21/08/2025
সৌদিতে নিম্মে দেওয়া কাজগুলো নিয়মিত করবেন।
১- নিয়মিত ইকামার চেক করবেন,অন্তত মাসে ২/১ বার।
২- নিয়মিত কিউয়া চেক করবেন যাতে টার্মিনেট দিলে সময়মত সিদ্ধান্ত নিতে পারেন।
৩- নিয়মিত আবশির চেক করবেন যাতে এক্সিট দিয়েছে কিনা সময়মত বুঝতে পারেন।
৪-(qiwq) (gosi) (mol) (moi jawazat) এই 4 টা ম্যাসেজ সেন্টার থেকে ম্যাসেজ আসলে গুরুত্ব সহকারে দেখবেন।
কারন টার্মিনেট করলে qiwa থেকে ম্যাসেজ আসে,এক্সিট দিলে আবশির থেকে ও mol থেকে ম্যাসেজ আসে,চুক্তি সহ নানান কারনে gosi থেকে ম্যাসেজ আসে।
৫-ইকামার মেয়াদ কবে কখন শেষ হচ্ছে তা নিয়মিত চেক করবেন,মেয়াদ চলে গেলে ১ম বার ৫০০ রিয়াল জরিমানা,২য় বার ১ হাজার রিয়াল জরিমানা।
৬- ফ্যামিলি ভিসায় ফ্যামিলি থাকলে আবশিরে তাদের মেয়াদ চেক করবেন,অন্তত মেয়াদ শেষ হওয়ার ৩ দিনের মধ্যে মেয়াদ বাড়িয়ে নিবেন।
৭- কফিলের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।
৮- ডিজিটাল চুক্তি ওকে করার আগে ভালো করে পড়ে নিবেন।