Serajul Mustafa Semul

Serajul Mustafa Semul ভালবাসার জন্য পৃথিবী

21/12/2023
সৌদি আরবে 2034 বিশ্বকাপের স্টেডিয়ামের ডিজাইন. #সৌদিআরব
06/11/2023

সৌদি আরবে 2034 বিশ্বকাপের স্টেডিয়ামের ডিজাইন.

#সৌদিআরব

25/08/2023

26/05/2023

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

১৫ বছর ছাগল চড়ানোর অর্থে হজ পালন।নাম আবদুল কাদের। কারাসা বালুচ পাকিস্তানের অধিবাসী। থাকেন পরের জমিতে ঝুপড়ি বানিয়ে। ঝু...
25/04/2023

১৫ বছর ছাগল চড়ানোর অর্থে হজ পালন।

নাম আবদুল কাদের। কারাসা বালুচ পাকিস্তানের অধিবাসী। থাকেন পরের জমিতে ঝুপড়ি বানিয়ে। ঝুপড়ির বেড়া দিয়েছেন ঝাউ জাতীয় কাঁটাদার গাছ দিয়ে। একদম প্রান্তিক অজপাড়া গাঁ। নেই কোনো বিদ্যুতের ঝলমল। বুঝেন না মোবাইল কী? নেই নেটওয়ার্ক ব্যবস্থা। কিন্তু রবের সাথে সম্পর্ক নিবিড়। বুকে আশার বাসা বেঁধে রেখেছেন বায়তুল্লাহর জিয়ারত করবেন। তাওয়াফ করবেন কাবার চারপাশে। নবীয়ে রহমতের দোরগোড়ায় দাঁড়িয়ে সালাম পেশ করবেন। পান করে সিক্ত হবেন জমজম। দেখবেন মিনা আরাফাত। দৌড়বেন সাফা মারওয়ায়। আরো কতশত স্বপ্ন বুনে রেখেছেন হৃদয় জুড়ে।

কিন্তু আশা করলেই তো আর দূর দেশে আরব সাগর পাড়ি দিয়ে নবীর দেশে যাওয়া যায় না। প্রয়োজন হয় অর্থের। স্বাদ থাকলেই তো আর মিঠানো যায় না। থাকতে হয় সাধ্যের মধ্যে। কিন্তু এই আশা তো সাধ্যের চেয়ে অনেক উর্ধ্বে। তবে প্রেম ভালোবাসার স্বাদ যত উর্ধ্বের হোক। মানে না সাধ্যের বাঁধা। অতিক্রম করে সিক্ত হয় প্রেমের অমিয় সুধায়।

বাবাজি আবদুল কাদের একজন সাধারণ রাখাল। অন্যের ছাগল লালন-পালন করে দিন করেন গুজরান। হজের জিয়ারতের ভাসনা কীভাবে মিঠাবেন? একজন রাখালের পক্ষে তো অসম্ভব। সারা বছর ছাগল পালন করার পর এলাকার নিয়মমাফিক বছর শেষে মালিকের পক্ষ থেকে পারিশ্রমিক হিসেবে মিলে মাত্র একটি ছাগল ছানা। থাকার ঘর নেই। সংসার চালানোর যোগান হয় না ঠিক মতো। কিন্তু রবের ভালোবাসা যে পূরণ করতেই হবে।

এই ইচ্ছেশক্তি নিয়ে শুরু করলেন টাকা জমানো। কয়েক বছর রাখালি করে কয়েকটি ছাগল জমালেন। তা বিক্রি করে বানালেন পাসপোর্ট। কিন্তু হায়! উপযুক্ত অর্থ জমানো পর্যন্ত পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলো।

পিছপা না হয়ে আবারো ছাগল জমাতে শুরু করেন। দীর্ঘ পনেরো বছর রাখালি করে ছাগল লালন-পালন করে জমানো টাকা দিয়ে শেষ-মেষ উমরাহ পালনের অর্থ কোনোভাবে জমেছে। তাও শুধু নতুন পাসপোর্ট যাতায়াত ভাড়া ও সামান্য হাত খরচ। নেই হোটেলে থাকার ভাড়া। তার জমানো অর্থ পরিমাণ কোনো হজ এজেন্সির কাছে কোনো প্যাকেজ তো দূর ধারে কাছেও নেই। তাই স্থীর করেছেন একা যাবেন। পড়ে থাকবেন কাবা চত্বরে বা আশপাশের কোথাও।

১৪৪৪ হিজরী এই রমজানে মাসে ইতিহাস রচনাকারী আল্লাহ প্রেমীদের সমাগম হয়েছে। রিপোর্ট বলছে শুধু রমজানে ৫০ লাখ মানুষ উমরাহ পালনের জন্য সৌদি গমন করেছেন। পাকিস্তানের এই বাবাজি আবদুল কাদেরও একজন। কিন্তু সবার থেকে আলাদা। সাথী নেই। নেই এজেন্সিও। চিনেন না অযুখানা বাথরুম বা অযু ইস্তেঞ্জার জায়গা। জানেন না আরবি ভাষা। এমনকি নেই উর্দু ভাষার সাথেও দূরতম সম্পর্ক। কথা বলেন আঞ্চলিক বালুচ ভাষায়। খাবার হিসেবে হারামে পাকে যা ইন্তিজাম আছে তাই যথেষ্ট। অযু করবেন অযুখানা চিনেন না। পাশের দোকান থেকে এক বোতল পানি নিয়ে অযু সেরেছেন। পরে কেউ দেখিয়ে দিলেন নিচেই আছে সব।

একজন দুইজন এভাবে সবার নজরে আসতে থাকেন আবদুল কাদের নামের বালুচী এই রাখাল বাবাজি। একে একে সবাই। বাবাজি আবদুল কাদেরের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে লাগল আরব মিডিয়া থেকে নেট দুনিয়ায়। মুহূর্তেই ভায়রাল কাবার অঙ্গিনায় তার হাঁটাচলার দৃশ্য। কিন্তু তার কোনো খবরই নেই ঐসব কিছুর। ভূপৃষ্ঠে কতশত অখ্যাত অপরিচিত মানুষ আল্লাহর কাছে খুব পরিচিত প্রিয়। কখনো কখনো দুনিয়াবাসির কাছেও প্রিয় হয়ে যান।

না হয় এই রমজানে উমরাহ পালন করেছেন কত রাজা বাদশাহ আমীর উমারাহ! কতশত উযির নাযির মন্ত্রী মিনিস্টার! সবাইকে পিছে পেলে ছাগল চড়ানোর সাধারণ রাখাল আলোচনায় সবার শীর্ষে। কেউ বলছেন ফেরেশতা সিফাত ইনসান। কেউ বলছেন দরবেশ। কেউ বলছেন সাহাবাদের যুগের মানুষ। কেউ কাছে এসে দোয়ার আবেদন করছেন। হাদিয়া দিচ্ছেন। ছবি তুলছেন ভিডিও বানাচ্ছেন। কিন্তু তিনি মজে আছেন রবের প্রেমে।

আবদুল কাদের বাবাজি কে ঘিরে মানুষের এই আলোচনা পৌঁছে গিয়েছে রাজ প্রাসাদের রাজ পরিবারের সদস্যদের কাছে। কোনো এক রাজপুত্র বিডিও বার্তায় তাঁর তালাশির সংবাদ জানালেন। রাজকীয় মর্যাদায় শাহী মেহমান বানাতে চেয়ে আশা ব্যক্ত করেছেন। ততক্ষণে আবদুল কাদের বাবাজি বালুচের বালুভূমির সেই ঝুপড়িতে ফিরে গেছেন।

তালাশ করে খুঁজে পেলেন তিনি একজন পাকিস্তানী। দেওয়া হলো দাওয়াত। ঘোষণা করা হলো রাজকীয় মর্যাদায় মেহমানদারির। অফার করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় ১৪৪৪ হিজরীতে হজের জিয়ারতের। আল্লাহু আকবার।

আল্লাহর প্রেম দরিয়ায় ডুব দিয়ে চেয়েছিলেন সমান্য একজন ভিখারি বেশে হলেও একটু হাজিরা দেওয়ার আল্লাহ পাক কবুল করে নিলেন মেহমান হিসেবে। ব্যবস্থা করে দিলেন রাজকীয় মর্যাদায় মেহমানদারির।
আল্লাহর প্রতি তাঁর ঘর ও নবীয়ে রহমতের দোরগোড়ায় হাজিরা দেওয়ার এমন আকুতি আল্লাহ পাক সবাইকে দিন। আমাদের সবাইকে এমন প্রত্যাশী বানিয়ে দিন। আমীন।

কালেক্টেড

24/07/2022
সুখ পাখিটার খুঁজে....... রজ্ঞীলার দেশে।
13/07/2022

সুখ পাখিটার খুঁজে.......
রজ্ঞীলার দেশে।

আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
30/06/2022

আলহামদুলিল্লাহ
অনেক ভালো আছি।

অনলাইনে সৌদি প্রবাসীদের প্রয়োজনীয় সেবা প্রদান নিশ্চিত করা হবে- রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী.----------------------...
13/02/2022

অনলাইনে সৌদি প্রবাসীদের প্রয়োজনীয় সেবা প্রদান নিশ্চিত করা হবে- রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী.
--------------------------------------------------------------------
সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের বিভিন্ন প্রয়োজনীয় সেবা অনলাইনে প্রদান করা হবে। ইকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাঁদের নামে কর্মে অনুপস্থিতির মামলা (হুরুব) রয়েছে দেশে ফিরতে ইচ্ছুক এরুপ প্রবাসীদের জন্য অনলাইনে স্পেশাল এক্সিট সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী একথা বলেন। আজ সকালে দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে এ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ সময় সেবা নিতে আসা কয়েকশত অভিবাসী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী যাঁদের ইকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাঁদের নামে কর্মে অনুপস্থিতির মামলা রয়েছে তারা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে (www.bangladeshembassy.org.sa) প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের পর যে কেউ তাঁর আবেদনের আপডেট ও দেখে নিতে পারবেন। এছাড়া ওয়েবসাইটে অন্যান্য সেবার জন্যও আবেদন করা যাবে।
রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরে দূরদূরান্তে বসবাস করেন, তাঁদের কষ্ট করে এ সকল সেবার জন্য আর দূতাবাসে আসার প্রয়োজন হবেনা। সৌদি আরবের বিভিন্ন শহরে স্থাপিত প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমেও প্রবাসীদের পাসপোর্টসহ বিভিন্ন জরুরী সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে।
ইকামার মেয়াদ উত্তীর্ণ অথবা যাঁদের নামে কর্মে অনুপস্থিতির মামলা (হুরুব) রয়েছে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের ইতিপূর্বে স্বশরীরে দূতাবাসে এসে আবেদন জমা দিতে হত, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করায় এখন আর দূতাবাসে আসার প্রয়োজন হবেনা। উল্লেখ্য দূতাবাসের পক্ষ থেকে ইতিমধ্যে ১৬,৮৬১ জন মেয়াদ উত্তীর্ণ ইকামাধারী প্রবাসী ও ১১৬৯৮ জন কর্মে অনুপস্থিত মামলা (হুরুব) রয়েছে তাঁদের স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় এ সেবা প্রদান করা হয়েছে।
এ সময় দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদনের জন্য সহায়তা করা হয়। অনুষ্ঠানে অনলাইনে আবেদন ও আপডেট জানার বিষয়ে একটি টিউটোরিয়াল ও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে সৌদি আরব প্রবাসী, দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

Rangamati the Hill District is a district in south-eastern Bangladesh. It is a part of the Chittagong Division[4] and the town of Rangamati serves as the headquarters of the district. By area, Rangamati is the largest district of the country.

ছবি দুটো পাশাপাশি রাখি। প্রায় একই বয়স দুজনের। একজন বিয়ে করেছে একাকীত্ব দূর করতে আর একজন আত্মহত্যা করেছে একাকীত্ব দূর করা...
07/02/2022

ছবি দুটো পাশাপাশি রাখি। প্রায় একই বয়স দুজনের। একজন বিয়ে করেছে একাকীত্ব দূর করতে আর একজন আত্মহত্যা করেছে একাকীত্ব দূর করার জন্য।
দুজন ব্যক্তি কিন্তু একটা কারণেই বিয়ে এবং আত্মহত্যা করেছেন।

আমরা যারা আত্মহত্যা করাটা ঘৃণিত মনে করছি, আমরা কী একাকিত্বের জন্য বিয়েটা কে সমর্থন করছি? না, আমরা ট্রল করছি। জেনে, না জেনে ট্রল করছি।
৯০ বছরে একটা পুরুষের শারীরিক চাহিদা থাকে কি না আমি জানি না। তবে আমি জানি ১০০ বছরের বৃদ্ধ থেকে শুরু করে রাস্তার কুকুর পর্যন্ত ভালোবাসা চায়, একটু যত্ন চায়।

বেঁচে থাকতে একটু নির্ভয়ে বাঁচতে দিন না। করুক না বিয়ে ৯০ বছরের বৃদ্ধ (পুরুষ /মহিলা)। অন্তত বাঁচার একটা তো সম্বল হবে। বাঁচুক না ট্রল থেকে সবাই, একটু মানবতা দেখান না সবাই।

বেঁচে থাকতে প্রতিবন্ধকতা তৈরি করে মৃত্যুর পর ফিলিং স্যাড দিয়ে কি হবে? বাঁচুক না সবাই ভালোবাসা নিয়ে।

কক্সবাজার জেলার বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলার রায় ঘোষণা। এই রায়ের মাধ্যমে সরকার ও বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা...
31/01/2022

কক্সবাজার জেলার বহুল আলোচিত মেজর সিনহা হত্যা মামলার রায় ঘোষণা।
এই রায়ের মাধ্যমে সরকার ও বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অর্জিত হয়েছে ।

১। মোঃ লিয়াকত আলী,সাবেক ইন্সপেক্টর (মৃত্যুদণ্ড )
২। প্রদীপ কুমার দাশ,সাবেক ওসি (মৃত্যুদণ্ড)
৩। নন্দ দুলাল রক্ষিত,সাবেক এস,আই (যাবতজীবন)
৪। লিটন মিয়া,সাবেক এ,এস,আই (খালাস)
৫। কং ছাফানুল করিম,(খালাস)
৬। কং মোঃ কামাল হোছাইন আজাদ (খালাস
৭। কং মোঃ আব্দুল্লাহ আল মামুন (খালাস
৮। মোঃ নুরুল আমিন (যাবতজীবন
৯। মোহাম্মদ আইয়াজ @ আয়াছ ( যাবতজীবন
১০। মোঃ নিজাম উদ্দিন (যাবতজীবন
১১। এস,আই মোঃ শাহজাহান আলী ( খালাস)
১২। কং আব্দুল্লাহ আল মাহমুদ ( খালাস)
১৩। কং মোঃ রাজিব হোসেন (খালাস)
১৪। কং রুবেল শর্মা (যাবতজীবন
১৫। কং সাগর দেব (যাবতজীবন ।

জেদ্দা ফর্মুলা ওয়ান কার রেসিং এগতকাল উপস্থিত ছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
06/12/2021

জেদ্দা ফর্মুলা ওয়ান কার রেসিং এগতকাল উপস্থিত ছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

06/12/2021

With your cooperation, the Oversight and Anti-Corruption Authority (Nazaha) has initiated (6459) oversight visits during the month of Rabi' II, exercising its mandates and duties, along with investigating (657) accused individuals in criminal and administrative cases, and arresting (250) citizens and residents. Among them, employees working in Saudi ministries (Defense, Interior, Health, Justice, Education, Municipal Rural Affairs & Housing) for their involvement in various crimes (i.e., bribery, abuse of office, abuse of authority, forgery). Criminal proceedings are currently being taken against the detainees for prosecution in a court of law.

To protect and preserve public funds, you can report suspicions of financial or administrative corruption to Nazaha, through the following reporting channels:
Toll Free Number: 980
Fax: 0114420057
E-mail :[email protected]
আপনার সহযোগিতায়, তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) রবি’ মাসে (৬৪৫৯) তদারকি পরিদর্শন শুরু করেছে, তার আদেশ ও দায়িত্ব পালন করে, তদন্তের সাথে সাথে (৬৫৭) অপরাধী ও প্রশাসনিক মামলায় অভিযুক্ত ব্যক্তিদের, এবং গ্রেফতার (250) নাগরিক এবং বাসিন্দাদের. তাদের মধ্যে, সৌদি মন্ত্রণালয়ে কর্মরত কর্মচারীরা (প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, বিচার, শিক্ষা, মিউনিসিপ্যাল ​​রুরাল অ্যাফেয়ার্স এবং হাউজিং) বিভিন্ন অপরাধে (যেমন, ঘুষ, অফিসের অপব্যবহার, কর্তৃত্বের অপব্যবহার, জালিয়াতি) জড়িত থাকার জন্য। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আদালতে বিচারের জন্য ফৌজদারি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

পাবলিক তহবিল রক্ষা ও সংরক্ষণের জন্য, আপনি নিম্নলিখিত রিপোর্টিং চ্যানেলগুলির মাধ্যমে নাজাহাকে আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির সন্দেহ প্রতিবেদন করতে পারেন:
টোল ফ্রি নম্বর: 980
ফ্যাক্স: 0114420057
ই-মেইল :[email protected]
সকল সৌদি প্রবাসী বাংলাদেশিরা সতর্ক থাকবেন,
ধন্যবাদ সবাইকে।

06/12/2021

Address

Abha

Telephone

+966507097377

Website

Alerts

Be the first to know and let us send you an email when Serajul Mustafa Semul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share