মক্কা টু মদিনা - Makkah to Madinah

মক্কা টু মদিনা - Makkah to Madinah ধর্মীয় - মানবতা ও অনুসন্ধানীমূলক টিভি চ্যানেল।

সুখবর‼️ প্রবাসীরা সৌদী আরবে ঘরবাড়ী কিনতে পারবেন ২০২৬ সাল থেকে!সৌদি আরবে বিদেশিদের জন্য জমি কেনার সুযোগ, যারা শুধু কাজ কর...
11/07/2025

সুখবর‼️ প্রবাসীরা সৌদী আরবে ঘরবাড়ী কিনতে পারবেন ২০২৬ সাল থেকে!

সৌদি আরবে বিদেশিদের জন্য জমি কেনার সুযোগ, যারা শুধু কাজ করত, এবার তারা ঘর গড়তে পারবে!

এইতো সেদিন পর্যন্তও সৌদি আরব ছিল একটুখানি বাঁধা দেওয়া দেশ যেখানে মানুষ আসে কাজ করতে, প্রার্থনা করতে, রোজগার করে দেশে পাঠাতে। কিন্তু এবার ইতিহাস বদলালো। সৌদি সরকার প্রথমবারের মতো আইন পাস করেছে, যার আওতায় বিদেশি নাগরিকরাও এখন এই দেশে জমি, ফ্ল্যাট, বাড়ি কিংবা হোটেল কিনতে পারবেন তাদের নিজ নামে। স্থায়ীভাবে। ভবিষ্যতের আশ্বাস নিয়ে। ৮ জুলাই ২০২৫ সৌদি মন্ত্রিসভা আইনের অনুমোদন দেয়

এই আইনের খুঁটিনাটি কী?
আপনি রিয়াদ, জেদ্দা, রেড সি বা NEOM-এর মতো জায়গায় আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তি কিনতে পারবেন। আপনি চাইলে হোটেল, শোরুম, রেস্টুরেন্ট-এর জায়গাও কিনে ব্যবসা করতে পারবেন। কিছু সীমাবদ্ধ এলাকা বাদে প্রায় সবখানেই এই সুযোগ থাকবে। সম্পত্তি কিনতে হলে সরকারি অনুমোদন ও আইনি রেজিস্ট্রেশন লাগবে। আইনটি ধাপে ধাপে ২০২৬ সাল থেকে কার্যকর হবে

কথাটা শুনতে হয়তো সাধারণ লাগছে, কিন্তু এই আইনের মানে অসাধারণ। কারণ এতদিন যাদের কাঁধে সৌদি অর্থনীতি ভর দিয়ে দাঁড়িয়ে ছিল, যারা নিজেদের জমি বিক্রি করে বিদেশে এসেছিলেন, যারা বছরের পর বছর রুম ভাড়া করে থেকেছেন,
তাঁদের এবার বলা হচ্ছে “এই দেশেও তোমার নিজের ভিটে হতে পারে।”

এটা শুধু আইনের বদল না, এটা দৃষ্টিভঙ্গির বদল। একটি দেশ এখন বলছে, তুমি কেবল আমার অতিথি নও, তুমি চাইলে আমার ঘরের মানুষ হতে পারো।

সৌদি আরব যে ধীরে ধীরে বিশ্বনাগরিকদের জন্য নিজের দরজা খুলছে, এই আইন তার সবচেয়ে সাহসী পদক্ষেপ।

মসজিদ আল হারামে কাবার কিসওয়া প্রতিস্থাপনের বার্ষিক অনুষ্ঠান ২৫জুন-২০২৫ অনুষ্ঠিত হয়।
26/06/2025

মসজিদ আল হারামে কাবার কিসওয়া প্রতিস্থাপনের বার্ষিক অনুষ্ঠান ২৫জুন-২০২৫ অনুষ্ঠিত হয়।

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্‌নিমাতা লাকা ওয়ালমুল্‌ক লা শারি-ক...
04/06/2025

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্‌নিমাতা লাকা ওয়ালমুল্‌ক লা শারি-কা লাক 🤲

ব্রেকিং নিউজ! ৫ই জুন আরাফাত ডে বা হজ্জের দিন।৬ই জুন ঈদুল আদহা।
27/05/2025

ব্রেকিং নিউজ!
৫ই জুন আরাফাত ডে বা হজ্জের দিন।
৬ই জুন ঈদুল আদহা।




নিয়তের নাম বরকত এবং লিবিয়ার এক হজ্জ যাত্রীর অলৌকিক ঘটনা! আমির নামের এক তরুণ লিবিয়ান যুবক হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন...
27/05/2025

নিয়তের নাম বরকত এবং লিবিয়ার এক হজ্জ যাত্রীর অলৌকিক ঘটনা!

আমির নামের এক তরুণ লিবিয়ান যুবক হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বিমানবন্দরে চেকইন করার সময় তার নাম নিয়ে একটি নিরাপত্তা সমস্যা দেখা দেয়। নিরাপত্তা কর্মীরা তাকে বলেন, “আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি, তবে আপনাকে আমাদের সাথে একটু অপেক্ষা করতে হবে।”

এই সময় অন্য সব হজ্জ যাত্রীরা তাদের প্রক্রিয়া সম্পন্ন করে বিমানে উঠে পড়ে এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায়। কয়েক মিনিট পর আমিরের সমস্যার সমাধান হয়ে গেলেও পাইলট বিমানের দরজা খোলার অনুমতি দেননি, এবং বিমানটি উড়ে যায়।

নিরাপত্তা কর্মীরা আমিরকে সান্ত্বনা দিয়ে বলেন, “আল্লাহ সাহায্যকারী, তিনি যখন কোনো কিছু সহজ করে দেন না, তখন তাতে কোনো হেকমত আছে।” কিন্তু আমির বিমানবন্দর ছেড়ে যেতে অস্বীকার করেন এবং জোর দিয়ে বলেন, “আমার নিয়ত হজ পালন করা, ইন শা আল্লাহ আমি যাবো।”

হঠাৎ খবর আসে, বিমানে একটি ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে। বিমানটি ফিরে আসে এবং মেরামত করা হয়, কিন্তু পাইলট এবারও দরজা খুলতে অস্বীকার করেন। একজন অফিসার আমিরকে বলেন, “এটা হয়তো তোমার জন্য ছিল না।” আমির দৃঢ়ভাবে উত্তর দেন, “আমি হজে যাওয়ার নিয়ত করেছি, ইন শা আল্লাহ আমি যাবো।”

বিমানটি আবার চলতে শুরু করে। কিছুক্ষণ পর আবার খবর আসে, বিমানে আবার একটি সমস্যা দেখা দিয়েছে এবং এটি আবার ফিরে আসছে।

এই সময় পাইলট ঘটনাটি উপলব্ধি করেন এবং বলেন,
“আমি আমির ছাড়া আর উড়ব না।”

অবশেষে আমির বিমানে ওঠেন। তার একটি ছবি স্মৃতি হিসেবে তোলা হয়, এবং সকলেই নিরাপদে পৌঁছান।

সূত্র- Inside the Haramain
অনুবাদ : মাসিক পরওয়ানা

16/05/2025
ইতিহাস 💜
29/04/2025

ইতিহাস 💜

২৩শে এপ্রিল থেকে মক্কায় সরকারি অনুমতি পত্র বা হজ্জ ভিসা ছাড়া প্রবেশ করা যাবেনা। ২৯শে এপ্রিল থেকে জুনের ১০ তারিখ পর্যন্ত ...
18/04/2025

২৩শে এপ্রিল থেকে মক্কায় সরকারি অনুমতি পত্র বা হজ্জ ভিসা ছাড়া প্রবেশ করা যাবেনা। ২৯শে এপ্রিল থেকে জুনের ১০ তারিখ পর্যন্ত উমরাহ বন্ধ থাকবে। ২৯শে এপ্রিলের মধ্যে সকল উমরাহ যাত্রীদের সৌদি আরব ছাড়তে হবে‼️

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Md Anamul
18/04/2025

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Md Anamul

We Love Palestine 🇵🇸🇧🇩মার্চ ফর গাজা 🇵🇸🇵🇸
12/04/2025

We Love Palestine 🇵🇸🇧🇩
মার্চ ফর গাজা 🇵🇸🇵🇸

Address

Al Qunfudhah

Website

Alerts

Be the first to know and let us send you an email when মক্কা টু মদিনা - Makkah to Madinah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মক্কা টু মদিনা - Makkah to Madinah:

Share