Russia days 2.0

  • Home
  • Russia days 2.0

Russia days 2.0 Bangladeshi girl living in russia.Love to share all interesting events I witness everyday around me.

স্বামীর কথা শুনুন, স্বামীর কথা অনুযায়ী চলুন। স্বামীর সাথে বিতর্ক বা দ্বিমত পোষণ করবেন না। স্বামীর যত্ন নিন, তার পরিবারের...
19/07/2025

স্বামীর কথা শুনুন, স্বামীর কথা অনুযায়ী চলুন। স্বামীর সাথে বিতর্ক বা দ্বিমত পোষণ করবেন না। স্বামীর যত্ন নিন, তার পরিবারের যত্ন নিন। স্বামীর পরিবারের যত্ন করলে যদি স্বামীর মন পাওয়া যায়, তবে তা-ই করুন। এতে অভিযোগ করবেন না। স্বামী কোনো দোষ করলে, ক্ষমা করে দিন। নিজের চাহিদা সীমিত রাখুন। তার নিকট কিছু চাইবেন না। স্বামী যতই অন্যায় করুক, তবুও তাকে কিছু বলবেন না।

মনে রাখবেন, অভিযোগ করে কাউকে বদলানো যায় না। তাই মেনে নিন, মানিয়ে নিন। সবসময় মুখ তুলে, জবাব দিয়ে কিছু বদলানো যায় না।

তার মন পাওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে সম্পূর্ণ মন দখল করে নিয়ে তার বাড়ি-ঘর, জায়গা-জমি সব নিজের নামে করে নিন। তারপর ব্যাটাকে উচিত শিক্ষা দিন 🥴

বিশ্বের সবচেয়ে খারাপ জিনিস যা আপনার পেটের চর্বি বাড়ায়!আপনি কি জানেন, visceral fat বা পেটের ভেতরের সাদা চর্বি শুধু আপনার ...
18/07/2025

বিশ্বের সবচেয়ে খারাপ জিনিস যা আপনার পেটের চর্বি বাড়ায়!

আপনি কি জানেন, visceral fat বা পেটের ভেতরের সাদা চর্বি শুধু আপনার চেহারাই নষ্ট করে না, এটা আপনার স্বাস্থ্যের জন্যও ভয়ঙ্কর! এই চর্বি আপনার লিভার, হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের চারপাশে জমে, যা ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বাড়ায়। এটা আপনাকে ক্লান্ত, অলস করে তোলে এবং শরীরের ইনফ্ল্যামেশন বাড়ায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন ৭টি জিনিস যা এই visceral fat বাড়ায় এবং এর সমাধান কী। চলুন শুরু করি!
১. মাইক্রোপ্লাস্টিক

মাইক্রোপ্লাস্টিক হলো ছোট্ট প্লাস্টিকের কণা, যা পানির বোতল, কসমেটিকস, ক্লিনিং প্রোডাক্টে থাকে। এগুলো আমাদের শরীরে ঢুকে হরমোনের কার্যকারিতা নষ্ট করে, ইনফ্ল্যামেশন বাড়ায় এবং পেটের চর্বি জমায়। গবেষণায় দেখা গেছে, এমনকি পুরুষদের টেস্টিকলেও এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে! এগুলো আমাদের মেটাবলিজম নষ্ট করে, ফ্যাট সেল বড় করে এবং নতুন ফ্যাট সেল তৈরি করে।
সমাধান:
প্লাস্টিকের বোতলের বদলে কাচের বোতল ব্যবহার করুন।
প্লাস্টিকের টাপারওয়্যারের বদলে কাচের পাত্রে খাবার স্টোর করুন।
প্লাস্টিকের কাটিং বোর্ডের বদলে কাঠের বোর্ড ব্যবহার করুন।
খাবার পরিবেশনের আগে প্লেট ধুয়ে নিন, কারণ পরিবেশ থেকে মাইক্রোপ্লাস্টিক প্লেটে জমতে পারে।
২. হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ

এই সিরাপ আপনার মেটাবলিজমের জন্য বিষ! এটা মিটোকন্ড্রিয়ার কার্যকারিতা নষ্ট করে, যা শরীরের এনার্জি তৈরি করে। ফলে আপনার মেটাবলিজম ধীর হয়, পেটের চর্বি জমে। এটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এবং ক্ষুধা বাড়ায়, যার ফলে আপনি বেশি খান। এটা এমনকি “স্বাস্থ্যকর” খাবারেও লুকিয়ে থাকে!
লুকানো নামগুলো:

কর্ন সিরাপ, গ্লুকোজ-ফ্রুক্টোজ সিরাপ, আইসোগ্লুকোজ, ফ্রুট ফ্রুক্টোজ ইত্যাদি।
এড়িয়ে চলুন এই ব্র্যান্ডগুলো:
দই: Yoplait, Dannon Fruit on the Bottom, Activia Light
গ্রানোলা বার: Quaker Chewy, Nature Valley Sweet & Salty, Kellogg’s Nutrigrain
প্রোটিন বার: PowerBar, Met-Rx Big 100, Clif Builder’s
সিরিয়াল: Kellogg’s Frosted Flakes, Froot Loops, General Mills Trix
জুস/স্মুদি: Minute Maid, V8 Splash, Naked Juice
সালাদ ড্রেসিং: Kraft, Hidden Valley Ranch, Ken’s Steakhouse
কেচাপ/বারবিকিউ সস: Heinz, Hunt’s, Sweet Baby Ray’s
স্বাস্থ্যকর বিকল্প:
দই: GT’s Cocoyo, Wallaby Organic, Maple Hill Kefir
প্রোটিন বার: Paleo Valley Beef Sticks, Epic Protein Bars
সিরিয়াল: Three Wishes, Catalina Crunch
সালাদ ড্রেসিং/কেচাপ: Primal Kitchen
ইলেক্ট্রোলাইট ড্রিংক: LMNT, Redmond’s Re-Lyte
৩. আর্টিফিশিয়াল সুইটনার

সুক্রালোজ, অ্যাসপার্টেম, এসিসালফেম পটাসিয়াম (ACE-K) এগুলো আপনার গাট মাইক্রোবায়োম নষ্ট করে, ক্ষুধা বাড়ায় এবং ইনসুলিন লেভেল বাড়িয়ে চর্বি জমায়।
স্বাস্থ্যকর বিকল্প:

স্টিভিয়া, মঙ্ক ফ্রুট, অ্যালুলোজ, জাইলিটল।
৪. অ্যালকোহল

অ্যালকোহল আপনার লিভারের ফ্যাট বার্নিং ক্ষমতা বন্ধ করে দেয়, ইনফ্ল্যামেশন বাড়ায় এবং চর্বি জমায়। বিয়ার এবং ওয়াইন বিশেষ করে ক্ষতিকর, কারণ এতে পেস্টিসাইড এবং অ্যাডিটিভ থাকে।
সমাধান:
বিয়ার/ওয়াইন এড়িয়ে চলুন।
পরিষ্কার অ্যালকোহল (যেমন ভদকা, টেকিলা) বেছে নিন, মিক্সার ছাড়া।
ড্রাই ফার্ম ওয়াইন বেছে নিন, যা অর্গানিক এবং কম চিনির।
অ্যালকোহলের সাথে প্রচুর পানি, গ্লুটাথিওন, অ্যাক্টিভেটেড চারকোল নিন।
৫. সিড অয়েল (ভেজিটেবল অয়েল)

ক্যানোলা, কর্ন, সয়াবিন, সানফ্লাওয়ার অয়েল এগুলো অত্যন্ত ইনফ্ল্যামেটরি। এগুলো শরীরে ৬৮০ দিন পর্যন্ত থাকে এবং ফ্যাট সেল বড় করে।
স্বাস্থ্যকর বিকল্প:

নারকেল তেল, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ঘি, বাটার, বিফ ট্যালো।
৬. জিএমও ফুড ও গ্লাইফোসেট

গ্লাইফোসেট একটি টক্সিন, যা মেটাবলিজম নষ্ট করে এবং চর্বি জমায়।
এড়িয়ে চলুন (ডার্টি ডজন):

স্ট্রবেরি, পালং শাক, কেল, পীচ, আপেল, আঙ্গুর, বেল পেপার, চেরি, ব্লুবেরি।
নিরাপদ (ক্লিন ১৫):

অ্যাভোকাডো, মিষ্টি ভুট্টা, আনারস, পেঁয়াজ, পেঁপে, মাশরুম, আম।
সমাধান:

অর্গানিক খাবার বেছে নিন। ফুলভিক ও হিউমিক মিনারেল নিন গ্লাইফোসেট অপসারণের জন্য।
৭. স্ট্রেস ও ঘুমের অভাব

ঘুমের অভাব এবং স্ট্রেস আপনার মেটাবলিজম নষ্ট করে, কর্টিসল বাড়ায় এবং চর্বি জমায়।
সমাধান:
ঘর ঠান্ডা রাখুন (৬৫-৬৭°F)।
ব্ল্যাকআউট কার্টেন বা স্লিপ মাস্ক ব্যবহার করুন।
ঘুমের আগে ৩ ঘণ্টা খাবার এড়ান।
ব্লু লাইট ব্লকিং গ্লাস ব্যবহার করFotুন।
৯০ মিনিট REM ও ডিপ স্লিপের জন্য ওরা রিং/ফিটবিট ব্যবহার করুন।
এই পোস্টে আমি visceral fat বাড়ানোর ৭টি কারণ ও তার সমাধান শেয়ার করেছি। আপনি চাইলে আমি আপনার জন্য ব্যক্তিগতভাবে ডায়েট প্ল্যান, ওয়ার্কআউট রুটিন বা সাপ্লিমেন্ট গাইড তৈরি করে দিতে পারি।

18/07/2025

Do the things that makes your happy. Surround yourself with uplifting people.Focus on what makes your soul feel peaceful...
18/07/2025

Do the things that makes your happy. Surround yourself with uplifting people.
Focus on what makes your soul feel peaceful.
Focus on the things you can control.
Celebrate your wins, no matter how small.♥️

доброе утро
16/07/2025

доброе утро

Berry tea.
15/07/2025

Berry tea.

15/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

✨আয়াতে শেফারোগ মুক্তির ৬ টি আয়াতঃ  পবিত্র কুরআনে কারীমের ৬ টি আয়াত "আয়াতে শেফা বা রোগ মুক্তির আয়াত" নামে পরিচিত।  এ...
11/07/2025

✨আয়াতে শেফা
রোগ মুক্তির ৬ টি আয়াতঃ পবিত্র কুরআনে কারীমের ৬ টি আয়াত "আয়াতে শেফা বা রোগ মুক্তির আয়াত" নামে পরিচিত। এগুলো পড়ার পূর্বে সুরা ফাতিহা পড়ে নেয়া উত্তম।

🌟 আয়াতগুলো হচ্ছে :

১. সুরা তাওবার ১৪ নং আয়াত, –
وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِينَ
উচ্চারণ- ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু’মিনি-ন।
অর্থ : এবং আল্লাহ মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন।

২. সুরা ইউনূসের ৫৭ নং আয়াত, –
وَشِفَاۤءࣱ لِّمَا فِی ٱلصُّدُورِ وَهُدࣰى وَّرَحۡمَةࣱ لِّلۡمُؤۡمِنِینَ
উচ্চারণ : ওয়া শিফাউ’ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মু’মিনি-ন।
অর্থ : এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য।

৩. সুরা নাহলের ৬৯ নং আয়াত, –
یَخۡرُجُ مِنۢ بُطُونِهَا شَرَابࣱ مُّخۡتَلِفٌ أَلۡوَا⁠نُهُ فِیهِ شِفَاۤءࣱ لِّلنَّاسِ
উচ্চারণ : ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি।
অর্থ : তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার।

৪. সুরা বনী ইস্রাঈলের ৮২ নং আয়াত, –
وَنُنَزِّلُ مِنَ ٱلۡقُرۡءَانِ مَا هُوَ شِفَاۤءࣱ وَّرَحۡمَةࣱ لِّلۡمُؤۡمِنِینَ
উচ্চারণ : ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতুল লিলমু’মিনি-ন।
অর্থ : আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত।

৫. সুরা আশ্-শোয়ারার ৮০ নং আয়াত, –
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
উচ্চারণ : ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি।
অর্থ : এবং (যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন)

৬. সুরা হা-মীম এর ৪৪ নং আয়াত –
قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَّشِفَاءٌ
উচ্চারণ: কুল হুওয়া লিল্লাযীনা আ-মানূ হুদাওঁ ওয়া শিফাউন।
অর্থ : (বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার)

📌 ✨ বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতা থেকে প্রাপ্তঃ কোনো একটি পানিভর্তি পাত্র হাতে নিয়ে মুখের সামনে রেখে আয়াতগুলো মনোযোগ সহকারে তিনবার পড়ে পানিতে ফু দিতে হবে এবং পানিটি পান করতে হবে। (আল-মাদখাল)
উপরোক্ত প্রতিটি আয়াতেই কুরআনে মুমিনদের জন্য ‘শেফা’, ‘রহমত’ প্রভৃতির কথা উল্লেখিত হয়েছে। তফসীরবিদ ইমাম বায়হাকী (রহ.) ‘শেফা’ অর্থ আত্মা এবং দেহ উভয়ের শেফা বা নিরাময় বলেছেন। অর্থাৎ পবিত্র কুরআনে যেমন আত্মার যাবতীয় রোগ এবং মন্দ প্রবণতার চিকিৎসা রয়েছে, তেমনি দেহের যাবতীয় রোগ-ব্যাধীরও চিকিৎসা রয়েছে।

✨ হযরত আবু হুরায়রা রাদ্বিয়াআল্লাহ তা’আলা আনহূ হতে বণিত। হুযুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ পাক এমন কোন রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি” [বুখারী, খন্ড-২য়, পৃষ্ঠা-৮৪৮, হাদীস নং-৫২৭৬; তাফসীরে কুরতুবী, খন্ড-১০ম, পৃষ্ঠা-২৩৫

✨ ”যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আরোগ্য তালাশ করে না, তার কোন শেফা নেই” [তাফসীরে কুরতুবী, খন্ড-১০ম, পৃষ্ঠা-২৩৫] তাই আল কোরআন মানুষের হিদায়াতের পাশাপাশি তাদের রোগ-বালাই থেকে পরত্রানের জন্যও কতই না কার্যকর, কতই না ফলপ্রসু। দুনিয়া ও আখিরাতের সমূহ কল্যান লাভের ক্ষেত্রে কতই না বাস্তব এর প্রতিটি তথ্য ও তত্ত।

Address


Telephone

+79871059249

Website

Alerts

Be the first to know and let us send you an email when Russia days 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Russia days 2.0:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share