Hiya's কথন

Hiya's কথন অনুভবের কথা গুলো
অনুভূতিতেই ভালো থাক?

25/04/2025
19/04/2025

প্রেম কাহিনী
হাদিউজ্জামান
২য় পার্ট
হয়তোবা কেন বেশির ভাগ তো এমনিই হয় (আমি)
হুম তা আপনি কি করেন...?(সে)
পরের হোটেলে খাই আর নিজের হোটেলে লেখা-পড়া করি তুমি কি করো.?
আমিও(সে)
আচ্ছা তোমার নামটা তো জানা হলো না নামটা জানতে পারি!?(আমি)
আমি রহিমা(সে)
তা রহিমা তোমরা কয় ভাই-বোন (আমি)
দুইভাই তিন বোন আপনারা..?(রহিমা)

আমরা তো তাই বলতে পারছিনা! (আমি)
তা আপনারা কয়জন বলেন.?(রহিমা)
দুই ভাই এক কোন আর আমি মেজো! (আমি)
এভাবে চলেগেল একমাস! মেয়েটা একদিন আমাকে বলতেছে আপনাকে একটা কথা বলবো!? হুম বলো এবার সে বললো না থাক পরে বলবো আমি বললাম ওকে, একথা বলে শেষ না করতেই আমাকে একটা আজীব কথা বললো যা আমি ইতি পূর্বে শুনিনি আর কথাটা শুনতেই আমার মাথাটাও নিচু হয়েগেল।
আচ্ছা কথা কি ছিল সেটা তো বলা হলো না!! তাহলে বলেই ফেলি কথাটা হলো I love you জান!
আমি রহিমা কে বললাম এত তাড়াতাড়িই তোমার জান হয়েগেলাম!
আমি একটা বছর ধরে তোমার কথা ভাবতে থাকি কিন্তু বলতে পারিনি! (রহিমা)
কিন্তু আজ কিভাবে বললে!(আমি)
এখন বলবো না. (রহিমা)
কেন?(আমি)
না খুব ঘুম আসছে জান কাল বলবো!
ওকে বাই!(রহিমা)
ওকে বাই (আমি)

চলবে..
যদি লিখতে পারি!
বি:দ্র: আমি আবার এসব লিখতে পারিনা!
#হৃদয়

Hmmm
17/04/2025

Hmmm

৮ মাস আগে ছাত্রকে বিয়ে করে ভাইরাল সেই শিক্ষিকার মৃ’ত্যু নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিনএকের পর এক নতুন চমক নিয়ে সর্বদা শির...
15/08/2022

৮ মাস আগে ছাত্রকে বিয়ে করে ভাইরাল সেই শিক্ষিকার মৃ’ত্যু নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন

একের পর এক নতুন চমক নিয়ে সর্বদা শিরোনামে থাকেন আলোচিত ও সমালোচিত ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

তিনি নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণেই মূলত সবার নজরে আসেন। সম্প্রতি তিনি কথা বলেন, নাটোরে কলেজছাত্রকে বিয়ে করে আলোচনায় আসা শিক্ষক খাইরুন নাহারের মৃত্যু নিয়ে।

গতকাল রোববার (১৪ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে খাইরুন নাহারের মৃত্যু নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘অধ্যাপক খায়রুন নাহারকে মনে হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করেছে তার বয়সে ছোট স্বামী মামুন। স্বামী কেন বয়সে ছোট, এটি ছিল খায়রুনের অপরাধ। পুরুষেরা যখন বয়সে ছোট মেয়েদের বিয়ে করে, তখন তো সেইসব পুরুষকে মানুষ অপমান করে না!

এখন তো লোকে বলবে, পুরুষকে স্ত্রীর চেয়ে বয়সে বড় হতেই হয়- এটিই সমাজের নিয়ম। না, এটি সমাজের নিয়ম নয়। এটিকে নিয়ম বানানো হয়েছে। কিন্তু এক তুড়িতে নিয়ম বদলে যেতে পারে। নিয়ম মানুষই তৈরি করে, নিয়ম মানুষই ভাঙে।

স্ত্রী বয়সে বড় হবে, এটি যদি মানতে না পারো, তাহলে তোমরা তোমাদের প্রিয় নবীর সঙ্গে বিবি খাদেজার বিয়েও মানো না। তোমরা তো তবে মুসলমানই নও। তোমাদের নবী যে পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথেই তো হাঁটতে চাও। তাহলে স্বামীর চেয়ে বয়সে বড় স্ত্রীকে মেনে নিতে পারো না কেন?

আমার মনে হয় না মানুষের মানা না মানা নিয়ে খায়রুন নাহারের কোনও সমস্যা ছিল। তিনি সমাজের লোকদের বদ চরিত্রের কথা জেনেই তো মামুনকে বিয়ে করেছিলেন। এমন আত্মবিশ্বাস যার, তিনি আত্মহত্যা করবেন কোন দুঃখে! ময়নাতদন্ত বলছে,

শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মামুন সাহেব স্ত্রীকে হত্যা করে রাত ২টার সময় বাড়ি থেকে বেরিয়ে সকাল ৬টায় ফিরে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে আগুনে ওড়না আর ফ্যানের কিছুটা পুড়িয়ে একটি আত্মহত্যার দৃশ্য হয়তো সাজিয়েছেন। হয়তো রাতে যেখানে ছিলেন, সেখান থেকেই এই বুদ্ধিটা নিয়ে এসেছেন।

যেহেতু খায়রুনের ওপর সমাজ ক্ষিপ্ত ছিল, মামুনকে বয়স্ক নারীর ভিক্টিম হিসেবে দেখেছে। তাই মামুনের শাস্তি হোক তা হয়তো লোকেরা চাইবে না। ছলে-কৌশলে মামুনকে বাঁচাবার চেষ্টা চলবে। প্রশ্ন হলো, মামুন কেন খুন করবে খায়রুনকে? খায়রুনের দয়ায় সে অন্ন, বস্ত্র, বাসস্থানতো পেয়েছে। এমনকি মোটর সাইকেল পেয়েছে, পড়ালেখার খরচপাতি পেয়েছে। খায়রুন বেঁচে থাকলে আরও সুযোগ সুবিধা পেত। নিশ্চয় কোনও বদ উদ্দেশ্য তার ছিল খায়রুনকে হত্যা করার। আমি ভুল হতে পারি। কিন্তু খবর যা পেয়েছি, তা শুনে এমনই মনে হলো।’

অসম প্রেমের পরিসমাপ্তি! ছাত্রকে বিয়ে করার ছয় মাস পর শিক্ষিকার ম'রদেহ উদ্ধার!  কিছুদিন আগেেই ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া...
14/08/2022

অসম প্রেমের পরিসমাপ্তি! ছাত্রকে বিয়ে করার ছয় মাস পর শিক্ষিকার ম'রদেহ উদ্ধার! কিছুদিন আগেেই ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা এখন কেবলই ইতিহাস।

Address

Al Qunfudhah
21541

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hiya's কথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category