26/04/2025
জীবন তো ঐ কুড়ি বছর পর্যন্তই, তারপর কেবল যুদ্ধ আর যুদ্ধ। একটা সময় পর পরিবার, বন্ধুবান্ধব , কাছের মানুষ সবকিছু ছেড়ে না চাইতেই দূরে চলে যেতে হয়...! বাঁচতে হয় আনন্দহীন ,সুন্দর মুহূর্তহীন!
আমরা সবাই নিজের জীবনকে সুন্দর করে সাজাতে গিয়ে আমরা সেই আনন্দঘন 'আমি' টাকেই আর খুঁজে পাই না...! জীবন সাজানোর মোহে আমরা একটা সময় নিঃসঙ্গ হয়ে যায় নিজের অজান্তেই ❤️🩹