22/09/2025
◾সরকারি ঘোষনা আসেনি তবে হুরুব কাটানো যাচ্ছে!
এক্ষেত্রে বলা যায় না কতদিন থাকবে এই সুযোগ,সরকারি ঘোষণা আসলে দীর্ঘদিন সুযোগ থাকতে পারে।
◾যারা হুরুব কাটতে চান তারা কফিল অথবা কোম্পানির সাথে কথা বলে, qiwa থেকে তলব ওকে করে কাফালা হলেই হলেই হুরুব কেটে যাবে।
◾যারা সৌদিতে এসেছেন ১ বছরের বেশি সময় হয়েছে তারাই হুরুব কাটতে পারবেন।
১,২,৩ অথবা এর থেকে বেশি যাদের সৌদিতে আসা এমন সবাই এই সুযোগ পাবে।
◾১ বছর হয়নি এমন টার্মিনেট হুরুব কাটানোর কোন আপডেট নেই।
◾পিছনের মক্তব আল আমেল ফি চলে আসবে,তবে ইকামার রুসুম নামানোর সময় সেই টাকা আসবে না আশাকরি।
◾১ম কাফালা ২০০০,২য় কাফালা ৪ হাজার,৩য় কাফালা ৬০০০ রিয়াল।
◾জাওয়াযাত ফি প্রত্যেক বছর ৬৫০ রিয়াল করে পেমেন্ট করতে হবে।
◾জরিমানা প্রথমবার হলে ৫০০ রিয়াল,২য় বার ১ হাজার রিয়াল,এরপর যতবার মেয়াদোত্তীর্ণ তার জরিমানা ১০০০ রিয়াল।
◾এক্সিট খাওয়া লোকের জন্য কোন সুযোগ দেয়নি।
◾এক্সিট থেকে হুরুব হয়েছে তাদের বিষয়ে আপডেট নেই,অপেক্ষা করেন ২/৩ দিন।
বি:-দ্র: এখনো সরকারি কোন মাধ্যমে কোন ঘোষণা না আসলেও,সরাসরি কিউয়া থেকে বৈধভাবে তলব ওকে করে কাফালা হচ্ছে।
এক্ষেত্রে খেয়াল রাখবেন সরকারি খরচের বাহিরে অতিরিক্ত টাকা দাবি করলে দিবেন না।
পোস্ট সংগ্রহীত
#হুরূব #সৌদি_আরব #সৌদি #এক্সিট #বাংলাদেশ