Momin.EU

Momin.EU -"আসসালামু আলাইকুম"-
আমার ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, িয়ে সাথে থাকুন ধন্যবাদ

13/05/2025
31/08/2024

হে রাজত্বের মালিক আল্লাহ! তুমি যাকে চাও রাজত্ব দাও, আবার যার কাছ থেকে চাও রাজত্ব ছিনিয়ে নাও; যাকে চাও সম্মানিত করো, আবার যাকে চাও লাঞ্ছিত কর। তোমার হাতেই সকল কল্যাণ। নিশ্চই তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। [আল-ইমরান : ২৬]

30/08/2024

রাষ্ট্র সংস্কারে করণীয় নির্ধারণে গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্র নেতৃবৃন্দের প্রতিনিধি সভা।

আমি আজও একজনকে ভালোবাসি
29/08/2024

আমি আজও একজনকে ভালোবাসি

 #সেই স্বাদের মাছ বালিয়া মাছ টমেটো
28/08/2024

#সেই স্বাদের মাছ বালিয়া মাছ টমেটো

22/08/2024

আপনারা কি ভাবে দেখতেছেন জানিনা।
আমি চোখের সামনে একটা দেশকে বদলে যাইতে দেখতেছি!

আমি কোনদিন ভাবতেও পারিনাই বাংলাদেশে,
ম্যাট্রিকে ফেইল করা / কোন রকমে পাশ করা, চাকরি বাকরি নিয়ে মাথা না ঘামানো, একটা অদ্ভুত সাহসী মেয়ে পুলিশের গুলির সামনে মাথা উচু করে দাড়ায়া বলবে কোটায় আমার কিছু যায় আসেনা, কোটা দিয়ে আমি করমু, কিন্তু ওরা আমার ভাইরে মারলো কেন এই জবাব দিতে হবে!

কোনদিন ভাবিনাই কোন একদিন এই দেশে,
পুরা শহরের সবাই মিলে হৈ রৈ করে রাত জেগে ডাকাত ধরতে বইসা থাকবে! কারো বাসায় ডাকাত পরলে সবাই মিলে এইভাবে ছুইটা যাবে!

ফেনীর বন্যার কথা শুনে ক্লাস ফাইভের বাচ্চাটাও তার জমানো টাকা বের করে দিবে সাহায্য করার জন্য! যার যা আছে, তা নিয়েই দৌড়ে যাবে বন্যা আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য!

আমি বাংলাদেশকে কোনদিন
এইরকম শক্ত, ত্যাগী, যে কোন প্রয়োজনে মানুষের পাশে দাড়ানোর জন্য প্রস্তুত এইরকম ভয়ংকর ইউনাইটেড দেখিনাই!

কোথায় যেন একটা ভয় কেটে গেছে মানুষের।
সত্য ইমোশন প্রকাশ করবার একটা স্বাধীনতা যেন এসেছে মনে!

সবকিছু দেখে মনে হচ্ছে,
বহুদূর যাবে বলে প্রস্তুত হচ্ছে একটা দেশ।।

22/08/2024

দেশের মানুষ তাদের ফোকাস পয়েন্ট ঠিক করতে শিখে গেছে। দেশের সংকটে সবাই এক হয়ে সেই সংকটের প্রতিকার/প্রতিরোধ করার জন্যই লড়ছে।

মানুষের যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ অন্যান্য জেলার বন্যা দুর্গত মানুষদের জন্য। টিএসসি এলাকায় সকাল থেকে ত্রাণ তোলা হয়েছে। সমস্ত অর্গানাইজেশন এগিয়ে এসেছে। ব্যক্তি উদ্যোগে টিম করে করে মানুষ সাহায্যের জন্য যাচ্ছে। আস সুন্নাহ ফাউন্ডেশন সহ ইসলামী স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কাজ করছে। বেশ কিছু মন্দির তাদের দুর্গা উৎসবের টাকা বন্যার্তদের জন্য দান করেছে, এমনকি মন্দির থেকে আস সুন্নাহ ফাউন্ডেশনে টাকা ডোনেট করা হয়েছে।

বুয়েটিয়ানদের যতগুলো ফাউন্ডেশন আছে অঙ্কুর, বিন, সংযোগ, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, হেল্প বুয়েটিয়ান সবাই কাজ করছে। ব্যাচভিত্তিক বুয়েট থেকে টিম করে কাজ চলছে, এলাম্নাইদের কিছু টিম কাজ করছে। ইতিমধ্যে কিছু রেস্কিউ টিম ত্রাণসহ স্পটে কাজ করছে।

সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, প্রশাসন, রাজনৈতিক, অরাজনৈতিক সকল দল ঝাঁপিয়ে পড়েছে। কেউ কারো আশায় বসে নেই। কেউ ভাবছে না তারা হিন্দু না মুসলিম। এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমাদের বাংলাদেশ আমরাই গড়বো।

রাখে আল্লাহ মারে কে!! আল্লাহ বাঁচায় রাখলে কেউ মারতে পারবে না। ইনশাআল্লাহ
22/08/2024

রাখে আল্লাহ মারে কে!! আল্লাহ বাঁচায় রাখলে কেউ মারতে পারবে না। ইনশাআল্লাহ

Address

Gazipur Dhaka Bangladesh
Satu Mare

Alerts

Be the first to know and let us send you an email when Momin.EU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share