27/07/2025
তদন্তকারী কর্মকর্তা ছাড়া কেউ কিছু জানে না?
আমরা মাইমুনা আক্তার ময়নার ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের
ঘটনায় বারবার জানতে চেয়েছি,
তদন্ত কতদূর এগিয়েছে?
কেন এখনো ঘাতক ধরা পড়েনি?
আইনি প্রক্রিয়া কীভাবে চলছে?
এই প্রশ্নগুলো ময়নার আইনজীবীকে করা হলে তিনি শুধু বলেন
তদন্ত বিষয়ে একমাত্র তদন্তকারী কর্মকর্তাই বলতে পারবে।
প্রশ্ন হলো..
তাহলে একজন আইনজীবীর ভূমিকা কী?
তিনি কি তদন্ত সম্পর্কে খোঁজ নিতে পারেন না?
তিনি কি আদালতের বাইরে দায়িত্ববোধহীন?
নাকি শুধু আদালতে দাঁড়ানোই তাঁর একমাত্র কাজ?
আমরা যারা ময়নার পাশে আছি,
তারা কোনো বাহানা শুনতে আসিনি।
আমরা চাই সত্য, চাই অগ্রগতি, চাই জবাব।
একজন আইনজীবী যদি তদন্তের অবস্থা সম্পর্কেও
মুখ খুলতে না পারেন, তাহলে ময়নার পরিবার কোথায় যাবে?
কে দেবে তাদের প্রশ্নের উত্তর?
আর কতদিন এভাবে সময় পার হবে ঘাতকরা ধরা না পড়ে,
বিচার না পেয়ে?
ময়নার ন্যায়বিচার এখন শুধু আদালতের দায় নয়,
এটি আমাদের সকলের দায়।
#ময়নাহত্যারবিচারচাই
#আইনজীবীরজবাবদিহি
#তদন্তেরঅগ্রগতি_জানাতে_হবে
#ঘাতকেরবিচারহোক
#গা_বাঁচানো_জবাব_না
#ন্যায়েরজন্যপ্রশ্