
26/05/2025
শিলিং এর সানরাইজ গেস্ট হাউজ। যেখানে সালাউদ্দিন সাহেব ছিলেন। রিভিউ ভালো। ভালো প্রপার্টি মাশাল্লাহ। শিলং এ কেউ বেড়াইতে যাইতে চাইলে থাকতে পারেন এইখানে। ব্যবস্থা সব ভালো। ভিতরে যেইখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবিও আছে। মিলায়ে দেখে নিয়েন। অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দেয়া হলো, বিফলে মুল্য ফেরত দেয়া হবে।
পরিবেশটা সুন্দর না? কোন হইচই আছে?