Abul Hasan

Abul Hasan লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ )

31/07/2025

চাচা কিন্তু নিজ দলের লোক ,
নিজের অজান্তেই বিএনপির আসল রূপ প্রকাশ করে দিল
সত্য প্রকাশ করার জন্য চাচাকে ধন্যবাদ

23/07/2025

আমার মনে হচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ যেন এই সিষ্টেমের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে

21/07/2025

ইন্নালিল্লাহ
হায় আল্লাহ আপনি এই মানুষদেরকে সুস্থ করে দেন। 🤲

16/07/2025

যখন খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় তখন মির্জা আব্বাস, মির্জা ফখরুল সহ বিএনপির পাতি নেতারা গর্তে লুকিয়ে ছিল কোন প্রতিবাদ করেনি। তখন মুফতি সৈয়দ ফয়জুল করিম বিএনপির পক্ষ নিয়ে প্রতিবাদ করেছিলেন।তখন তাদের চোখে সে খুব ভালো ছিল।

আজ তাদের অপকর্মের বিরুদ্ধে অর্থাৎ তাদের খুন , ধর্ষণ,লুটপাট, দখলদারি , চাঁদাবাজির বিরুদ্ধে যখন কথা বলছে তখন সে খারাপ হয়ে গেল।
আসলে মানুষ বড়ই অকৃতজ্ঞ।

16/07/2025

রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেয়ো না
এই আকাশের মাঝে আছে আলোর কনা।

15/07/2025

আজকে বিএনপি নেতা বলেছিল না।
চরমোনাইর পীরের শিক্ষাগত কোন যোগ্যতা নাই,তার জন্য এটা

শায়খে চরমোনাই হাফিঃ ❣️

আজ বিএনপির" এর সেন্ট্রাল নেতারা "পীর সাহেব চরমোনাই' কে প্রকাশ্যে নেশাখোর বলে গালি দিলো, শারিরীক ভাবে লাঞ্চিত করার ঘোষণা ...
14/07/2025

আজ বিএনপির" এর সেন্ট্রাল নেতারা "পীর সাহেব চরমোনাই' কে প্রকাশ্যে নেশাখোর বলে গালি দিলো, শারিরীক ভাবে লাঞ্চিত করার ঘোষণা দিলো। যা শুনে অন্তর-হৃদয় ব্যথিত করলো!!😰

'পীর সাহেব চরমোনাই" ইখলাস নিয়ে বিন্দু পরিমান সন্দেহ নাই,,,তিনি যে কতটা বিনয়ী, দরদী, আর অন্তরখোলা সাদাসিধা হাস্যোজ্জল মানুষ তা কাছে থেকে কেউ না দেখলে বুঝতে পারবে না।

যিনি গণমানুষের ইহকালীন ও পরকালীন মুক্তির স্বপ্ন দেখেন! যিনি শুধু ক্ষমতার জন্য আখের গোছানো নয়, দেশ জাতি মানবতা ও ইসলামের খেদমতে নিজেকে সপে দিয়েছেন অবলীলায় !!

বিএনপির ভাইয়েরা যারা খারাপ ভাষা ব্যবহার করতেছেন,,,আপনারা অন্তত আল্লাহকে ভয় করুন🙏 আপনারা সীমালঙ্ঘন করে ফেলতেছেন, যা একদম এক্সেস মাত্রারিক্ত!! আর সীমালঙ্ঘন করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি অনিবার্য!!

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:— “আল্লাহ বলেন:-‘যে আমার কোনো ওলীর সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ ঘোষণা করি।

আপনাদের পতনের জন্য শুধু এতোটুকুই যথেষ্ট...!!
এবং পতন‌ও হবে অতিশীঘ্রই....

14/07/2025

প্রকাশ্যে মুফতী ফয়জুল করীম শায়েখে চরমোনাইকে হুমকি দিচ্ছে বিএনপি নেতা, তাও কেন্দ্রীয় এক নেতা পাশে থাকা অবস্থায়।

- ওরা ভুলে গেছে সেদিন বরিশালে মুফতী ফয়জুল করীম এর উপর আওয়ামী লীগের হা মলা হওয়ার পর হাসিনার ভয়কে জয় করে কয়েকঘণ্টার নোটিশে সারাদেশের লক্ষ- লক্ষ কর্মীরা ঘরে ঘুম ছিল নাকি রাস্তায় ছিল। আর তো ওদের মতো পাতি নেতা...!! এইসব হুমকি দিয়ে চরমোনাই ওয়ালাদের জবান বন্ধ করার দুঃসাহস দেখাবেন না। এটা শুনতে ও দেখতে যথেষ্ট হাস্যকর মনে হয়।

- সাথে থাকুন - Abul Hasan

14/07/2025

চাঁদাবাজির হিসাব টা অনেক সুন্দর হয়েছে 😄😄

14/07/2025

বি"এনপি"কে পঞ্চম বারের মত স।ন্ত্রা'সী সংগঠন তকমা দিল কানাডার আদালত!

14/07/2025

বহিষ্কার 😂

Address

Al Bahah

Telephone

+966571204509

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abul Hasan:

Share