16/09/2025
কেন বাংলাদেশি সৌদিতে বেকার হচ্ছেন?
কেনইবা ৫ লাখ টাকা ঋন রেখে দেশে চলে যেতে চাচ্ছেন।
আজকাল নতুন আসা অনেকেই আমাদের কাছে আসে দেশে যাওয়ার বিষয়ে পরামর্শ নিতে।
প্রথম কথা দেশে চলে যাওয়া সহজ কোন সমাধান নয়,সমাধান কর্ম যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে।
সৌদি সহ মধ্যপ্রাচ্যের মোটামুটি সব দেশেই কর্ম সংকট,কাজ না পেয়ে প্রতারিত হয়ে দেশে ফিরে যাওয়ার কঠিন সিদ্ধান্ত পর্যন্ত নিচ্ছেন অনেকেই।
২০১৯ সালের পর থেকেই সৌদিতে বাংলাদেশিদের শ্রম সংকট দেখা দেয়।
বর্তমান সৌদিতে নতুন আসা ৫০ ভাগেরও বেশি মানুষ কোন কোনভাবে প্রতারিত হচ্ছে,হয় দালাল অথবা নিয়োগকর্তা মাধ্যমে।
ইকামা,বাসস্থান,খাবার,বেতন সহ নানান সমস্যায় জর্জরিত বাংলাদেশি প্রবাসীরা।
মাসের পর মাস কাজ না পেয়ে বেকার অবস্থায় হাজার হাজার প্রবাসী মানবতর জীবনযাপন করছে।
এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার এবং সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বেশকিছু পদক্ষেপ নিলেও কার্যকরী কোন ফলাফল আসেনি।
প্রতিনিয়ত তথাকথিত সাপ্লাই এবং ফ্রি ভিসায় সৌদিতে এসে সর্বস্ব হারাচ্ছে সাধারণ অসহায় প্রবাসীরা।
আর এতেই নতুন আসা প্রবাসীরা বাধ্য হয়ে দেশে ফিরে যেতে চাচ্ছে,প্রতিদিন শতশত প্রবাসী ফেরতও যাচ্ছেন।
কেন বাংলাদেশিরা এতো বেশি বেকার এটা জানা জরুরি?
১- চাহিদার থেকেও অতিরিক্ত কর্মী সৌদিতে আসছে।
২- অদক্ষ কর্মীর সং্খ্যা অনেক বেশি হওয়াতে।
৩- সৌদির শ্রম আইন,শ্রম অধিকার সম্পর্কে ধারনা না থাকা।
৪- কারনে অকারনে কফিল কর্তৃক এক্সিট,টার্মিনেট হুরুব হওয়ার কারনে।
৫- ভাতৃত্ববোধের অভাবে,বাংলাদেশিরা একে অপরকে সাহায্য না করা।
হঠাৎ সৌদিতে কেন স্রোতের মত কর্মী আসা শুরু করেছে।
১- দেশে পর্যাপ্ত পরিমান কর্মসংস্থান না থাকা।
২- আত্মীয়স্বজন প্রবাসে আছে তাই প্রবাসে আসতে হবে এমন চিন্তা।
৩- দালালদের মিথ্যা আশ্বাস ও প্রলোভন।
৪- সরকার ও রাজনৈতিক সমস্যা।
৪- বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করা সহ আরো অনেক কারনে সৌদিতে অদক্ষ কর্মী প্রতিনিয়ত আসছে।
কেন আপনার দেশে যাওয়ার সিদ্ধান্ত বদলানো উচিত।
প্রথম কথায় বলবো রিজিক মিন আল্লাহ অথাৎ রিজিক আল্লাহ দিবে।
আপনি চলে যাওয়া মানেই সমাধান নয়,আপনাকে চেষ্টা করতে হবে।
কাজ খোঁজা এখন এতোটা সহজ না হলেও একেবারেই যে সৌদিতে কাজ নেই এটা বলা উচিত নয়।
প্রত্যেকটা মানুষ সৌদিতে আসার পরপর ভালো অবস্থানে যায় না,ভালো কাজ পায় এমনও না।
যেহুতু আপনি বেকার অল্প বেতন অথবা লম্বা ডিউটি যাই হোক না কেন,এটা দিয়েই শুরু করুন।
সময় কথা বলবে,সময়ের সাথে সাথে আপনার অবস্থানও পরিবর্তন হবে।
সরাসরি চাকরি না পেলে আশেপাশে পার্টটাইম খুঁজুন,এটাও না পেলে বিকল্প সাময়িক আয়ের কোন না কোন রাস্তা খুঁজে বের করুন।
সারাদিন ঘরে বসে চাকরির ভিডিও না দেখে নিজে রাস্তায় নামুন,সম্পর্ক তৈরি করুন এলাকার মানুষের সাথে।
ধীরে ধীরে দেখবেন আপনার পরিবর্তন আসবে ইনশা আল্লাহ।
বি:-দ্র:- সৌদিতে অবৈধ লোকও মাসে লাখ টাকা কামাই এমন লোক লাখো আছে।
তাই আশাহত না হয়ে নিজের প্রতি আস্থা রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন,তিনি আপনার রিজিকের মালিক।