22/08/2024
দেশের মানুষ তাদের ফোকাস পয়েন্ট ঠিক করতে শিখে গেছে। দেশের সংকটে সবাই এক হয়ে সেই সংকটের প্রতিকার/প্রতিরোধ করার জন্যই লড়ছে।
মানুষের যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ অন্যান্য জেলার বন্যা দুর্গত মানুষদের জন্য। টিএসসি এলাকায় সকাল থেকে ত্রাণ তোলা হয়েছে। সমস্ত অর্গানাইজেশন এগিয়ে এসেছে। ব্যক্তি উদ্যোগে টিম করে করে মানুষ সাহায্যের জন্য যাচ্ছে। আস সুন্নাহ ফাউন্ডেশন সহ ইসলামী স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কাজ করছে। বেশ কিছু মন্দির তাদের দুর্গা উৎসবের টাকা বন্যার্তদের জন্য দান করেছে, এমনকি মন্দির থেকে আস সুন্নাহ ফাউন্ডেশনে টাকা ডোনেট করা হয়েছে।
বুয়েটিয়ানদের যতগুলো ফাউন্ডেশন আছে অঙ্কুর, বিন, সংযোগ, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, হেল্প বুয়েটিয়ান সবাই কাজ করছে। ব্যাচভিত্তিক বুয়েট থেকে টিম করে কাজ চলছে, এলাম্নাইদের কিছু টিম কাজ করছে। ইতিমধ্যে কিছু রেস্কিউ টিম ত্রাণসহ স্পটে কাজ করছে।
সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, প্রশাসন, রাজনৈতিক, অরাজনৈতিক সকল দল ঝাঁপিয়ে পড়েছে। কেউ কারো আশায় বসে নেই। কেউ ভাবছে না তারা হিন্দু না মুসলিম। এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমাদের বাংলাদেশ আমরাই গড়বো।