Abha saudi arabia-আবহা সৌদিআরব

Abha saudi arabia-আবহা সৌদিআরব আমরা সৌদিআরব প্রবাসী

প্রবাসীদের পরিবারকে যদি জিজ্ঞাসা করা হয় ...
আপনার ছেলে; স্বামী; বা ভাই প্রবাসে কি করে?
উত্তর আসবে, বিদেশে থাকে কিন্তু কি কাজ করে জানি না। কিংবা অত কিছু জানতেও চায় না অনেকেই। এ কথাটাই অপ্রিয় সত্য। পরিবারের সদস্যরা কিংবা আত্মীয়স্বজন মনে করেন বিদেশ মানেই রোপন করা টাকার গাছ যা ঝাঁকি দিলেই কেবল টাকা আর টাকা। কোন প্রবাসী যদি ঘরে টাকা কম দেয় পরিবারের সদস্যরা ধরে নেয় যে, তাদের ছেলে টাকা জমা করছে বা উচ্ছন্

নে গেছে। আর যদি বিবাহিত হয় তাহলে তো কথাই নেই। সবাই এক বাক্যে বিশ্বাস করে ছেলে যা কামাই করছে সব শ্বশুরবাড়ি যাচ্ছে।

কিন্তু আসলে যে তার বেতন কত; কোথায় থাকে; কিভাবে থাকে; কি খাচ্ছে; কি কাজ করে; যা আয় করে তা হালাল না কি হারাম তা জানার কোন প্রয়োজন মনে করে না।

শুধুমাত্র মাস শেষে টাকা পেলেই হয়।

প্রবাসীরা যে কতটা অবহেলিত তা বলার অপেক্ষা রাখে না। খুব কম প্রবাসী আছে যারা পরিবারের সমর্থন পেয়ে থাকবে। গড়ে প্রতিদিন ৫৫-৬২ জন প্রবাসীর মরদেহ দেশে যায়। যাদের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় "হঠাৎ_মৃত্যু" বা স্ট্রোক।

যার জন্য দায়ী মানসিক চাপ, তাই, প্রবাসীদের পরিবারের প্রতি অনুরোধ রইল যে আপনার ঘরের প্রবাসী সন্তানকে মানসিক চাপ থেকে দুরে রাখতে চেষ্টা করুন।

এক প্রবাসী ভাইয়ের পোষ্ট থেকে সংগ্রহ করা।

19/07/2025

♡ . 🗨️ㅤ ⎙ ⌲
𝐋𝐢𝐤𝐞 𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 𝐒𝐚𝐯𝐞 𝐒𝐡𝐚𝐫𝐞

 #মদিনা_কনস্যুলার_ট্যুরের_বিজ্ঞপ্তি াসপোর্ট_করতে_পারবেন  #এজন্য_অনলাইনে_আবেদন_করে_প্রয়োজনীয়_কাগজপত্র_কনস্যুলার_টিমের_কাছ...
08/07/2025

#মদিনা_কনস্যুলার_ট্যুরের_বিজ্ঞপ্তি
াসপোর্ট_করতে_পারবেন #এজন্য_অনলাইনে_আবেদন_করে_প্রয়োজনীয়_কাগজপত্র_কনস্যুলার_টিমের_কাছে_নিয়ে_যেতে_হবে। অনলাইনে আবেদন করার লিংক www.epassport.gov.bd
সূত্র:বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা, সৌদি আরব।
অনলাইনের আবেদন করতে হেল্প লাগলে ইনবক্স করতে পারেন।
#জাওয়াজাত

যারা যারা পূর্বে পোস্ট এ আশুগঞ্জ স্টেশনে সেই বিখ্যাত টিকেট কালো'বাজারি 👉 বলদা রমজান আ()ট()কএর ছবি দেখতে চেয়েছিলেন এই নিন...
01/07/2025

যারা যারা পূর্বে পোস্ট এ আশুগঞ্জ স্টেশনে সেই বিখ্যাত টিকেট কালো'বাজারি 👉 বলদা রমজান আ()ট()ক
এর ছবি দেখতে চেয়েছিলেন এই নিন দেখুন।

এখন গরম ডিম দেয়া বাকী 😅
এই উপলক্ষে যদি শরীর টা বেচারার কিছু টা কমে

কসবা - আখাউড়া - ব্রাহ্মণবাড়িয়া - ভৈরব - আজমপুর স্টেশনে কালো'বাজারি এখনো সময় আছে।
এইসব ছেড়ে আলোর পথে আসুন ধন্যবাদ।

প্রবাসীরা দেশে ফেরার সময় শুল্ক ছাড়াই কোন ১৯টি পণ্য আনতে পারবেন? ৪০ কেজি নাকি ৬৫ কেজি..বিদেশ থেকে নিজ দেশে ফেরার সময় স্বজ...
19/06/2025

প্রবাসীরা দেশে ফেরার সময় শুল্ক ছাড়াই কোন ১৯টি পণ্য আনতে পারবেন? ৪০ কেজি নাকি ৬৫ কেজি..

বিদেশ থেকে নিজ দেশে ফেরার সময় স্বজনদের জন্য নানা ধরনের উপহারসামগ্রী আনেন যাত্রীরা। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এ জন্য তাদের ব্যাগেজ রুল সুবিধা দেয় সরকার। সরকার দু-এক বছর পর পর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে। এবারের বাজেটেও পরিবর্তন আনা হয়েছে।

ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।

বিনা শুল্কে যা আনতে পারবেন

বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে—

সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল

২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন

ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা

মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স

সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস

এক কার্টন সিগারেট

১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না

মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)

১৫ বর্গমিটার আয়তনের কার্পেট

শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য

শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে—

সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)

২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার

৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার

রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার

ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা

ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়া

এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে মোট ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন। বিদেশফেরত একজন যাত্রী শুল্ক-কর পরিশোধ ছাড়া আনতে পারবেন দুটি ব্যবহৃত মুঠোফোন ও প্রতিবছর একবারই একটি নতুন মুঠোফোন ।

Source: আরটিভি
জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।

#প্রবাসী #প্রবাসি #কুয়েত #কাতার #বাহারাইন #ওমান #সৌদিআরব
#ডুবাই #দুবাই

সৌদি প্রবাসীদের জন্য...
19/05/2025

সৌদি প্রবাসীদের জন্য...

যদি কন্যা সন্তান থাকে
18/04/2025

যদি কন্যা সন্তান থাকে

সৌদি আরবের যে কোন ব্যাংক একাউন্ট খুলতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন করে দিতে পারব ৫০ রিয়াল লাগবে আমার সাথে যোগাযোগ...
09/04/2025

সৌদি আরবের যে কোন ব্যাংক একাউন্ট খুলতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন করে দিতে পারব ৫০ রিয়াল লাগবে আমার সাথে যোগাযোগ এর নাম্বার

08/04/2025

how to change SNB bank mobile number in bangla #চরমোনাই #সৌদিআরব

আলহামদুলিল্লাহ,আমার বিগত ২৮ দিন এর ফেসবুক এর ইনকাম, যা বাংলা টাকায় প্রায় ১২ লাখ ৯৮ হাজার ৬৩৫ টাকা মাত্র। 😲জীবনে একটা স...
01/04/2025

আলহামদুলিল্লাহ,
আমার বিগত ২৮ দিন এর ফেসবুক এর ইনকাম,
যা বাংলা টাকায় প্রায় ১২ লাখ ৯৮ হাজার ৬৩৫ টাকা মাত্র। 😲
জীবনে একটা সময় ছিল যখন নিজের একটা ভালো মোবাইল ছিল না অন্যের থেকে ফোন নিয়ে ভিডিও বানাতাম, একটা ক্যামেরা স্ট্যান্ড কেনার মতো সামর্থ ছিলো না আমার,
কিন্তু এখন আমার সব আছে, একটা ফ্ল্যাট ও কিনবো ভাবছি 🥰
অনেক এ ভাববেন আমি শো অফ করছি কিন্তু না, 😒
বিশ্বাস করেন,
আমি শো অফ করছি না, 😒
তবে এই পোস্ট টা দেওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে 😐
গুগল থেকে ছবিটা খুঁজে বের করতে হইছে
যাতে আপনারা বিশ্বাস করেন। 😬
দোয়া করবেন যেন আমি এমন ছবি গুগলে আরো খুঁজে পাই এবং আপনাদের কাফি ভাইয়ের মতো এতো ইনকাম আর বিনোদন দিতে পারি 🥴 আর ছবিটা যেন সত্যি হয় 🤣🤣

Abha saudi arabia-আবহা সৌদিআরব #ইতিহাসেরখোঁজেগিরিধর #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র

30/03/2025

জীবিকার তাগিদে কে কোথায় ঈদ করতেছেন ❤️

29/03/2025

"সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে! তাই দেশটিতে ঈদ উদযাপিত হবে রবিবার। ইনশাআল্লাহ,

বাংলাদেশেও সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আলহামদুলিল্লাহ!⭐️

Abha saudi arabia-আবহা সৌদিআরব পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক 🌙

Address

Abha

Alerts

Be the first to know and let us send you an email when Abha saudi arabia-আবহা সৌদিআরব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abha saudi arabia-আবহা সৌদিআরব:

Share