Rashal Sorif

Rashal Sorif https://m.youtube.com/?si=BV-nqcyyi-OM0Lwg

মহান আল্লাহ বলেন,
তোমরা নেকী ও আল্লাহ ভীরু কাজে
পরস্পরকে সাহায্য সহযোগিতা কর।

07/10/2025
06/10/2025

ইনশাআল্লাহ,
দালাল প্রতারকদের ভিডিও প্রমাণ সহ প্রচার করব।
আপনাদের সহযোগিতার কামনা করছি।আপনারা যারা প্রতারিত হয়েছে তারা নিচে দেওয়া whatsapp নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
+9660532488279🇸🇦🇸🇦🇸🇦🇧🇩।

আল রাজি ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতা সৌদি ব্যবসায়ী সুলাইমান বিন আব্দুল আজিজ আল রাজি তার সম্পদের বেশিরভাগই দান করেছেন, ১৯ বিল...
26/09/2025

আল রাজি ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতা সৌদি ব্যবসায়ী সুলাইমান বিন আব্দুল আজিজ আল রাজি তার সম্পদের বেশিরভাগই দান করেছেন, ১৯ বিলিয়ন ডলার দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন এবং তার সন্তানদের মধ্যে কিছু অংশ বিতরণ করেছেন। তার ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মসূচিতে তার অবদানের অর্থায়ন করা হয়েছিল। একসময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৯০ মিলিয়ন ডলারে নেমে আসে, যার ফলে তার বিলিয়নিয়ার মর্যাদা শেষ হয়ে যায় কিন্তু উদারতার উত্তরাধিকার রেখে যায়। #সৌদি_আরব
#আলরাজি_ব্যাংক

25/09/2025

আমার একটা মুদির ছিল মাসরী আমাকে দশ রিয়ালের পেট্রোল নিতে বলে আমি পেট্রোল নিই কিন্তুও আমাকে অবিশ্বাস করে।পরে আমি পাম্পের ভিডিও কপিলকে দিই পরে যা হবার তাই হয়েছে। 🇸🇦🇸🇦⛽⛽⛽🚘

25/09/2025

আমাদের সৌদি আরব পুলিশ আটকিয়ে রাখল অর্ধ দুপুর এমনিতেই আয় ইনকাম নাই তারপর যদি আটকিয়ে মামলা করে কেমন লাগে বলেন ত।🇸🇦🇸🇦🇸🇦🚕🚕🚕।

22/09/2025

সৌদিতে প্রতারণা মূল ফাঁদ! শেয়ার করেন ভাই।
৭০ ভাগ মানুষ প্রতারিত হচ্ছে নিম্মে দেওয়া ভিসারগুলোর নাম শুনে-
দয়াকরে নীচের লাইনগুলো পড়বেন।
১- কপিশপ।
২- আবাসিক হোটেল।
৩- এয়ারপোর্টে ক্লিনার।
৪- নূন কোম্পানি।
৫- নাহদি কোম্পানি।
৬- আল মারাই কোম্পানি।
৭-ফার্মাসির কাজ।
৮- আল হারাম শরীফের কাজের ভিসা।
৯- ফুড ডেলিভারি অথবা ডেলিভারির কাজ।
১০- মসজিদ মাদ্রার কাজ!

ভিসা বিক্রেতাদের টার্গেট তরুনরা,বেকার তরুনদের এসকল আগ্রহ বেশি হওয়াতে ৫/৬ লাখ টাকায় অনায়াসে ভিসা বিক্রি করে,সৌদি এনে প্রতারণা করছে।
অনুগহ করে কেউ এই ধরনের লোভনীয় অভারে পা দিবেন না,৭০ ভাগ লোক সৌদি আসার পর যে কাজ বলে সেই কাজের নামনিশানাও দেখে না।
অধিকাংশ লোকতো চাকরিই পায় না।
বিশ্বাস না হলে কমেন্ট চেক করেন,মানুষ কি লেখে।

◾আপনাকে কোন ভিসায় এনে প্রতারণা করেছে?
মতামত দিয়ে অন্যদের সতর্ক করুন।

এই ধরনের ভিসায় বেশিরভাগ সাপ্লাই,তাই বুঝেশুনে আসুন।

খেয়াল রাখবেন,কোম্পানির ভিসায় কোম্পানির নাম থাকবে কোম্পানি ডেলিকেট সরাসরি দেশে ইন্টারভিউ দিয়ে লোক আনে।

আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সতর্কতামূলক ভিডিও আসবে ইনশা আল্লাহ।

16/09/2025

আলহামদুলিল্লাহ,
সব কিছুর জন্য।

16/09/2025

কেন বাংলাদেশি সৌদিতে বেকার হচ্ছেন?
কেনইবা ৫ লাখ টাকা ঋন রেখে দেশে চলে যেতে চাচ্ছেন।

আজকাল নতুন আসা অনেকেই আমাদের কাছে আসে দেশে যাওয়ার বিষয়ে পরামর্শ নিতে।
প্রথম কথা দেশে চলে যাওয়া সহজ কোন সমাধান নয়,সমাধান কর্ম যুদ্ধে আপনাকে জয়ী হতে হবে।

সৌদি সহ মধ্যপ্রাচ্যের মোটামুটি সব দেশেই কর্ম সংকট,কাজ না পেয়ে প্রতারিত হয়ে দেশে ফিরে যাওয়ার কঠিন সিদ্ধান্ত পর্যন্ত নিচ্ছেন অনেকেই।

২০১৯ সালের পর থেকেই সৌদিতে বাংলাদেশিদের শ্রম সংকট দেখা দেয়।
বর্তমান সৌদিতে নতুন আসা ৫০ ভাগেরও বেশি মানুষ কোন কোনভাবে প্রতারিত হচ্ছে,হয় দালাল অথবা নিয়োগকর্তা মাধ্যমে।
ইকামা,বাসস্থান,খাবার,বেতন সহ নানান সমস্যায় জর্জরিত বাংলাদেশি প্রবাসীরা।

মাসের পর মাস কাজ না পেয়ে বেকার অবস্থায় হাজার হাজার প্রবাসী মানবতর জীবনযাপন করছে।
এই সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার এবং সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বেশকিছু পদক্ষেপ নিলেও কার্যকরী কোন ফলাফল আসেনি।

প্রতিনিয়ত তথাকথিত সাপ্লাই এবং ফ্রি ভিসায় সৌদিতে এসে সর্বস্ব হারাচ্ছে সাধারণ অসহায় প্রবাসীরা।
আর এতেই নতুন আসা প্রবাসীরা বাধ্য হয়ে দেশে ফিরে যেতে চাচ্ছে,প্রতিদিন শতশত প্রবাসী ফেরতও যাচ্ছেন।

কেন বাংলাদেশিরা এতো বেশি বেকার এটা জানা জরুরি?
১- চাহিদার থেকেও অতিরিক্ত কর্মী সৌদিতে আসছে।
২- অদক্ষ কর্মীর সং্খ্যা অনেক বেশি হওয়াতে।
৩- সৌদির শ্রম আইন,শ্রম অধিকার সম্পর্কে ধারনা না থাকা।
৪- কারনে অকারনে কফিল কর্তৃক এক্সিট,টার্মিনেট হুরুব হওয়ার কারনে।
৫- ভাতৃত্ববোধের অভাবে,বাংলাদেশিরা একে অপরকে সাহায্য না করা।

হঠাৎ সৌদিতে কেন স্রোতের মত কর্মী আসা শুরু করেছে।
১- দেশে পর্যাপ্ত পরিমান কর্মসংস্থান না থাকা।
২- আত্মীয়স্বজন প্রবাসে আছে তাই প্রবাসে আসতে হবে এমন চিন্তা।
৩- দালালদের মিথ্যা আশ্বাস ও প্রলোভন।
৪- সরকার ও রাজনৈতিক সমস্যা।
৪- বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করা সহ আরো অনেক কারনে সৌদিতে অদক্ষ কর্মী প্রতিনিয়ত আসছে।

কেন আপনার দেশে যাওয়ার সিদ্ধান্ত বদলানো উচিত।
প্রথম কথায় বলবো রিজিক মিন আল্লাহ অথাৎ রিজিক আল্লাহ দিবে।
আপনি চলে যাওয়া মানেই সমাধান নয়,আপনাকে চেষ্টা করতে হবে।
কাজ খোঁজা এখন এতোটা সহজ না হলেও একেবারেই যে সৌদিতে কাজ নেই এটা বলা উচিত নয়।
প্রত্যেকটা মানুষ সৌদিতে আসার পরপর ভালো অবস্থানে যায় না,ভালো কাজ পায় এমনও না।
যেহুতু আপনি বেকার অল্প বেতন অথবা লম্বা ডিউটি যাই হোক না কেন,এটা দিয়েই শুরু করুন।
সময় কথা বলবে,সময়ের সাথে সাথে আপনার অবস্থানও পরিবর্তন হবে।
সরাসরি চাকরি না পেলে আশেপাশে পার্টটাইম খুঁজুন,এটাও না পেলে বিকল্প সাময়িক আয়ের কোন না কোন রাস্তা খুঁজে বের করুন।
সারাদিন ঘরে বসে চাকরির ভিডিও না দেখে নিজে রাস্তায় নামুন,সম্পর্ক তৈরি করুন এলাকার মানুষের সাথে।
ধীরে ধীরে দেখবেন আপনার পরিবর্তন আসবে ইনশা আল্লাহ।
বি:-দ্র:- সৌদিতে অবৈধ লোকও মাসে লাখ টাকা কামাই এমন লোক লাখো আছে।
তাই আশাহত না হয়ে নিজের প্রতি আস্থা রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন,তিনি আপনার রিজিকের মালিক।

13/09/2025

গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে-বিপক্ষে ভোট হয় । এখানে ১২৪টি দেশ পক্ষে ভোট দেয়।

বিপক্ষে ভোট দেয় নিচের ১০টি দেশ:

1. ইসরায়েল
2. যুক্তরাষ্ট্র
3. আর্জেন্টিনা
4. হাঙ্গেরি
5. মাইক্রোনেশিয়া
6. নাউরু
7. পলাও
8. পাপুয়া নিউ গিনি
9. প্যারাগুয়ে
10. টোঙ্গা

আমাদের দেশের ফুটবল প্রেমীদের কাছে আর্জেন্টিনা কত প্রিয় ! যারা আমাদের নির্যাতিত ভাই-বোনদের একটি রাষ্ট্র গঠনের পথে বাধা দেয়।

মূলত জাতিসংঘ হচ্ছে ক্ষমতাসীন দেশগুলোর কুক্ষিগত সংস্থা।

১২৪ টা দেশ ভোট দেয়ার ফলে সাধারণ পরিষদে "ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব"পাস হলেও নিরাপত্তা পরিষদের বৈঠকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার কারণেই স্বাধীন রাষ্ট্র হচ্ছে না।

11/09/2025

আলহামদুলিল্লাহ,
জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে🇸🇦🇸🇦🇸🇦।

11/09/2025

ঐতিহাসিক বীরের শিফা কুপ মদিনা।

07/09/2025

কফিল,কোম্পানি বেতন পরিশোধ না করলে করনীয় কি?
কোন কর্মীকে কফিল,কোম্পানি ৩ মাস লাগাতার বেতন না দিলে সে কর্মী সৌদি শ্রম আইনে অভিযোগ করার অধিকার রাখে।
কোথায় অভিযোগ করতে হয়?
সরাসরি মক্তব আল আমেলে বেতন ও বকেয়া জন্য অভিযোগ করতে হয়।
অভিযোগ প্রমাণিত হলে কোম্পানি মোখালেফ ঘোষিত হয়
এক্ষেত্রে কর্মীর হাতে ৩ টা অপশন থাকে-
১- কর্মী বকেয়া বেতন ক্ষতিপূরণের সাথে অন্যত্র কাফালা হওয়ার আবেদন করতে পারে।
২- কর্মী দেশে চলে যাওয়ার জন্য আবেদন করতে পারে।
৩- কর্মী চাইলে একই কফিলের নিকট কাজ করার সুযোগও থাকে।

বিশেষ নির্দেশনা-
কফিল কোম্পানির নামে অভিযোগ করার আগে অবশ্যই সবদিক বিবেচনা করে করা উচিত।
যেহুতু আইনি ও আর্থিক বিষয় এক্ষেত্রে রায় আসার পরও বকেয়া পেতে সময় লাগতে পারে।
আদালতের রায় আসতেও দীর্ঘ অপেক্ষা করতে হতে পারে,যার জন্য খাবার,থাকা ও কাজের ব্যবস্থা করেই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা উচিত।
যেহুতু আপনি কফিল,কোম্পানির অধীনে সেক্ষেত্রে মামলা চলাকালীন অবস্থায় এক্সিট এবং টার্মিনেট করার সুযোগ থাকবে।
মামলা চলমান অবস্থায় এক্সিট অথবা টার্মিনেট করে থাকে এক্ষেত্রে আদালত রায়ের সময় এই বিষয়ে নির্দেশনা দিয়ে দিবে।
সবথেকে উত্তম সরাসরি মামলা করার আগে কোম্পানি,কফিলের সাথে সমঝোতা করা উত্তম,একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেলে আইনে আশ্র নেওয়া উচিত।

তথ্য ভালো লাগলে শেয়ার করবেন।
চাইলে আমাদের সার্ভিস নিতে পারেন-
এই সপ্তাহে রিয়াদ অফিসে সবথেকে বেশি যে প্রশ্নের সম্মুখীন হয়েছে! তার উত্তর সবার জন্য দিয়ে দিচ্ছি।
শেয়ার করবেন! সবার কাজে আসবে।
১- ইকামায় হুরুব আছে বৈধ হতে পারবো কি?
উত্তর:- না! শুধু হাউজ ভিসার লোক ব্যাতিত অন্য পেশা যেমন মোহাসাসা অথবা কোম্পানির লোকের হুরুব কাটার সুযোগ নেই।

২- ইকামায় এক্সিট আছে কেটে কাফালা হওয়া যাবে কি?
উত্তর:- না! কারন এক্সিট থাকলে অন্য কেউ কেটে কাফালা করতে পারে না! তবে এক্সিটের পর হুরুব না এসে থাকলে কফিল চাইলে ইকামা করে এক্সিট কাটতে পারবে।
তবে এটা নতুন এক্সিট হলে সহজে হয়ে যায়।

৩- ইকামার মেয়াদ নেই,দেশে গিয়ে নতুন ভিসায় আসা যাবে কি?
উত্তর:-হ্যাঁ! ইকামায় হুরুব অথবা এক্সিট না থাকলে নতুন ভিসায় আসা যাবে।

৪- হুরুব অথবা ফাইনাল এক্সিট আছে দেশে গিয়ে আসা যাবে কি?
উত্তর:- না! ইকামায় হুরুব অথবা এক্সিট থাকলে নতুন ভিসায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ।
ক'বছর নিষিদ্ধ? এটা অনির্দিষ্টকাল হতে পারে ৩/৫ বছর অথবা এর থেকে বেশি।

৫- ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই,অন্য কোথাও কাফালা হওয়া যাবে কি?
উত্তর:- হ্যাঁ পারবেন,শর্তসাপেক্ষে।যদি ইকামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে ওয়ার্ক পার্মিটের মেয়াদ শেষ হয়ে যায় তবে অবশ্যই কাফালা হওয়া যাবে।
ইকামা যদি একেবারে না হয়ে থাকে তবে ইকামা নাম্বার থাকলে নতুন কফিলের নিকট কাফালা হওয়া যাবে তবে অবশ্যই সৌদিতে আসার ৩ মাস পার হতে হবে।

Address

Al Qunfudhah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashal Sorif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share