Trip With Sowrav

Trip With Sowrav Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trip With Sowrav, Digital creator, Bucharest.
(2)

ইউরোপের যেকোনো দেশে স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপ আসতে চাইলে +40732778434(Whatsapp)নাম্বারে মেসেজ দেন। রোমানিয়া, ক্রোয়েশিয়া, মেসেডোনিয়া, সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট পেতে আমরা সহযোগিতা করি।ভিসা পাওয়ার দায়িত্ব আপনার।

🇷🇸 সার্বিয়া 🇷🇸 সে তো এক স্বপ্ন পূরণের নাম.....কেউ সফলতায় ভেসে যাচ্ছে আর আর কেউ ব্যর্থতায় ডুবে যাচ্ছে। 😇সবারই ভালো সময় আস...
05/11/2025

🇷🇸 সার্বিয়া 🇷🇸 সে তো এক স্বপ্ন পূরণের নাম.....
কেউ সফলতায় ভেসে যাচ্ছে আর আর কেউ ব্যর্থতায় ডুবে যাচ্ছে।
😇সবারই ভালো সময় আসবে কেননা খারাপ সময় বেশিদিন থাকেনা ❤️🇷🇸

যার যোগ্যতা যতো কম, তার খোঁচা মারার দক্ষতা ততো বেশি!😇লোকেশন: বেলগ্রেড , 🇷🇸 সার্বিয়া।
05/11/2025

যার যোগ্যতা যতো কম, তার খোঁচা মারার দক্ষতা ততো বেশি!😇
লোকেশন: বেলগ্রেড , 🇷🇸 সার্বিয়া।

04/11/2025

কষ্ট মানুষকে বদলে দেয় , চুপ করিয়ে দেয়💔😅

04/11/2025

সহজে পেলে মানুষ হিরাকেও কয়লা ভাবে 😅💔

🇹🇩🇪🇺ইউরোপের দরজা এখনো খোলা, সময় থাকতে আবেদন করুন। ✅ ২০২০ সাল থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমান লোক কাজের ভিসা নিয়ে রোমানি...
04/11/2025

🇹🇩🇪🇺ইউরোপের দরজা এখনো খোলা, সময় থাকতে আবেদন করুন।

✅ ২০২০ সাল থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমান লোক কাজের ভিসা নিয়ে রোমানিয়াতে এসেছে।

🇹🇩 রোমানিয়ার জন্য ২০২৬ সালের কোটায় আমরা বাংলাদেশ , কুয়েত, ওমান , মালেশিয়া , সিংগাপুর , সাউথ আফ্রিকা , নেপাল , ইন্ডিয়া থেকে ফাইল নিবো।

🫵👉 আপনি কোন দেশ থেকে আবেদন করতে চান..?? কমেন্ট করুন।

04/11/2025

আমরা ইতিমধ্যে ৫ জন এজেন্ট/এজেন্সিকে বয়কট করেছি। কেনো করেছি জানেন...? তাদের ব্যাবহার, আচার-আচরণ এবং তাদের ভাব সাবের এর জন্য।আমরা বয়কট করে কি বা**ল ছিড়বো তাদের? কিছুই করতে পারবোনা কিন্তু অন্তত তাদের দ্বারা হয়রানি হবোনা। আপনি যখন বিজনেস করবেন আপনার লাভের পাশাপাশি লস হওয়ার কথাও মাথায় রাখতে হবে। কিন্তু না তারা শুধু লাভের বেলায় আছে কিন্তু কোনো লস তারা নিবেনা। তারা সব কিছু মেইন এজেন্ট এর ঘাড়ে চাপিয়ে গলা টিপে নিবে। তাদের স্বার্থের জন্য তারা আপনার উপর আংগুল তুলতেও ২ সেকেন্ড ভাববেনা। তারা অন্য জায়গায় ৬,০০০ ইউরো রেটে পারমিট কিনে কিন্তু আমাদের ৩,৫০০-৪,০০০ দিতে পারেনা। তাদের ভাষ্যমতে, তারা ৬,০০০ দিয়ে কিনে কিন্তু সেখানে ফুল টাকা ব্যাক পায় ভিসা না হলে 🤣 আর আমাদের দিয়ে কিনলে আমরা পারমিট এর জন্য কেটে নিই। কিন্তু তারা সেইম পলিসিতে আমাদের ফাইল দিবেনা। মানে ৬,০০০ কিংবা ৫,৫০০ তেও আমাদের ফাইল দিবেনা এই হলো তাদের অবস্থা। তারা আপনার সাথে কাজ করার জন্য আমাকে সুধে আপনার পা চাটবে আবার আমাকে কাজ দেওয়ার জন্য আপনাকে সুধে আমার পা চাটবে। এরা খুবই ভয়ংকর লেভেলের হয়। নাম প্রকাশ করবোনা তবে তারা আমাদের ছাড়া কতখানি আগাতে পারে আগায় যাক।

04/11/2025

🇹🇩 রোমানিয়ার 🇹🇩
২৫ টা Work Permit Received.

👨‍👩‍👦‍👦পরিবারের চোখে যেনো না থাকে কোনো জল, তাইতো হাসি মুখে বই কঠিন পথের সম্বল।শরীরে যতোই থাক, পরিশ্রমের ক্লান্তি, আশা এক...
03/11/2025

👨‍👩‍👦‍👦পরিবারের চোখে যেনো না থাকে কোনো জল, তাইতো হাসি মুখে বই কঠিন পথের সম্বল।

শরীরে যতোই থাক, পরিশ্রমের ক্লান্তি, আশা একটাই, যেনো আসে সবার শান্তি। 🥹👷‍♂️!!

বুক পকেটে শত চাপ, তবু থাকি অটল, এই কঠিন পথ চলাই তো, প্রবাসীর সম্বল।💔😇🍁🍁

ছবি: কালেক্টটেড।

03/11/2025

Again Racism in Romania🇹🇩 What's going on...? A few days ago one Bangladeshi courier man was beaten by a Romanian. And the police arrested him immediately. And now just a month later again.

⚠️সাবধান: ইতালির 'ক্লিক ডে' - সম্ভাব্য প্রতারণার ফাঁদ ⚠️ইউরোপের অন্যান্য গন্তব্যের তুলনায়  🇮🇹ইতালিকে কেন্দ্র করে ভিসা ব...
02/11/2025

⚠️সাবধান: ইতালির 'ক্লিক ডে' - সম্ভাব্য প্রতারণার ফাঁদ ⚠️

ইউরোপের অন্যান্য গন্তব্যের তুলনায় 🇮🇹ইতালিকে কেন্দ্র করে ভিসা বা ওয়ার্ক পারমিটের প্রতারণা তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষ করে তথাকথিত 'ক্লিক ডে'-এর সময়, যখন কাজের আবেদনের সুযোগ আসে, তখন প্রতারণার ঘটনা চরমে পৌঁছায়।

💡 মূল সতর্কতা:

রিসিভুতার উপর অন্ধ বিশ্বাস নয়: একটি 'রিসিভুতা' (আবেদন জমা দেওয়ার প্রমাণপত্র) দেখেই আবেগে লাখ টাকা লেনদেন করা থেকে বিরত থাকুন।এই ধরনের প্রমাণপত্র সহজেই এডিট করা সম্ভব, এমনকি বাজারের সাধারণ কম্পিউটার দোকান থেকেও তা করা যেতে পারে। 'রিসিভুতা' যাচাই করার বা এর সত্যতা প্রমাণের সুযোগ প্রায় নেই বললেই চলে।

আর্থিক লেনদেনে চরম সতর্কতা: টাকা লেনদেনের আগে শতভাগ নিশ্চিত হন।

নির্ভরযোগ্যতা যাচাই করুন: ইউরোপের স্বপ্ন পূরণের জন্য কেবলমাত্র নিজের একান্ত বিশ্বস্ত আত্মীয় বা অত্যন্ত নির্ভরযোগ্য এবং প্রমাণিত মানুষের মাধ্যমে চেষ্টা করুন। অপরিচয় বা অল্প পরিচিত কারও মাধ্যমে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে লেনদেন করা বা পদক্ষেপ নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আবেগ নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন:🇮🇹 ইতালিতে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বা আবেগ যেন আপনার বিবেককে ঢেকে না দেয়। এই পথটি আর্থিক প্রতারণার 'মরণ ফাঁদ' হতে পারে। প্রতারণা থেকে বাঁচতে ধৈর্য ও সতর্কতা অপরিহার্য।

উপসংহার: ইতালির এই প্রক্রিয়াটি অনেকের জন্য একটি মরণ ফাঁদ হিসেবে প্রমাণিত হয়েছে। তাই, স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে নিজের কষ্টার্জিত অর্থ যেন প্রতারকদের হাতে না পড়ে, সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিন।

সহজে ইউরোপের সেঞ্জেনে ঢুকার প্রলোভনে নিচের দেশে ঢুকে যাবেন না:১) রাশিয়া ২) বেলারুশ ৩) ইউক্রেন ৪) মলদোভা ৫) তুর্কি / তুর্...
02/11/2025

সহজে ইউরোপের সেঞ্জেনে ঢুকার প্রলোভনে নিচের দেশে ঢুকে যাবেন না:

১) রাশিয়া
২) বেলারুশ
৩) ইউক্রেন
৪) মলদোভা
৫) তুর্কি / তুর্কি সাইপ্রাস
৬) তিউনিসিয়া
এবং
৭) মরোক্কো।
ইউরোপের সেঞ্জেন দেশে ঢুকতে হলে আপনাকে ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। অনেক ভালো কনসালটেন্ট আছে যারা ইউরোপ নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। উপরের দেশে আসলে আপনি ইউরোপ ঢুকতে পারবেন এই ধারণা নিয়ে আগাবেন না। এইটা A Cup of Tea না যে আসলেন আর আপনি ইউরোপে ঢুকে গেলেন। এছাড়া লিবিয়া দিয়ে ইউরোপ আসার চেষ্টা ভুলেও করবেন না। দেশের রেপুটেশন এর পাশাপাশি আপনার জীবনের ঝুঁকি তো আছেই।

আগামী বছর দেড় লক্ষ বিদেশী কর্মী নিয়োগ দিতে যাচ্ছে ইউরোপের সেঞ্জেন দেশ রোমানিয়া। রোমানিয়ায় পার্লামেন্টে এক আলোচনায় লেবর ম...
02/11/2025

আগামী বছর দেড় লক্ষ বিদেশী কর্মী নিয়োগ দিতে যাচ্ছে ইউরোপের সেঞ্জেন দেশ রোমানিয়া।
রোমানিয়ায় পার্লামেন্টে এক আলোচনায় লেবর মিনিস্ট্রি বলেন আগামী বছর ১ লক্ষ কোটা থেকে কমিয়ে ৯০ হাজারে আনার প্রস্তাব রাখেন। কারণ ইকোনোমিস্টদের মতে ইকোনমিক ক্রাইসিস এর ফলে অনেক রোমানিয়ান জব হারাবেন আর সে জন্য ১ লাখ থেকে ১০ হাজার কমিয়ে ৯০ হাজার আনার ঘোষণা দিতে পারেন। তবে এতে কোম্পানির মালিকরা দ্বিমত পোষণ করেন এবং তারা ১ লক্ষ কোটা বাড়িয়ে দেড় লক্ষ কোটা করার জন্য অনুরোধ করেন। তবে এইটা পুরোপুরি জানা যাবে ডিসেম্বর এর শেষে কিংবা জানুয়ারি শুরুতে।
যারা কুয়েত , মালেশিয়া , কিংবা ওমানে আছেন তাদের জন্য বড় সুযোগ তবে বাংলাদেশ থেকেও পথ খুলতে পারে খুব শিগগিরই।

Address

Bucharest
051188

Alerts

Be the first to know and let us send you an email when Trip With Sowrav posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share