
21/05/2025
৩০ বছরে একটি ব্যাগও হারায়নি — জাপানের কানসাই বিমানবন্দরে!
১৯৯৪ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিদিন হাজার হাজার ব্যাগ নিখুঁতভাবে পরিচালনা করে আসছে কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট — একটি ব্যাগও হারায়নি এখন পর্যন্ত।
এই অবিশ্বাস্য রেকর্ডের স্বীকৃতিস্বরূপ তারা আটবার অর্জন করেছে স্কাইট্রাক্স-এর “বিশ্বের সেরা ব্যাগেজ ডেলিভারি এয়ারপোর্ট” খেতাব।
তবে আসল চ্যালেঞ্জ এখন সামনে — ২০২৫ ওয়ার্ল্ড এক্সপো উপলক্ষে ওসাকায় প্রায় ৪ কোটি পর্যটকের আগমন প্রত্যাশিত, এবং তখন বিশ্ব দেখবে এই কিংবদন্তি ব্যাগেজ রেকর্ড কি