
29/08/2023
সময় ফুড়িয়ে আসছে.....আবার কবে সিলভা কে ক্যাপ্টেন আর্মব্যন্ড পড়ে হলুদ জার্সিতে খেলতে দেখবো জানিনা। তবে প্রতিপক্ষ যখন বল নিয়ে আক্রমণ করবে তখন হয়তোবা মনের ভুলেও ভেবে ফেলতে পারি সিলভা আছে তহ! এতো সহজে গোল হবে নাকি?
লুসিও পরবর্তী যুগে ব্রাজিলের ডিফেন্স লাইনের হাল ধরেছিল থিয়াগো। গত দশ বছরে ব্রাজিল ন্যাশনাল টিমের সবচেয়ে ধারাবাহিক দু'জন খেলোয়াড়ের একজন হচ্ছে থিয়াগো সিলভা। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ নেতৃত্ব দেওয়া একমাত্র অধিনায়ক ও সে। ব্রাজিলের হয়ে মোট ম্যাচ খেলেছেন ১১৩ টি। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে, হয়তো ব্রাজিলের সাথে থিয়াগো সিলভার পথচলার সমাপ্তিও সন্নিকটে। বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল দলে ডাক পাচ্ছেন না তিনি এবং বয়স বিবেচনায় তা স্বাভাবিক।
কবি জীবনানন্দ দাশের ভাষায় : "প্রেম ধীরে ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়"। হয়তো থিয়াগো সিলভা আর ব্রাজিলের অধ্যায় এতটুকুই ছিল।
আমার গল্পে তুমিই সেরা, প্রিয় থিয়াগো....
Follow NeymarJR. Love you Brazil ❤️❤️❤️