
10/08/2025
আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ওমরা করেছি"—এর ভেতরে কৃতজ্ঞতা, আনন্দ আর শান্তির এক সুন্দর মিশ্রণ আছে।যে সব কিছুর পেছনে আল্লাহর রহমত আর কুদরতি পরিকল্পনা আছে। পরিবারের সঙ্গে ওমরা করা মানে যেন জীবনের এক বড় স্বপ্ন পূর্ণ হওয়া। মক্কার মাটিতে একসাথে সিজদাহ দেওয়ার সৌভাগ্য, কাবার দিকে তাকিয়ে দোয়া করার সেই মুহূর্ত—এসব শুধু চোখে দেখা নয়, বরং আত্মায় খোদাই হয়ে থাকে।