যাবসা শিক্ষায় পড়াশোনা করে রকেট বানানোর চিন্তা করলে হবেনা।নিজের সাথে সামঞ্জস্য রেখেই স্বপ্ন দেখা উচিৎ। যেটা আমার দারা সম্ভব সেটা যদি স্বপ্ন দেখি তাহলে পূরণ হবেই।

10/07/2025

মহা সমুদ্রের মাঝে যখন পরে গেছি বাঁচতে হলে
নিজেকে সাঁতার কেটে বাঁধে উঠা লাগবে। কারণ বাঁচাতে কেউ আসবেনা তাই নিজেকেই চেষ্টা করতে হবে।

10/07/2025

এসএসসি পরীক্ষার্থীরা রেজাল্ট যা-ই হোক না কেন, মনে রাখবা একদিন সবারই বিয়ে হবে। তাই হতাশ হয়ে লাভ নাই✌️✌️

10/07/2025

বাচ্চারা তোমরা যারা আজকে এসএসসি পরীক্ষায় কম নাম্বার পেয়ে মন খারাপ করে বসে আছো চিন্তা করো না একবার বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে তাকাও! প্রতি ম্যাচে উনারা কম রান করেও কত সুন্দর বাড়ি গাড়ির মালিক!
তাই মনোবল ঠিক রেখো ✊! কম কিছু করে যদি বেশি কিছু পাওয়া যায় তাহলে কমই ভালো 😁🥱!

10/07/2025

মূলত পজিশন দেখেই সম্পর্ক হয়......আপনি ভালো পজিশনে আছেন তো সবাই আপনাকে খুঁজবে।

পাসপোর্ট আর ছবি থাকলেই আবেদন করতে পারেন রোমানিয়া তে। সিংগাপুর,  কুয়েত,  কাতার আর ওমান থেকে আবেদন করুন আর ভিসা নেন ✌️🇷🇴💜 ...
10/07/2025

পাসপোর্ট আর ছবি থাকলেই আবেদন করতে পারেন রোমানিয়া তে।
সিংগাপুর, কুয়েত, কাতার আর ওমান থেকে আবেদন করুন আর ভিসা নেন ✌️🇷🇴💜 আমাদের ভ্যাকেন্সি :
ফ্যাক্টরি, কন্সট্রাকশন, ইলেক্টিশিয়ান, ৪০০ জন।
হোটেল, রেস্টুরেন্টের ১২০-১৫০ জন।
শুধু কন্সট্রাকশন ২২০ জন।
সময় গেলে সাধন হবেনা। সুযোগ থাকতে কাজে লাগান।
যোগাযোগ: +40732778434 ( WhatsApp)

ও ভাইরে ভাই...  মামুন ভাইয়ের ভিসা আইছে... মাসুদ ভাইয়ে ও পাইছে,  শুধু পাই ন যারা দে ন রে ভাই। সিংগাপুর থেকে ভিসার খেলা শু...
10/07/2025

ও ভাইরে ভাই... মামুন ভাইয়ের ভিসা আইছে... মাসুদ ভাইয়ে ও পাইছে, শুধু পাই ন যারা দে ন রে ভাই। সিংগাপুর থেকে ভিসার খেলা শুরু 💜✌️💜🇷🇴💜 ফাইল দেন ভিসা নেন 🇷🇴✌️🇷🇴
মামুন ভাই ভিসা পাইয়া গেলো 🇷🇴✌️💜
যোগাযোগ: +40732778434 ( WhatsApp)

09/07/2025

পারমিট আসতেছে কিন্তু নানান কারণে পারমিট ক্যান্সেল হচ্ছে। এইযে আজকে আমাদের নেপালী কিছু ফাইলের সাবমিশন ছিলো অথচ নানান কারণে ফাইল গুলা ক্যান্সেল হচ্ছে। এছাড়াও গত সপ্তাহে ৪৫+ ক্যান্সেল হলো কোম্পানি ডকুমেন্টস না দেওয়ায়। এই যে এতো এতো ক্যান্সেল সব গুলার টাকা লয়ার নিয়ে নিয়েছে। আর সব লস কিন্তু আমারই কেউই এর ভাগ নিবেনা। ২-৩ বার রিজেক্ট হলেও আমি কাজ গুলা উঠায় দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় নানান কারণে হয়না। ফাইল ক্যান্সেল হলে কি পরিমাণ স্ট্রেস নেওয়া লাগে সেটা জানেন না। দিন নাই রাত নাই অনলাইনে থাকা লাগে কারণ যেকোনো সময় আপডেট আসতে পারে। কিন্তু এতো চেষ্টার করার পরেও মানুষ আমাদের টাকা আটকে রাখে যেটা আমাদের বাড়তি চাপের মধ্যে আরো একটা চাপ। আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করি। কাজ না হলে আমাদের লস হয় এর ভাগ আপনারা নেন না। এই যে রিজেক্ট হচ্ছে সব মিলে খুবই স্ট্রেস নেওয়া লাগতেছে।

09/07/2025

আগামী আরো ৫ বছর রোমানিয়া ভিসা দিবে। ২০২০-২০৩০ সাল পর্যন্ত ১০ লাখ লোক আনার কথা ছিলো। তাই আশা করা যায় আগামী ৫ বছর রোমানিয়া ভিসা দিবে। তাই যারা কুয়েত, সিংগাপুর, ওমান, কাতারে আছেন তারা এখনই সুযোগ টা লুফে নেন। পরবর্তীতে কি হবে কেউই জানেনা। এখন ভিসা রেশিও যেহেতু ৯৯% তাই এখনই সুযোগ। সুযোগ বারবার আসেনা। একসময় বাংলাদেশ আর মালেশিয়া থেকে ১০০% ভিসা দিতো আর এখন ৩০% ও দেয়না। তাই সুযোগ থাকতে কাজে লাগান। আর আমাদের মাধ্যমে আসলে আমাদের মেসেজ দিতে পারেন। +40732778434 ( WhatsApp)

09/07/2025

মালেশিয়া থেকে সুন্দরভাবে এক ভাই রোমানিয়া পৌঁছালেন।

Address

Bucharest

Alerts

Be the first to know and let us send you an email when Trip With Sowrav posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share