03/11/2025
আজকে কথা বলব বিপিএল নিয়ে।
নোয়াখালী নামক একটি ফ্রাঞ্চাইজি যারা বিপিএলে দল নেওয়ার জন্য আবেদন করেছিল, BPLএ দল নেওয়ার জন্য প্রাথমিক যে শর্তগুলো থাকে সেটাই তারা পূরণ করতে পারে নাই, এর চেয়ে লজ্জা জনক আর কি হতে পারে।
নোয়াখালীর সবাইকে বলছি ভাই একটু তো লজ্জা রাখেন, যাদের নিজেদেরই কোন লজ্জা শরম নাই তারা আবার বিপিএল বয়কট করার জন্য ফেসবুকে আন্দোলন করে বিষয়টা খুবই হাস্যকর।
আপনাদেরকে লজ্জা দেওয়ার মত ভাষা আমার জানা নাই।