Poran Vlog

Poran Vlog আল্লাহ আমার প্রভু,আমার নাহি নাহি ভয়।
আমার কিসের সঙ্কা,কোরআন আমার ডঙ্কা।
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।
,,,,আলহামদুলিল্লাহ,,,,
(4)

11/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

17/06/2025

**🌙✨ শুভ রাত্রি ✨🌙**

রাতের আকাশে তারা ঝিলমিল করে,
আর নীরব হাওয়ায় গল্প করে প্রকৃতি—
সবকিছুই যেন আজ তোমাকে বলছে,
"একটু বিশ্রাম নাও, সব চিন্তা ভুলে যাও..."

ঘুম আসুক তোমার চোখে মিষ্টি স্বপ্নের মতো,
হৃদয় জুড়ে ছড়াক শান্তির আলপনা।
কাল আবার নতুন সূর্যোদয়ের সাথে
জীবন হবে আবার উজ্জ্বল, প্রাণবন্ত!

**শুভ রাত্রি, ভালোবাসা রইলো অফুরান...** 💖🌿

*— তোমার শান্তি যেন রাতের নক্ষত্রদের মতো উজ্জ্বল হয়* 🌟
🌃🌠🛌💤

16/06/2025

**🌟 স্বপ্ন: মনে আশার আলো জ্বালানো এক অনন্ত যাত্রা 🌟**

স্বপ্ন হলো মনের গভীরে লুকিয়ে থাকা সেই ছোট্ট বীজ, যা একদিন মহীরুহ হয়ে উঠবে। স্বপ্নই আমাদের এগিয়ে নিয়ে যায়, নতুন লক্ষ্যের দিকে হাঁটতে শেখায়। কোনো স্বপ্নই ছোট নয়—প্রতিটি স্বপ্নেরই আছে এক অনন্য মহিমা।

**✨ স্বপ্ন দেখো বড়ো:**
ভয় পেয়ো না ব্যর্থতার, কারণ প্রতিটি ব্যর্থতাই তোমাকে একধাপ এগিয়ে নিয়ে যায়। টেসলা, আইনস্টাইন, স্টিভ জবস—তারা সবাই একসময় স্বপ্ন দেখেছিলেন, আর আজ তাদের স্বপ্নই বিশ্ব বদলে দিয়েছে।

**🌱 স্বপ্নের বীজ বুনো আজই:**
আজই একটি ছোট পদক্ষেপ নাও। পড়াশোনা, ক্যারিয়ার, শখ—যাই হোক না কেন, স্বপ্নকে লালন করো। সময় আসবেই, যখন তুমি দেখবে তোমার পরিশ্রম রঙিন ফল দিচ্ছে।

> *"স্বপ্ন সেটাই না, যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই, যা তোমাকে ঘুমোতে দেয় না।"* — **এ.পি.জে. আব্দুল কালাম**

আজই নিজেকে বলো—**"আমি পারব!"** 💪
কারণ, তোমার স্বপ্নই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে।

05/06/2025

**ঈদ উল আযহার শুভেচ্ছা!**

🕌 *"কোরবানির ত্যাগের মহিমায়,
মুক্ত হোক হৃদয়ের সব অহংকার।
আল্লাহর রাহে নিবেদিত হোক সবার প্রাণ,
ঈদের বার্তা হোক শান্তি-সম্প্রীতির সন্ধান।"*

**সবাইকে ঈদ উল আযহার অগ্রীম শুভেচ্ছা!**
🌟 **আল্লাহ আমাদের ত্যাগ ও আদর্শের মাধ্যমে কবুল করুন,
এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর জন্য রহমত বর্ষণ করুন।**

❤️ *কোরবানির পশুর মতো আমাদের অভিলাষগুলোও যেন নিঃস্বার্থ হয়,*
*আর ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে।*

01/06/2025

গরমের মধ্যে এমন মজাদার আম এর ভর্তা খেতে পারলে আসলেই ভালো লাগে,,

30/05/2025

**অপরাজিত জীবন: যেখানে প্রতিটি পতনই নতুন উত্থানের সূচনা**

জীবন কখনও সরলরেখা নয়—এটা উঁচু-নিচু পাহাড়ি পথের মতো। কখনও চূড়ায়, কখনও অন্ধকার গহ্বরে। কিন্তু **অপরাজিত** তারা, যারা ব্যর্থতাকে পাথর বানিয়ে নতুন পথ তৈরি করে।

# # # **কীভাবে বাঁচবেন অপরাজিত জীবন?**
1. **ব্যর্থতা মানেই শেষ নয়** – এডিসন হাজারবার ব্যর্থ হয়েও বলেছিলেন, *"আমি ব্যর্থ হইনি, শুধু হাজারটা উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না।"*
2. **অভিযোগ নয়, অভিযোজন** – পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে না, কিন্তু প্রতিক্রিয়া আপনার হাতে।
3. **ছোট জয়গুলো উদ্যাপন করুন** – জীবনের ম্যাচটা একদিনে জিততে হয় না, ওভার by ওভার জমে রাখুন রান।
4. **নিজের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না** – অন্যরা কী ভাববে, তা নিয়ে ভাবলে আপনি নিজের স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করবেন।

# # # **উদ্ধৃতি দিয়ে শেষ করি:**
*"জীবনে কখনও হারেনি সেই, যে লড়াই করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
হারে তারা, যারা ভয় পেয়ে লড়াই থামিয়ে দেয়।"*

(পোস্টটি শেয়ার করুন যদি আপনি বিশ্বাস করেন—জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজের ভয়কে জয় করা)

28/05/2025

*"সরজমিনে কাউকে ধরে রাখা যায় না... ❤️‍🩹"*

*"সময় যেমন বালির মতো হাতের ফাঁক দিয়ে চলে যায়,
মানুষও তেমনি নিজের পথে হাঁটে...
জোর করে বেঁধে রাখলে ভালোবাসা শিকলে পরিণত হয়,
আর স্বাধীনতাই হয় সবচেয়ে বড় উপহার। 💔

যাকে রাখতে চাও, তাকে বুঝে রাখো...
না পারলে মুক্তি দাও। 🌬️

*"আপনার কি কখনো কাউকে ছেড়ে দেওয়ার অভিজ্ঞতা হয়েছে?
কেমন লেগেছিলো? 👇"*

কমেন্টে জানান,,

26/05/2025

আলহামদুলিল্লাহ,,

25/05/2025

**আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমত ও শুকরিয়া**

🌿 *"আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন"* 🌿
সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের অসংখ্য নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন। তাঁর অফুরন্ত রহমত, অসীম দয়া ও অপার করুণায় আমরা প্রতিদিন নতুন জীবন পাচ্ছি।

💫 **আল্লাহর শুকরিয়া কীভাবে প্রকাশ করব?**
✔️ **মুখে**: বেশি বেশি *"আলহামদুলিল্লাহ"* বলা।
✔️ **কর্মে**: তাঁর দেওয়া নেয়ামত সঠিকভাবে ব্যবহার করা।
✔️ **হৃদয়ে**: সব সময় কৃতজ্ঞতা বোধ রাখা।

🌺 *"তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, তা গুনে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।"* (সূরা আন-নাহল, ১৬:১৮)

আল্লাহ আমাদের সবাইকে তাঁর শুকরিয়া আদায়ের তাওফিক দান করুন। আমীন! 🤲

25/05/2025

Pavel Agro

22/05/2025

**🌹 অদেখা প্রেমের কবিতা 🌹**

*"তুমি যে কোথায়, জানি না—*
*তবুও রোদের গায়ে লিখে যাই তোমার নাম,*
*অজানা রাস্তার ধুলোয় পায়ের ছাপ গুনি,*
*হঠাৎ কোথাও হয়তো মুখোমুখি হবে বাঁকা সময়!"*

*"চিঠি লিখি বৃষ্টার জলে,*
*ফোন করি বাতাসের হাতে,*
*তুমি শুনবে কি? কে জানে—*
*তবুও অপেক্ষায় রই...*"
**"চাঁদ বলে—‘ওগো অচেনা প্রিয়,’
‘আমার আলোয় মেশো একটু,’
তারাগুলো হাসে—‘ভালোবাসা
কখনো অদেখাই থাকে সেরা!’"**

,,,,,পরান,,,,,

22/05/2025

অনেক দিন আগের একটি ভিডিও,,,কেমন হলো জানাবেন, আর আপনাদের কার কার পছন্দ বলবেন,,,,

Address

Al Qunfudhah

Alerts

Be the first to know and let us send you an email when Poran Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share