04/10/2025
ব্যর্থতা কি সত্যিই শেষ? নাকি সাফল্যের শুরু? 🫴
জীবনে যত বড় সাফল্যের গল্পই হোক, তার পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ব্যর্থতা।
যারা প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, তারাই শেষ পর্যন্ত পৌঁছায় সফলতার শিখরে✌️
❝অবশ্যই অবশ্যই সেই ব্যাক্তিই সফলতার খুব কাছে, যিনি বারংবার হেরে যাওয়াকে সাদরে আলিঙ্গন করেন।❞💪