md Arif Chowdhury

md Arif Chowdhury কনটেন্ট ব্লগার
(2)

14/12/2024
14/12/2024
31/10/2024

আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন ৬ বার বদল, সিঙ্গাপুর ভ্রমণের প্রস্তাব

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ ছররা গু'লির আ'ঘা'তে র'ক্তক্ষরণে মা'রা গেছেন বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। আবু সাঈদের লা'শের ময়নাতদন্ত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। অবশেষে সাঈদের মৃ'ত্যু ও প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজের নিজ কক্ষের সামনে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে এসব তথ্য জানান অধ্যাপক রাজিবুল।

আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি নিয়ে সর্বোচ্চ চাপের মুখে ছিলাম জানিয়ে অধ্যাপক রাজিবুল বলেন, ‌‘মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন দিতে আমাকে কতভাবে চাপ ও ক্ষমতার দাপট দেখানো হয়েছে, তা বলে বোঝানো যাবে না। এটি ছিল একজন চিকিৎসকের জন্য মারাত্মক মানসিক চাপ এবং হয়রানি। শেষমেশ বড় অঙ্কের অর্থ দিয়ে সিঙ্গাপুরে পরিবারসহ ভ্রমণে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল। ছয়বার এই প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করেছিল পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। আমাকে বলা হয়েছিল, পুলিশের গু'লিতে নয়; মা'থায় আ'ঘা'তজনিত কারণে আবু সাঈদের মৃ'ত্যু হয়েছে মর্মে প্রতিবেদন দেওয়ার জন্য। এভাবে প্রতিবেদন তৈরির জন্য পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা, এমনকি ওপর মহল থেকেও নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। এত চাপের মাঝেও আমি সঠিক তথ্য দিয়ে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করেছিলাম। এরপর রংপুর মহানগর পুলিশের পাঁচ-ছয় জন ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই কর্মকর্তাদের দিয়ে আমাকে চাপে রাখা হয়েছিল। যেকোনোভাবে প্রতিবেদন পরিবর্তনের কথা বলেছিলেন তারা। ওই সময় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহান ছুটিতে ঢাকায় ছিলেন।’

তিনি বলেন, ‘রংপুর মহানগর পুলিশের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা সার্বক্ষণিক আমার কক্ষে এসে বসে থাকতেন। নানাভাবে চাপ সৃষ্টি করতেন। তারা আমাকে বলতেন, মাথায় আ'ঘা'তজনিত কারণে সাঈদের মৃ'ত্যু হয়েছে মর্মে প্রতিবেদন দেন। আমি তাদের বলেছি, নৈতিকতা-বিচ্যুত হতে পারবো না। অন্য কোথাও আবার তদন্ত করলে আমার প্রতিবেদন ভুল প্রমাণিত হবে। তখন আমি বিপদে পড়বো। এর মাঝে একদিন এক পুলিশ কর্মকর্তা আমাকে বড় অঙ্কের অর্থ দিয়ে সিঙ্গাপুরে পরিবারসহ ভ্রমণে পাঠানোর প্রস্তাব দেন। বলেছিল, সব টাকা পুলিশ প্রশাসন দেবে। কিন্তু আমি প্রস্তাবে রাজি হইনি। কারণ ময়নাতদন্ত করতে গিয়ে দেখেছি, গু'লি'তে ছেলেটার বুক ও শরীর ঝাঁ'ঝ'রা হয়ে গিয়েছিল। আমি শুরুতেই প্রতিবেদনে তা-ই উল্লেখ করেছি।’

অধ্যাপক রাজিবুল আরও বলেন, ‘পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের চাপে কাজ না হওয়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. চন্দন ও স্বাচিপের আরও দুই নেতাকে দিয়ে আমাকে চাপ দেওয়া হয়েছিল। তাদের চাপে ময়নাতদন্ত প্রতিবেদন ছয়বার পরিবর্তন করতে হয়েছিল। তারপরও তাদের মনমতো হয়নি। তারা চেয়েছেন আমি যেন হেড ইনজুরি দেখিয়ে দিই। নিউরোজেনিক শ'ক দেখিয়ে দিই। তখন কলেজের অধ্যক্ষ আমাকে বলেছিলেন মৃ'ত্যুর সঠিক প্রতিবেদন দিতে। কারও চাপে যেন নতি স্বীকার না করি। শেষে আমি প্রতিবেদনে উল্লেখ করেছি, ‍দ্য ডেথ ওয়াজ ডিউ টু এভোব মেনশনড ইনজুরিস, হুইচ ওয়াজ অ্যান্টিমোর্টেম অ্যান্ড হোমিসাইডাল।’

এটি উল্লেখ করার কারণ হিসেবে অধ্যাপক রাজিবুল বলেন, ‘হোমিসাইডালের একটা ব্যাপার আছে, তা হলো হেড ইনজুরি হলে মস্তিষ্কে র'ক্তক্ষরণ থাকে। ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ থাকে, ফ্র্যাকচার থাকে। আবু সাঈদের ক্ষেত্রে এসবের কোনোটিই ছিল না। আমাকে মানসিকভাবে প্রচণ্ড চাপে রেখে প্রতিবেদন বদল করেছিল তারা। অবশেষে এও বলা হয়েছিল, আমার নামে গোয়েন্দা রিপোর্ট হয়ে গেছে। ঢাকা থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছিল সরকারি চাকরি করে কীভাবে সরকারের বিপক্ষে রিপোর্ট দিচ্ছেন?।’

তিনি বলেন, ‌‘আসলে আবু সাঈদ গু'লিতেই মা'রা গেছেন। তার মাথায় কোনও আ'ঘা'ত ছিল না। আমি একটি আ'ঘা'তও দেখিও নাই মাথায়। এটাই সত্যি। পুলিশ ও প্রশাসন চেয়েছিল, মাথায় আ'ঘা'তের কারণ উল্লেখ করে প্রতিবেদন দিলে তারা বেঁচে যাবে। কিন্তু একজন চিকিৎসক হিসেবে আমি এটি করতে পারি না।’

পুলিশের কোন কোন কর্মকর্তা আপনাকে হু'ম'কি দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তাদের কারও নাম বলতে চাচ্ছি না।’

ময়নাতদন্ত প্রতিবেদন তৈরিতে সহায়তা করা এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আবু সাঈদ নি''হ'ত হওয়ার পর থেকে ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করার জন্য পুলিশ ও প্রশাসনের বিভিন্ন জনকে দিয়ে ধারাবাহিকভাবে চাপ দিয়েছিল পুলিশ। এর মধ্যে কয়েকজনকে আমি চিনি। তারা হলেন মহানগরের উপপুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) মো. আরিফুজ্জামান এবং দাড়িওয়ালা এক পুলিশ কর্মকর্তা। বাকিদের নাম জানি না।’

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকে পুলিশের গু'লি'তে নি'হ'ত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ১৮ জুলাই নি'হ'ত আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরও ১৩০-১৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এই মামলায় পুলিশের রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার আরিফুজ্জামান ও আল ইমরান হোসেন, উপকমিশনার আবু মারুফ হোসেন, তাজহাট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ও এসআই বিভূতিভূষণকে এজাহারনামীয় আসামি করা হয়।

ভালোবাসা এমন এক জিনিস যা কিনা গ্লাসের  এর মত। যত্ন করে রাখতে হয় যেটা একবার ভেঙে গেলে আর জোড়া লাগেনা।                  ...
28/10/2024

ভালোবাসা এমন এক জিনিস যা কিনা গ্লাসের এর মত। যত্ন করে রাখতে হয় যেটা একবার ভেঙে গেলে আর জোড়া লাগেনা।

এর সাথে Ahnaf Ariba – আমি এইমাত্র তার একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়গা পেয়েছি! 🎉
28/10/2024

এর সাথে Ahnaf Ariba – আমি এইমাত্র তার একজন অন্যতম সেরা অংশগ্রহণকারী হয়ে সাপ্তাহিক এনগেজমেন্ট লিস্টে জায়গা পেয়েছি! 🎉

28/10/2024

দুজন সমান ভাবে ভালবাসলে .পৃথিবীর কোন শক্তি নাই .তাদের আলাদা করবে ।

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Jhumur Tania, MD Jhilam Akbor, Md Raju Ah...
28/10/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Jhumur Tania, MD Jhilam Akbor, Md Raju Ahmed, Anisur Rahman Uzzal, Krisna Krisna, Alo Amar, Babul Ahmed, Poly Rohany, Piyali Das Sarkar, Jahid Hasan Saiful, Mannan Hossain, Sunandita Saha, Tarak Pramanik, Mohammed Farok, Md Alamger, Sutapa Adhikari, Morsheda Munna, Kutub Uddin Kutub Uddin, Parvej Khan, Jêêñît Dê Mãñgãl Døñêî, শ্যামল সাবিত্রী, MD Faruk Hossen SK, Popi Thakur, Ritun Khondukar, Md Robel Mia, মায়াবি কন্যা, Gias Uddin, Monowar Hossen Monowar Hossen, Md Rafiqul, Faruk Vai, Soumitra Singha, Shuva Chakma, Monju Monju, Md Morshed Morshed, MD Anower Hosen, Motiur Rahaman, Nishar Mhamd, Kamine Saha Mirdda, Anup Pramanik, Mostlova Akther, Md Abu Musa Pra, Rubel Ahmed, Ajanta Islam, Afzal Hossen, Aysha Islam, রোহান বাবু, Md Somon Khan, Anil Manghi, Sumi Ghosh, Papiya Adhikary

ধনীর গুরুত্বহীন অতিথী হওয়ার চেয়ে ,গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের ।
28/10/2024

ধনীর গুরুত্বহীন অতিথী হওয়ার চেয়ে ,
গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের ।

28/10/2024

পুরুষের এক চোখে পরিবার ,,অন্য চোখে প্রিয় মানুষ ,তৃতীয় কোন চোখ নেই ,নিজেকে দেখার মতো ।

Address

Al Bukayriyah

Website

Alerts

Be the first to know and let us send you an email when md Arif Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share