বাংলার সৈনিক পেজ シ︎

বাংলার সৈনিক পেজ シ︎ 🇧🇩 BANGLADESHI ARMY ⚔️🪖🪖
(2)

শখের চাকরি এত সহজ না 😅 বাস্তবতা অনেক কঠিন 🙂
25/08/2025

শখের চাকরি এত সহজ না 😅
বাস্তবতা অনেক কঠিন 🙂

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
24/07/2025

বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিতবাংলাদেশ বিমান বাহিনীর ১টি এফটি-৭ বিজিআই যুদ্ধ বিমান নিয়...
22/07/2025

ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর ১টি এফটি-৭ বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষনের অংশ হিসেবে গত ২১ জুলাই ২০২৫, সোমবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দূর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভবপর হয়ে উঠেনি এবং দূর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধস্ত হয়। এই আকস্মিক দূর্ঘটনায় আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ এ্যাম্বুলেন্স এর সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক সর্বাত্মক প্রচেষ্টার পর উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৭ বছর ০৮ মাস ১৩ দিন। মৃত্যুকালে তিনি বাবা-মা ও স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ড-এ অদ্য ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও সহকারী নৌবাহিনী প্রধান (পরিচালন) মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়াও ফিউনারেল প্যারেডে সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা, ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম এর পরিবারের সদস্যগণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ফিউনারেল প্যারেড শেষে ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম -কে রাজশাহী জেলায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবাররের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম, জিডি (পি) ০৯ নভেম্বর ১৯৯৭ সালে রাজশাহী জেলার বোয়লিয়া থানাধীন সপুরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ তহুরুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ সালেহা খাতুন। তিনি ২০১৪ সালে পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি, ২০১৬ সালে একই কলেজ থেকে এইচএসসি তে সফলতার সাথে উত্তীর্ন হন এবং ২০২০ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে বিএসসি (এ্যারোনটিক্স) ডিগ্রি অর্জন করেন। ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম ২২ ডিসেম্বর ২০১৬ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং ০১ ডিসেম্বর ২০১৯ তারিখে জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন। তার মোট কমিশন চাকুরীকাল ০৫ বছর ০৭ মাস ২১ দিন। তিনি চাকুরীকালীন সময়ে বিমান বাহিনীর বিভিন্ন ফ্লাইং স্কোয়াড্রন যেমন: ১৫ স্কোয়াড্রন-এ স্কোয়াড্রন পাইলট এবং ৩৫ স্কোয়াড্রন-এ স্কোয়াড্রন পাইলট ও এ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

চাকুরিকালীন সময়ে কর্মকর্তা দেশে-বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রন হতে বেসিক ফ্লাইং ট্রেনিং, ১৫ স্কোয়াড্রন হতে বেসিক জেট এন্ড ফাইটার কনভার্সন কোর্স, এ্যারো মেডিক্যাল ইনস্টিটিউট হতে ফিজিওলজিক্যাল ট্রেনিং অফিসার কোর্স ও ফিজিওলজিক্যাল ইনডকট্রিনেশন কোর্স, স্কুল অব সিকিউরিটি এন্ড ইন্টেলিজেন্স হতে অফিসার্স বেসিক এয়ার ইন্টেলিজেন্স কোর্স, ৩৫ স্কোয়াড্রন হতে অপস কনভার্সন কোর্স, বগুড়া র‌্যাডার ইউনিট হতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোর্স, স্কুল অব ফিজিক্যাল ফিটনেস হতে ওয়াটারম্যানশীপ কোর্স ও বিমান বাহিনী একাডেমি হতে পটেনশিয়াল ফ্লাইট কমান্ডার কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। এছাড়াও তিনি ভারত হতে অপারেশনাল ট্রেনিং ইন এ্যারোস্পেস মেডিসিন (ফাইটার) কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন।

😢😢
22/07/2025

😢😢

এইরকম একটা পাইলট তৈরি হতে কতটা পথ পাড়ি দিতে হয়, সেটা আমরা শুধু কল্পনা করতে পারি।প্রশিক্ষণের কঠিন বছর, অজস্র ঘাম ঝরানো দি...
22/07/2025

এইরকম একটা পাইলট তৈরি হতে কতটা পথ পাড়ি দিতে হয়, সেটা আমরা শুধু কল্পনা করতে পারি।

প্রশিক্ষণের কঠিন বছর, অজস্র ঘাম ঝরানো দিন, নির্ঘুম রাত আর আত্মত্যাগের প্রস্তুতি—এই সবকিছু মিলেই তৈরি হয় একজন যুদ্ধবিমান চালক। সেই দীর্ঘ পথ পেরিয়ে, এই মাটি থেকে উঠে একজন হয়ে ওঠেন আকাশের সাহসী সেনানী।

আজ সেই ২০ বছরের উড়ন্ত কফিনে আরেকটি নক্ষত্র নিভে গেল।
দেশ হারালো তার এক অতুলনীয় গর্ব।

চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।
নিজেকে বাঁচানো ছিল সম্ভব।
কিন্তু তিনি জানতেন—নিচে স্কুল, শত শত শিশু।

শেষ মুহূর্তেও ভাবলেন না নিজের কথা,
চেয়েছিলেন শুধু বিমানটিকে সরিয়ে নিতে।
নিরীহ প্রাণগুলো যেন বাঁচে।

তিনি লড়েছেন।
জীবন দিয়ে গেছেন।
দেশের জন্য, ভবিষ্যতের জন্য,
আমাদের জন্য।

স্যালুট, বীর পাইলট।
আপনার আত্মত্যাগ ইতিহাস হয়ে থাকবে,
মাটির বুক জুড়ে থাকবে শ্রদ্ধার চিহ্ন। 21-07-2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
22/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট।

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য।

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

Address

Magura

Website

https://youtube.com/@jihadeditz5515, http://t.me/J_ihad92, http

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার সৈনিক পেজ シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share